নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক সেন্টারে সামিউলকে পেছনে ফেলে সোনা জেতেন থাইল্যান্ডের সাঁতারু তন না কান্তিমুল। তাঁর টাইমিং ছিল ২৬.২৭ সেকেন্ড। সামিউল সময় নেন ২৭.১৭ সেকেন্ড। তাঁর পেছনে থেকে ২৭.২০ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ জেতেন কেরিকচাই রাত্তানোসত।
জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ডের মালিক সামিউল গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯.১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। সোনা ও রুপা জেতেন থাইল্যান্ডের দুই সাঁতারু তন না কান্তিমুল ও রাত্থাত থাম্মানানচোতি। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ৫৩.৯১ সেকেন্ড সময় নিয়ে দশম হস সামিউল।
থাই চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সামিউল। ২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।
১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক সেন্টারে সামিউলকে পেছনে ফেলে সোনা জেতেন থাইল্যান্ডের সাঁতারু তন না কান্তিমুল। তাঁর টাইমিং ছিল ২৬.২৭ সেকেন্ড। সামিউল সময় নেন ২৭.১৭ সেকেন্ড। তাঁর পেছনে থেকে ২৭.২০ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ জেতেন কেরিকচাই রাত্তানোসত।
জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ডের মালিক সামিউল গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯.১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। সোনা ও রুপা জেতেন থাইল্যান্ডের দুই সাঁতারু তন না কান্তিমুল ও রাত্থাত থাম্মানানচোতি। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ৫৩.৯১ সেকেন্ড সময় নিয়ে দশম হস সামিউল।
থাই চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সামিউল। ২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।
১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
৪ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৬ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৭ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৮ ঘণ্টা আগে