ফ্রি হিট
উপল বড়ুয়া, ঢাকা
সৌম্য সরকারের প্রতিভা ও সামর্থ্য নিয়ে কখনো সন্দেহ ছিল না কারও। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ বছর কাটিয়ে দিলেও এখনো বাংলাদেশ দলে পাকাপোক্ত আসন নেই সৌম্যের। একটাই কারণ—তাঁর ধারাবাহিকতার অভাব।
বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে সৌম্যকে একটু অন্য ‘দৃষ্টি’তেই দেখতেন। হাথুরু অন্য দৃষ্টিতে দেখতেন সৌম্যর অমিত প্রতিভা আর নিজের দিনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারার সামর্থ্যের কারণে। কিন্তু এ আস্থার প্রতিদান সৌম্য নিয়মিত দিতে পারেননি। দিয়েছেন ‘মাঝে-মাঝে’। ব্যাট হাতে ১ ম্যাচ জ্বলে ওঠেন তো ১০ ম্যাচ ফ্লপ—তাঁকে দলে নেওয়া মানে যেন জুয়ার টেবিলে বসার মতন। যেদিন ছন্দ খুঁজে পান, প্রতিপক্ষ বোলারদের ঘাম ছুটিয়ে ছাড়েন। আর যেদিন ছন্দ থাকে না, বোলারদের কষ্ট না বাড়িয়ে তাড়াতাড়ি সাজঘরে ফেরেন। ক্যারিয়ারের শুরু থেকে সমর্থকদের কম গালাগালি তো হজম করতে হয়নি সৌম্যকে। সৌম্যকে ট্রল করে ‘শূন্য সরকার’ও বলা হয়েছে ফেসবুকে!
সামর্থ্যের প্রতিদান দিতে না পারায় জাতীয় দল থেকে অসংখ্যবার বাদ পড়েছেন, অসংখ্যবার ফিরেওছেন। এবার ফিরেছিলেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো খেলে । গত মাসে শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওপেনিংয়ে নেমে ইনিংস বড় করার আশা জাগালেও ফিরেছেন তিন ম্যাচে ৩৩, ৩৫ ও ২৪ রানে। সৌম্য আছেন আগামীকাল থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলেও।
সৌম্য এবার জাতীয় দলে যোগ দিয়েছেন মনে উচ্ছ্বাস আর বুকে বড় আত্মবিশ্বাস নিয়ে। আন্তর্জাতিক ডিউটির কারণে যে ফাইনাল খেলায় শঙ্কায় পড়ে গিয়েছিল, সেটিতেই সৌম্য হয়েছেন ম্যাচসেরা। আজ সকালে গায়ানার প্রভিডেন্সে গ্লোবাল সুপার লিগে কী ঝড়ই না বইয়ে দিয়েছেন তিনি। ওপেনিংয়ে নেমে ৭ চার ও ৫ ছয়ে খেলেছেন অপরাজিত ৮৬ রানের ইনিংস। তাঁর দুর্দান্ত ফিফটিতে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম সংস্করণের শিরোপাও জিতেছে রংপুর রাইডার্স।
সৌম্য শুধু ম্যাচসেরাই হননি, সিরিজসেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে। উঠবেই না বা কেন! গ্লোবাল সুপার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক যে তিনি। ৫ ইনিংসে ২ ফিফটিতে ৪৭.০০ গড় ও ১৪২.৪২ স্ট্রাইকরেটে করেছেন ১৮৮ রান। এ তালিকায় দুইয়ে থাকা হ্যাম্পশায়ারের পাকিস্তানি ব্যাটার শান মাসুদের চেয়ে ২৯ রান বেশি করেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ ইনিংসটিও খেলেছেন সৌম্য। সেটিও ফাইনালের মঞ্চে। সৌম্যের এই ব্যাটিং দেখতেই তো দিনের পর দিন অপেক্ষায় থাকে বাংলাদেশ।
দুর্দান্ত এক টুর্নামেন্ট কাটিয়ে সৌম্য বুঝিয়ে দিলেন, এখনো তাঁর দেওয়ার মতন অনেক কিছু আছে। টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলা সৌম্য এখন স্বাভাবিকভাবেই পাচ্ছেন তালি। এই ধারাবাহিকতা যদি তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধরে রাখতে পারেন, ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানাতে পারেন—বাংলাদেশের ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমই থাকবে। অনেক দিন পরে পাওয়া টুর্নামেন্ট সেরার পুরস্কারটিও হয়তো অনুপ্রাণিত করতে পারে সৌম্যর ব্যাটে ক্যালিপসো সুর তুলতে!
সৌম্য সরকারের প্রতিভা ও সামর্থ্য নিয়ে কখনো সন্দেহ ছিল না কারও। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ বছর কাটিয়ে দিলেও এখনো বাংলাদেশ দলে পাকাপোক্ত আসন নেই সৌম্যের। একটাই কারণ—তাঁর ধারাবাহিকতার অভাব।
বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে সৌম্যকে একটু অন্য ‘দৃষ্টি’তেই দেখতেন। হাথুরু অন্য দৃষ্টিতে দেখতেন সৌম্যর অমিত প্রতিভা আর নিজের দিনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারার সামর্থ্যের কারণে। কিন্তু এ আস্থার প্রতিদান সৌম্য নিয়মিত দিতে পারেননি। দিয়েছেন ‘মাঝে-মাঝে’। ব্যাট হাতে ১ ম্যাচ জ্বলে ওঠেন তো ১০ ম্যাচ ফ্লপ—তাঁকে দলে নেওয়া মানে যেন জুয়ার টেবিলে বসার মতন। যেদিন ছন্দ খুঁজে পান, প্রতিপক্ষ বোলারদের ঘাম ছুটিয়ে ছাড়েন। আর যেদিন ছন্দ থাকে না, বোলারদের কষ্ট না বাড়িয়ে তাড়াতাড়ি সাজঘরে ফেরেন। ক্যারিয়ারের শুরু থেকে সমর্থকদের কম গালাগালি তো হজম করতে হয়নি সৌম্যকে। সৌম্যকে ট্রল করে ‘শূন্য সরকার’ও বলা হয়েছে ফেসবুকে!
সামর্থ্যের প্রতিদান দিতে না পারায় জাতীয় দল থেকে অসংখ্যবার বাদ পড়েছেন, অসংখ্যবার ফিরেওছেন। এবার ফিরেছিলেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো খেলে । গত মাসে শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওপেনিংয়ে নেমে ইনিংস বড় করার আশা জাগালেও ফিরেছেন তিন ম্যাচে ৩৩, ৩৫ ও ২৪ রানে। সৌম্য আছেন আগামীকাল থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলেও।
সৌম্য এবার জাতীয় দলে যোগ দিয়েছেন মনে উচ্ছ্বাস আর বুকে বড় আত্মবিশ্বাস নিয়ে। আন্তর্জাতিক ডিউটির কারণে যে ফাইনাল খেলায় শঙ্কায় পড়ে গিয়েছিল, সেটিতেই সৌম্য হয়েছেন ম্যাচসেরা। আজ সকালে গায়ানার প্রভিডেন্সে গ্লোবাল সুপার লিগে কী ঝড়ই না বইয়ে দিয়েছেন তিনি। ওপেনিংয়ে নেমে ৭ চার ও ৫ ছয়ে খেলেছেন অপরাজিত ৮৬ রানের ইনিংস। তাঁর দুর্দান্ত ফিফটিতে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম সংস্করণের শিরোপাও জিতেছে রংপুর রাইডার্স।
সৌম্য শুধু ম্যাচসেরাই হননি, সিরিজসেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে। উঠবেই না বা কেন! গ্লোবাল সুপার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক যে তিনি। ৫ ইনিংসে ২ ফিফটিতে ৪৭.০০ গড় ও ১৪২.৪২ স্ট্রাইকরেটে করেছেন ১৮৮ রান। এ তালিকায় দুইয়ে থাকা হ্যাম্পশায়ারের পাকিস্তানি ব্যাটার শান মাসুদের চেয়ে ২৯ রান বেশি করেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ ইনিংসটিও খেলেছেন সৌম্য। সেটিও ফাইনালের মঞ্চে। সৌম্যের এই ব্যাটিং দেখতেই তো দিনের পর দিন অপেক্ষায় থাকে বাংলাদেশ।
দুর্দান্ত এক টুর্নামেন্ট কাটিয়ে সৌম্য বুঝিয়ে দিলেন, এখনো তাঁর দেওয়ার মতন অনেক কিছু আছে। টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলা সৌম্য এখন স্বাভাবিকভাবেই পাচ্ছেন তালি। এই ধারাবাহিকতা যদি তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধরে রাখতে পারেন, ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানাতে পারেন—বাংলাদেশের ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমই থাকবে। অনেক দিন পরে পাওয়া টুর্নামেন্ট সেরার পুরস্কারটিও হয়তো অনুপ্রাণিত করতে পারে সৌম্যর ব্যাটে ক্যালিপসো সুর তুলতে!
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
৩ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৫ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৬ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৭ ঘণ্টা আগে