অলিম্পিক ভিলেজে একাধিক অ্যাথলেটের করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। তবে অলিম্পিক শুরুর আগ মুহূর্তে নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো জাপানে অবস্থানরত দুই অ্যাথলেট করোনার কারণে গেমস থেকে বাদ পড়লেন।
করোনা পজিটিভ হয়ে ছিটকে যাওয়া দুই অ্যাথলেট হলেন চিলির তায়কোয়ান্দো খেলোয়াড় ফার্নান্দো আগুইরে ও নেদারল্যান্ডসের স্কেটবোর্ডার কেন্ডি জেকবস।
তায়কোয়ান্দোতে প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ মেডেল জেতা আগুইরে উজবেকিস্তান থেকে ফ্লাইট ধরার আগেও নেগেটিভ ছিলেন। কিন্তু জাপানে নেমে পুনরায় টেস্ট করালে তাঁর করোনা পজিটিভ আসে।
অন্যদিকে কেন্ডি ষষ্ঠ অ্যাথলেট হিসেবে অলিম্পিক ভিলেজে মধ্যেই করোনা আক্রান্ত হলেন। আগামী সোমবারই স্কেটবোর্ডিং ইভেন্টে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তবে এই সময়ের মাঝে কোয়ারেন্টিনের সময় শেষ না হওয়ায় কেন্ডি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুইরের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে কেন্ডিকে ভাইরাসের সঙ্গে বেশ লড়াই করতে হচ্ছে। ইনস্টাগ্রামে তিনি নিজেও জানিয়েছেন করোনার সঙ্গে লড়াই করার কথা। কেন্ডি লিখেছেন, ‘আমার মন ভেঙে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে আমার কোভিড–১৯ পজিটিভ এসেছে। যার অর্থ আমার অলিম্পিক অভিযান এখানেই শেষ। তবে সৌভাগ্যবশত আমরা প্রোটোকল মেনে চলেছি, যে কারণে আমার অনেক সতীর্থ আলো ছড়ানোর সুযোগ পাবেন। খেলতে না পারার ক্ষত সারতে আমার কিছু সময় লাগবে। এখন প্যারিস ২০২৪ অলিম্পিকে চোখ রাখছি।’
অলিম্পিক ভিলেজে একাধিক অ্যাথলেটের করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। তবে অলিম্পিক শুরুর আগ মুহূর্তে নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো জাপানে অবস্থানরত দুই অ্যাথলেট করোনার কারণে গেমস থেকে বাদ পড়লেন।
করোনা পজিটিভ হয়ে ছিটকে যাওয়া দুই অ্যাথলেট হলেন চিলির তায়কোয়ান্দো খেলোয়াড় ফার্নান্দো আগুইরে ও নেদারল্যান্ডসের স্কেটবোর্ডার কেন্ডি জেকবস।
তায়কোয়ান্দোতে প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ মেডেল জেতা আগুইরে উজবেকিস্তান থেকে ফ্লাইট ধরার আগেও নেগেটিভ ছিলেন। কিন্তু জাপানে নেমে পুনরায় টেস্ট করালে তাঁর করোনা পজিটিভ আসে।
অন্যদিকে কেন্ডি ষষ্ঠ অ্যাথলেট হিসেবে অলিম্পিক ভিলেজে মধ্যেই করোনা আক্রান্ত হলেন। আগামী সোমবারই স্কেটবোর্ডিং ইভেন্টে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তবে এই সময়ের মাঝে কোয়ারেন্টিনের সময় শেষ না হওয়ায় কেন্ডি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুইরের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে কেন্ডিকে ভাইরাসের সঙ্গে বেশ লড়াই করতে হচ্ছে। ইনস্টাগ্রামে তিনি নিজেও জানিয়েছেন করোনার সঙ্গে লড়াই করার কথা। কেন্ডি লিখেছেন, ‘আমার মন ভেঙে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে আমার কোভিড–১৯ পজিটিভ এসেছে। যার অর্থ আমার অলিম্পিক অভিযান এখানেই শেষ। তবে সৌভাগ্যবশত আমরা প্রোটোকল মেনে চলেছি, যে কারণে আমার অনেক সতীর্থ আলো ছড়ানোর সুযোগ পাবেন। খেলতে না পারার ক্ষত সারতে আমার কিছু সময় লাগবে। এখন প্যারিস ২০২৪ অলিম্পিকে চোখ রাখছি।’
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৮ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪১ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে