Ajker Patrika

নাফিশা-ইউসুফের হাত ধরে বাংলাদেশের আরেকটি পদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২৯
নাফিশা-ইউসুফের হাত ধরে বাংলাদেশের আরেকটি পদক

ইন্দোনেশিয়ার জাকার্তার আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশকে প্রথম পদকের স্বাদ দিয়েছিলেন নাফিশা তাবাসসুম। টুর্নামেন্টে দ্বিতীয় ব্রোঞ্জেও আছে তার অবদান। ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড বা মিশ্র দ্বৈত জুটিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

আজ ইউসুফ আলীর সঙ্গে জুটি বেধে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন নাফিশা। তাঁদের সম্মিলিত স্কোর ৪৭। এই ইভেন্টে সোনার পদক স্বাগতিক ইন্দোনেশিয়ার, রুপা সিঙ্গাপুরের। 

এই ইভেন্টের সেমিতে উঠেছিল বাংলাদেশের আরেক দল। নাফিশা-ইউসুফ জুটি সাফল্য পেলেও সাফল্য পাননি দিশা-মুন্না জুটি। 

গতকাল নারীদের ১০ মিটার এয়ার রাইফেলেই ব্রোঞ্জ জিতেছিলেন নাফিশা। 

গতকাল ১০ মিটার এয়ার পিস্তলের সেমিতে উঠলেও সাফল্য আনতে পারেননি কমনওয়েলথ গেমসে রুপা পাওয়া শুটার শাকিল আহমেদ। বাদ পড়েছেন সেমিফাইনাল থেকেই। এই ইভেন্টে নারী শুটারদের কেউই সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। আনজিলা, তুরিং ও আঁখিকে বাছাই পর্ব থেকে বিদায় নিতে হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত