৬৩ হাজার মানুষের দেশ ‘বারমুডা’র নামটি শুনলেই সবার আগে চলে আসে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির বিশেষ যে অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খোঁজ পাওয়া যায়নি বহু বিমান ও জাহাজের। সেই দেশেরই এক অ্যাথলেট টোকিও অলিম্পিকে মেয়েদের ট্রায়াথলন বিভাগে সোনা জিতে গড়লেন ইতিহাস।
৩৩ বছর বয়সী নারী অ্যাথলেট ফ্লোরা ডাফির তার হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে প্রথম সোনা জিতেছে বারমুডা। ১৯৭৬ অস্ট্রিয়া অলিম্পিকে বারমুডা প্রথম ব্রোঞ্জ জেতার পর গত ৪৫ বছরে আর কোনো পদক জিততে পারেনি। দীর্ঘ ৪৫ বছরের আক্ষেপ ঘোচানো ডাফি সোনা জয়ের পর বলেছেন, ‘এটা সত্যিই অনেক আবেগের ছিল। আমার বয়স যখন ৮ বছর ছিল তখন থেকেই আমি এই স্বপ্ন দেখে এসেছি। সব সময় অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে চাইতাম।’
এই পথ পারি দিতে অবশ্য কম বাধা পেরোতে হয়নি ডাফিকে। তবে কোনো কিছুই দমাতে পারেনি অদম্য এই নারী অ্যাথলেটকে। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত ডাফি বলেছেন, ‘অনেক চোখের জল আর হৃদয়ভাঙ্গার ফল এই পদক। বারবার চোটে পড়ার পর মনে হতো আমি কি আবারও ফিট হয়ে সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় ফিরতে পারব কি না।’ ডাফি ঠিকই ফিরেছেন, সঙ্গে ইতিহাস গড়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন।
১৫০০ মিটার সাঁতার, ৪০ কি. মি. সাইক্লিং ও ১০ কি. মি. দৌড়-এ তিন ধাপ পেরিয়ে সোনা জিততে ডাফি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ মিনিট ১৪ সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি।
১ ঘণ্টা ৫৬ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে এই বিভাগে রূপা জিতেছেন ২০২০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের টেইলর ব্রাউন। আর ব্রোঞ্জ জিতেছেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ক্যাটি জ্যাফারস সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৭ মিনিট ৩ সেকেন্ড।
৬৩ হাজার মানুষের দেশ ‘বারমুডা’র নামটি শুনলেই সবার আগে চলে আসে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির বিশেষ যে অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খোঁজ পাওয়া যায়নি বহু বিমান ও জাহাজের। সেই দেশেরই এক অ্যাথলেট টোকিও অলিম্পিকে মেয়েদের ট্রায়াথলন বিভাগে সোনা জিতে গড়লেন ইতিহাস।
৩৩ বছর বয়সী নারী অ্যাথলেট ফ্লোরা ডাফির তার হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে প্রথম সোনা জিতেছে বারমুডা। ১৯৭৬ অস্ট্রিয়া অলিম্পিকে বারমুডা প্রথম ব্রোঞ্জ জেতার পর গত ৪৫ বছরে আর কোনো পদক জিততে পারেনি। দীর্ঘ ৪৫ বছরের আক্ষেপ ঘোচানো ডাফি সোনা জয়ের পর বলেছেন, ‘এটা সত্যিই অনেক আবেগের ছিল। আমার বয়স যখন ৮ বছর ছিল তখন থেকেই আমি এই স্বপ্ন দেখে এসেছি। সব সময় অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে চাইতাম।’
এই পথ পারি দিতে অবশ্য কম বাধা পেরোতে হয়নি ডাফিকে। তবে কোনো কিছুই দমাতে পারেনি অদম্য এই নারী অ্যাথলেটকে। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত ডাফি বলেছেন, ‘অনেক চোখের জল আর হৃদয়ভাঙ্গার ফল এই পদক। বারবার চোটে পড়ার পর মনে হতো আমি কি আবারও ফিট হয়ে সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় ফিরতে পারব কি না।’ ডাফি ঠিকই ফিরেছেন, সঙ্গে ইতিহাস গড়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন।
১৫০০ মিটার সাঁতার, ৪০ কি. মি. সাইক্লিং ও ১০ কি. মি. দৌড়-এ তিন ধাপ পেরিয়ে সোনা জিততে ডাফি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ মিনিট ১৪ সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি।
১ ঘণ্টা ৫৬ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে এই বিভাগে রূপা জিতেছেন ২০২০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের টেইলর ব্রাউন। আর ব্রোঞ্জ জিতেছেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ক্যাটি জ্যাফারস সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৭ মিনিট ৩ সেকেন্ড।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৮ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৯ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১০ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১০ ঘণ্টা আগে