Ajker Patrika

থাইল্যান্ডে ব্রোঞ্জের পর এবার রুপা জিতলেন বাংলাদেশের সামিউল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৬: ৫৩
গতকাল থাই সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের সামিউল (সবার ডানে)। ছবি: ফেসবুক
গতকাল থাই সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের সামিউল (সবার ডানে)। ছবি: ফেসবুক

বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।

অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক সেন্টারে সামিউলকে পেছনে ফেলে সোনা জেতেন থাইল্যান্ডের সাঁতারু তন না কান্তিমুল। তাঁর টাইমিং ছিল ২৬.২৭ সেকেন্ড। সামিউল সময় নেন ২৭.১৭ সেকেন্ড। তাঁর পেছনে থেকে ২৭.২০ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ জেতেন কেরিকচাই রাত্তানোসত।

জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ডের মালিক সামিউল গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯.১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। সোনা ও রুপা জেতেন থাইল্যান্ডের দুই সাঁতারু তন না কান্তিমুল ও রাত্থাত থাম্মানানচোতি। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ৫৩.৯১ সেকেন্ড সময় নিয়ে দশম হস সামিউল।

থাই চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সামিউল। ২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।

১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত