নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রক্ষণে শুরুটা হলো দারুণ, শেষটা একেবারেই বিবর্ণ। এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। একমাত্র গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে।
ভারতের রাজগীর শহরে র্যাঙ্কিংয়ের ১২ নম্বর দলকে প্রথম কোয়ার্টারে রুখে দিয়ে চমক দেখায় বাংলাদেশ (২৯)। ৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। আখিমুল্লাহ আনুয়ার ও আইমান রোজেমি মিলে দুই প্রান্ত দিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেন। কিন্তু ভাঙতে পারেননি রক্ষণ দেয়াল। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারে দেখা গেল ভিন্ন চিত্র। শুরুতে আক্রমণে উঠে চমকে দেয় বাংলাদেশ। ১৬ মিনিটে রাকিবুল হাসান রকি আদায় করেন পেনাল্টি কর্নার। ওবায়দুল জয়ের পুশ থেকে বল থামান রকি। এরপর আশরাফুল ইসলামের দুর্দান্ত এক ড্রাগ ফ্লিকে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে রোমান সরকারের শট খুঁজে পায়নি লক্ষ্য। পরপর কয়েকটি আক্রমণে মনে হচ্ছিল পুরো কোয়ার্টার হতে যাচ্ছে বাংলাদেশের। কিন্তু রক্ষণের একটি ভুল ডেকে আনে বিপদ। ২৫ মিনিটে অনফিল্ড গোলে মালয়েশিয়াকে সমতায় ফেরান আশরান হামসানি। সহজেই পরাস্ত করেন বিপ্লবকে।
তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় মালয়েশিয়া। এবারও দারুণ দক্ষতা দেখান বিপ্লব। সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক বাঁ পায়ে ঠেকিয়ে দেন তিনি। ৩৬ মিনিটে আমিরুল আজহারের পাস থেকে আনুয়ারের দুর্দান্ত শটে এগিয়ে যায় মালয়েশিয়া। ৫ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পেয়েই যাচ্ছিলেন তিনি। কিন্তু বিপ্লব ও মেহেদী হাসান মিলে আটকে দেন তাঁর (আনুয়ার) মুহুর্মুহু শট।
চতুর্থ কোয়ার্টারের শুরুতে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু দুবারই বিফলে যায় আশরাফুলের ড্রাগ ফ্লিক। ধারার বিপরীতে গিয়ে ৪৮ মিনিটে মালয়েশিয়াকে তৃতীয় গোল এনে দেন মুজাহির আব্দুর রউফ। নরসিয়াফিক সুমান্ত্রির শটটি সুযোগ সন্ধানী খেলোয়াড়ের মতো দারুণ প্লেসমেন্টে গোলে পরিণত করেন তিনি। ৫৪ মিনিটে অবশেষে পেনাল্টি কর্নার থেকে গোলের দেখা পান সাঈদ চোলান।
এশিয়া কাপে তিন বছর আগে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছিল বাংলাদেশ। গোলের ব্যবধানটা এবার অর্ধেকে নেমে আসাটাই যেন দলের জন্য স্বস্তির। কাল দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবেন আশরাফুল-রেজাউলরা।
রক্ষণে শুরুটা হলো দারুণ, শেষটা একেবারেই বিবর্ণ। এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। একমাত্র গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে।
ভারতের রাজগীর শহরে র্যাঙ্কিংয়ের ১২ নম্বর দলকে প্রথম কোয়ার্টারে রুখে দিয়ে চমক দেখায় বাংলাদেশ (২৯)। ৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। আখিমুল্লাহ আনুয়ার ও আইমান রোজেমি মিলে দুই প্রান্ত দিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেন। কিন্তু ভাঙতে পারেননি রক্ষণ দেয়াল। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারে দেখা গেল ভিন্ন চিত্র। শুরুতে আক্রমণে উঠে চমকে দেয় বাংলাদেশ। ১৬ মিনিটে রাকিবুল হাসান রকি আদায় করেন পেনাল্টি কর্নার। ওবায়দুল জয়ের পুশ থেকে বল থামান রকি। এরপর আশরাফুল ইসলামের দুর্দান্ত এক ড্রাগ ফ্লিকে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে রোমান সরকারের শট খুঁজে পায়নি লক্ষ্য। পরপর কয়েকটি আক্রমণে মনে হচ্ছিল পুরো কোয়ার্টার হতে যাচ্ছে বাংলাদেশের। কিন্তু রক্ষণের একটি ভুল ডেকে আনে বিপদ। ২৫ মিনিটে অনফিল্ড গোলে মালয়েশিয়াকে সমতায় ফেরান আশরান হামসানি। সহজেই পরাস্ত করেন বিপ্লবকে।
তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় মালয়েশিয়া। এবারও দারুণ দক্ষতা দেখান বিপ্লব। সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক বাঁ পায়ে ঠেকিয়ে দেন তিনি। ৩৬ মিনিটে আমিরুল আজহারের পাস থেকে আনুয়ারের দুর্দান্ত শটে এগিয়ে যায় মালয়েশিয়া। ৫ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পেয়েই যাচ্ছিলেন তিনি। কিন্তু বিপ্লব ও মেহেদী হাসান মিলে আটকে দেন তাঁর (আনুয়ার) মুহুর্মুহু শট।
চতুর্থ কোয়ার্টারের শুরুতে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু দুবারই বিফলে যায় আশরাফুলের ড্রাগ ফ্লিক। ধারার বিপরীতে গিয়ে ৪৮ মিনিটে মালয়েশিয়াকে তৃতীয় গোল এনে দেন মুজাহির আব্দুর রউফ। নরসিয়াফিক সুমান্ত্রির শটটি সুযোগ সন্ধানী খেলোয়াড়ের মতো দারুণ প্লেসমেন্টে গোলে পরিণত করেন তিনি। ৫৪ মিনিটে অবশেষে পেনাল্টি কর্নার থেকে গোলের দেখা পান সাঈদ চোলান।
এশিয়া কাপে তিন বছর আগে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছিল বাংলাদেশ। গোলের ব্যবধানটা এবার অর্ধেকে নেমে আসাটাই যেন দলের জন্য স্বস্তির। কাল দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবেন আশরাফুল-রেজাউলরা।
বড় বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশা জেতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছেন রশিদ-নবিরা। সে হিসেবে হংকং তাঁদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৯৪ রানে...
৪ ঘণ্টা আগেগণবিক্ষোভে নেপাল এখন উত্তাল। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দলের ঢাকায় ফেরার কথা ছিল কাল। প্রথম ম্যাচ খেললেও রাজনৈতিক অস্থিরতায় বাতিল করতে হয় দ্বিতীয়
৬ ঘণ্টা আগেবড় বড় দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশাই জিতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছে রশিদ খান-মোহাম্মদ নবিরা। সে হিসেবে হংকং তাদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে জয়ের জন্য বড় লক্ষ্যই দিয়েছে আফগানরা।
৭ ঘণ্টা আগেকাঠমান্ডুতে উৎকণ্ঠা নিয়ে সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। আজ দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় হোটেল থেকে বিমানবন্দরেই যেতে পারেননি জামাল-তপুরা। ফ্লাইটও বাতিল করা হয়।
১০ ঘণ্টা আগে