Ajker Patrika

যৌন নিপীড়নের ঘটনায় কানাডার হকিতে অস্থিরতা

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২: ৪৯
যৌন নিপীড়নের ঘটনায় কানাডার হকিতে অস্থিরতা

ক্রীড়াঙ্গনে যৌন নিপীড়ন কিছুতেই থামানো যাচ্ছে না। গত মাসেই কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন ভারতের এক নারী সাইক্লিস্ট ও পাকিস্তানের এক নারী ক্রিকেটার। এবার যৌন নিপীড়নের শিকার কানাডার নারী হকি দলের খেলোয়াড়েরা ফেডারেশন কর্তাদের ওপর ফুঁসে উঠেছেন। 

শুরুটা করেছিলেন কানাডার জুনিয়র হকি খেলোয়াড়েরা। চার বছর আগে তাঁরা যৌন নিপীড়নের অভিযোগ আনেন ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। পরে মুখ খোলেন জাতীয় দলের তারকা খেলোয়াড়েরাও। এর পরই শুরু হয় তদন্ত, যা নিয়ে দেশটির হকিতে এখন তুলকালাম কাণ্ড। 

তদন্ত কমিটি যৌন নিপীড়নের বেশ কিছু প্রমাণও পেয়েছে। নারী খেলোয়াড়ের দাবির মুখে বিষয়টি কানাডার সংসদ পর্যন্ত গড়িয়েছে। রাজনীতিবিদ, পৃষ্ঠপোষক থেকে শুরু করে ভুক্তভোগীদের আইনজীবী, সমর্থকদের তোপের মুখে পড়েছেন হকি কানাডার হর্তাকার্তারা। খেলোয়াড়েরা ন্যায়বিচার পেতে একজোট হয়ে লড়ছেন। বলেছেন, ‘সত্যিটা বের হওয়ার পরও হকি কানাডা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এ ধরনের আচরণ বরদাশত করব না। বিদ্যমান কাঠামো, শাসন ও পরিবেশ পরিবর্তনের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সত্যের জন্য লড়াই চালিয়ে যাব।’ 

এ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এটা যেকোনো কানাডিয়ানের পক্ষে মেনে নেওয়া কঠিন। এ ঘটনার পর হকি কানাডার কাউকে বিশ্বাস করা যায় না।’ 

কানাডার অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ নারী দলের খেলোয়াড়েরা গতকাল হকি কানাডার প্রধান নির্বাহী ও বোর্ড অব গভর্নরদের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে সংসদীয় শুনানির আগে তাঁরা চিঠিটি লিখেছেন। আজ ও আগামীকাল কানাডিয়ান হেরিটেজের স্থায়ী কমিটি বৈঠকে বসবে। বৈঠক শেষে সংসদ সদস্যরা হকি কানাডার শীর্ষ কর্মকর্তাদের যৌন নিপীড়নের ব্যাপারে প্রশ্ন করবেন। 

ভুক্তভোগী খেলোয়াড়দের আইনজীবীরা এরই মধ্যে হকি কানাডার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকেরা বলেছেন, যৌন হেনস্তা ঠেকাতে এমন কাউকে ফেডারেশনের প্রধানের দায়িত্বে আনা উচিত, যিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। 

কানাডার সংসদ সদস্য হেডি ফ্রাই বলেছেন, ‘হকি আমাদের জাতীয় খেলা। এই খেলা অনুভূতি, অগ্রগামিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ও স্বচ্ছতার প্রতীক। আমার সন্তানেরাও জুনিয়র হকি পর্যায়ে খেলে। আমি অবশ্য চাই সবাই নিরাপদে থাকুক।’ 

এ ছাড়া ২০০২-০৩ মৌসুমে বিশ্ব জুনিয়র হকি দলের আরেকটি গ্রুপের যৌন নিপীড়নের বিষয়ে গত সপ্তাহে পৃথক অভিযোগের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। হ্যালিফ্যাক্স পুলিশ জানিয়েছে, তারা সেই ঘটনারও তদন্ত শুরু করেছে।

হকি কানাডার বিরুদ্ধে অভিযোগের কী কী তথ্য প্রকাশ করা হবে, তা অবশ্য জানায়নি পুলিশ। তবে ফেডারেশনের কেউ দোষী সাব্যস্ত হলে আচরণবিধি লঙ্ঘন করে থাকলে এমনকি সহযোগিতা করতে না চাইলে আজীবন নিষিদ্ধ হবেন বলে নিশ্চিত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত