Ajker Patrika

৬ গোলের রোমাঞ্চে সার্বিয়া-ক্যামেরুন জিতল না কেউ

৬ গোলের রোমাঞ্চে সার্বিয়া-ক্যামেরুন জিতল না কেউ

গোল, পাল্টা গোল, দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরা, অফসাইডে বাতিল হওয়ার পর গোল হওয়া-একের পর এক নাটক হয়েছে সার্বিয়া-ক্যামেরুন ম্যাচে। সব ছাপিয়ে ম্যাচটা ভরপুর বিনোদন উপহার দিয়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের। ৬ গোলের রোমাঞ্চে কেউ কাউকে হারাতে পারেনি দুই দল। 

যার যার প্রথম ম্যাচে হার দেখেছিল সার্বিয়া ও ক্যামেরুন। ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল সার্বরা। ক্যামেরুন সুইজারল্যান্ডের কাছে হেরেছিল ১-০ গোলে। বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে আল জানুব স্টেডিয়ামে জয়টা বড় দরকার ছিল দুই দলেরই। হার না মানা লড়াই উপহার দিয়ে ৩-৩ গোলে ড্র হয়েছে সার্বিয়া-ক্যামেরুন ম্যাচ। ড্র হলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে দুই দলের সামনেই। তবে শেষ ম্যাচটা জিততেই হবে তাদের। 

রোমাঞ্চে ভরা ম্যাচ, শুরুতেই হয়েছে একদফা নাটক। ম্যাচের আগে শৃঙ্খলাজনিত কারণে নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলের বাইরে রাখেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সং। ক্যামেরুন খেলেছে তাদের দ্বিতীয় গোলরক্ষক ডেভিস এপাসিকে নিয়ে। 

নিয়মিত গোলরক্ষক না থাকায় শুরু থেকেই সার্বদের আক্রমণের মুখে পড়ে ক্যামেরুন। ১০ মিনিটে বক্সের ভেতর আলেক্সান্ডার মিত্রোভিচের শট ফেরে পোস্টে লেগে। ১৭ মিনিটে এই মিত্রোভিচই করেছেন গোলের দারুণ সুযোগ নষ্ট। একবারে পোস্টের মুখে বল পেয়ে শট নিয়েছেন পোস্টের বাইরে। 

ক্যামেরুন তাদের প্রথম সুযোগ নষ্ট করে ১৯ মিনিটে। ডান প্রান্ত থেকে ব্রায়ান এমবেউমোর শট ফেরান সার্ব গোলরক্ষক মিলিনকোভিচ-সাভিচ। 

সার্বিয়া যখন গোলের সুযোগ নষ্টে ব্যস্ত তখন ২৯ মিনিটে ক্যামেরুনকে এগিয়ে দেন চার্লস কাস্তেলেত্তো। কর্নার থেকে উড়ে আসা বলে একেবারেই অরক্ষিত ছিলেন এই ডিফেন্ডার। সতীর্থরা হেড নিতে না পারলেও প্রথম সুযোগেই ভলিতে বল জালে জড়ান তিনি। ২০১৪ বিশ্বকাপের পর ম্যাচে এই প্রথম গোল পেল ক্যামেরুন। 

গোল দিয়েই যেন সার্বিয়ান খেলোয়াড়দের তাঁতিয়ে দেয় ক্যামেরুন। দুই মিনিটের ঝড়ে দুই গোল তুলে নেয় সার্বরা। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম গোল তাদের। দুসান তাদিচের ফ্রি–কিক থেকে হেডে স্ত্রাহিনিয়া পাভলোভিচ হার মানান ডেভিস এপাসিকে। দুই মিনিট পরই ব্যবধান বড় করেন সের্গেই মিলিনকোভিচ-সাভিচ। ক্যামেরুনের রক্ষণের ফাঁক খুঁজে নিয়ে বক্সের বাইরে শট নেন সাভিচ। নিখুঁত মাপের সেই শট ফেরাতে পারেননি এপাসি। 

দ্বিতীয়ার্ধে আবারও গোল সার্বিয়ার। এবার ক্যামেরুন রক্ষণকে একপ্রকার তাচ্ছিল্য করেই গোল তুলে নেন আলেক্সান্ডার মিত্রোভিচ। ক্যামেরুন ডিফেন্ডারদের দর্শক বানিয়ে ৫৩ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে জায়গা বের করে নেন সার্ব ফরোয়ার্ডরা। গোলপোস্টে এমনভাবে দাঁড়িয়ে ছিলেন মিত্রোভিচ যে তাঁকে খেয়ালই করেননি ক্যামেরুনের দুই ডিফেন্ডার। আন্দ্রিয়া জিভকোভিচের পাস খুঁজে নেয় মিত্রোভিচকে। ধীরেসুস্থে বল জালে জড়ান ফুলহ্যাম তারকা। 

সার্বিয়ানদের মতো দুই মিনিটের ঝড়ে ম্যাচে সমতায় ফেরে ক্যামেরুন। মাঝমাঠ থেকে চার্লস কাস্তেলেত্তোর বাড়ানো বলে ৬৪ মিনিটে বল জালে জড়ান ভিনসেন্ট আবুবকর। সামনে এগিয়ে এসেছিলেন সার্ব গোলরক্ষক মিলিনকোভিচ-সাভিচ। তাঁর মাথার ওপর দিয়ে লবে গোল করেন আবুবকর। গোল করার পর অফসাইড ভেবে নিজেই উদ্‌যাপন করা থামিয়ে দেন তিনি। রেফারিও দিয়েছিলেন অফসাইডের সিদ্ধান্ত। পরে ভিএআরে আবুবকরের অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও গোলের সিদ্ধান্ত দেন রেফারি। অফসাইডের পর গোল হওয়ার ঘটনা এবারই প্রথম। 

দুই মিনিট পরই সার্ব শিবিরকে চমকে দেয় ক্যামেরুন। গোলদাতা আবুবকর এবার সহযোগীর ভূমিকায়। এবারও মাঝ মাঠ থেকে বল পেয়েছিলেন আবুবকর। তাঁর পাসেই বক্সের সামনে বল পান ম্যাক্সিম চুপো-মোতিং। হার মানান মিলিনকোভিচ-সাভিচকে। সার্বিয়ানরা আবেদন জানিয়েছিল অফসাইডের। তবে এবারও প্রযুক্তির সুবিধা পেয়েছে ক্যামেরুন। 

 ৮৯ মিনিটে আবারও ভালো সুযোগ পেয়েছিলেন মিত্রোভিচ। বক্সের ভেতর বল পেয়েও শট নিয়েছেন সার্ব স্ট্রাইকার। ম্যাচে মিত্রোভিচের একাধিক সুযোগ নষ্ট করাটাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে পার্থক্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জোড়া সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক    
দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি সেঞ্চুরি করেন কোহলি। ছবি: ক্রিকইনফো
দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি সেঞ্চুরি করেন কোহলি। ছবি: ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা স্বপ্নের মতো পার করেছেন বিরাট কোহলি। দুটি সেঞ্চুরির পাশাপাশি একটি ফিফটি এসেছে তাঁর ব্যাট থেকে। এমন পারফরম্যান্সের সুবাধে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতের সাবেক অধিনায়ক।

২ ধাপ উন্নতি করে দুইয়ে উঠে এসেছেন কোহলি। তারকা ব্যাটারের সংগ্রহ ৭৭৩ রেটিং পয়েন্ট। সিরিজের প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রান করেন কোহলি। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ১০২ রান। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ৪৫ বলে খেলেন ৬৫ রানের অপরাজিত ইনিংস। ৩ ম্যাচে ৩০২ রান করে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন কোহলি। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়ে এখন কেবল ভারতের হয়ে ওয়ানডে সংস্করণেই খেলে যাচ্ছেন ইতিহাসের সেরা ব্যাটারদের একজন।

সিরিজে কোহলির মতো দুর্দান্ত ফর্মে না থাকলেও কম যাননি রোহিত শর্মা। ২ ফিফটিতে ১৪৬ রান করেন এই ওপেনার। যথারীতি ওয়ানডে ব্যাটারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। এই মারকুটে ব্যাটারের সংগ্রহ ৭৮১ রেটিং পয়েন্ট। সতীর্থ কোহলির কাছে শীর্ষস্থান হারানোর শঙ্কায় আছেন রোহিত।

সেরা দশে পরিবর্তন আছে আরও চারটি। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন ড্যারেল মিচেল। আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরানেরও এক ধাপ অবনমন হয়েছে। চারে নেমে গেছেন তিনি। এক ধাপ উন্নতি করে নয়ে উঠে এসেছেন শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। এক ধাপ পিছিয়ে বর্তমানে দশে অবস্থান করছেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়াশ আইয়ার। অস্ট্রেলিয়া সফরে চোট পান তিনি। এরপর থেকেই দলের বাইরে আছেন। কবে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতে তিন ক্রিকেটারের বিরুদ্ধে কোচকে গুরুতর জখমের অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
ক্রিকেটারদের হামলার শিকার হয়েছেন কোচ এস ভেঙ্কটরমন। ছবি: সংগৃহীত
ক্রিকেটারদের হামলার শিকার হয়েছেন কোচ এস ভেঙ্কটরমন। ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের সঙ্গে কোচের বাকবিতণ্ডার ঘটনা নতুন কিছু নয়। মাঠে কিংবা মাঠের বাইরে নানা কারণে বনিবনা হয় না। কিন্তু ভারতের পুডুচেরিতে যা হলো, সেটা রীতিমতো অবাক করার মতো। কোচকে পিটিয়ে গুরুতর জখম করেছেন তিন ক্রিকেটার।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ক্রিকেটারদের বিরুদ্ধে কোচ এস ভেঙ্কটরমনকে জখমের অভিযোগ উঠেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে। ক্রিকেট অ্যাসোসিয়েন অব পুডুচেরির (সিএপি) অনুশীলন সেন্টারের ভেতরে সোমবার বেলা ১১টায় পুডুচেরির অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ভেঙ্কটরমনের ওপর তিন স্থানীয় ক্রিকেটার আক্রমণ করেছেন। ইন্ডোর নেটে হামলার এই ঘটনায় কোচ মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাতে ২০ সেলাই লেগেছে তাঁর মাথায়। কোচের ঘাড়ের হাড়ের স্থানচ্যুতিও হয়েছে।

দল থেকে বাদ দেওয়ার ক্ষোভে ক্রিকেটাররা কোচ ভেঙ্কটরমনের ওপর এমন হামলা করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। পুডুচেরির সেদারাপাত পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের উপপরিদর্শক এস রাজেশ বলেন, ‘ভেঙ্কটরমনের কপালে ২০ সেলাই দিতে হয়েছে। কিন্তু তার অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত ক্রিকেটাররা এখনো পলাতক। তাদের ধরার চেষ্টা করছি। বিস্তারিত ঘটনা নির্ধারিত সময়ের মধ্যে জানানো যাবে।’ ভেঙ্কটরমনের অভিযোগের তালিকায় থাকা তিন ক্রিকেটার হলেন কার্তিকিয়ান জয়াসুন্দরম, এ অরবিন্দরাজ ও এস সন্তোষ কুমারন। এই তিন ক্রিকেটারের মধ্যে ৩২ বছর বয়সী জয়াসুন্দরম সবচেয়ে বয়স্ক।

ভারতীদাসান পুডুচেরি ক্রিকেটার্স ফোরামের সভাপতি জি চন্দরনও আছেন ভেঙ্কটরমনের অভিযুক্তদের তালিকায়। তিন ক্রিকেটারকে চন্দরন উস্কেছেন বলে অভিযোগ ভেঙ্কটরমনের। অভিযোগপত্রে পুডুচেরি অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ বলেন, ‘অরবিন্দরাজ আমাকে ধরে রাখে। কার্তিকিয়া ব্যাটটা নিয়েছে সন্তোষ কুমারনের থেকে। আক্রমণের উদ্দেশ্যই ছিল আমাকে হত্যা করা। আঘাতের সময় চন্দরনকে বলতে শুনেছি, ‘সুযোগ পেলে ঠিকই তাকে মেরে যেতাম।’ কোচ ভেঙ্কটরমনের আরেক পরিচয় তিনি সিএপির সাবেক সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কোচের চাকরি বাঁচানোর লড়াইয়ে কি জিততে পারবে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক    
কোচ জাবি আলোনসোর চাকরি বাঁচানোর লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত
কোচ জাবি আলোনসোর চাকরি বাঁচানোর লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে মৌসুমের শুরুতেই যে চমক দেখিয়েছিল রিয়াল, ক্রমেই সেটি ফিকে হয়ে এসেছে। মাঠের বাজে পারফরম্যান্স দর্শকদের সামনে টেনে আসছে কার্লো আনচেলত্তির শেষ দিকের নিষ্প্রভ রিয়ালকেই। এমন রিয়াল মানেই কোচের চাকরি যাওয়া। লিগে ঘরের মাঠে সেলতা ভিগোর কাছে অসহায় আত্মসমর্পণের পর কেউ কেউ কোচ আলোনসোরও ‘শেষ’ দেখছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের মাত্র দুটিতে জয়, এমন পরিস্থিতে প্রচণ্ড চাপের মধ্যে রিয়াল কোচ। তবে আলোনসোর বিশ্বাস, রিয়াল মাদ্রিদের পরিস্থিতি দ্রুতই বদলে যাবে।

আজকের পত্রিকা গ্রাফিক্স
আজকের পত্রিকা গ্রাফিক্স

এই বদলে যাওয়ার উপলক্ষটা কী? চ্যাম্পিয়নস লিগে আজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইকে ঘিরে সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে আলোনসো বললেন, ‘এই দল, এই ক্লাব সবাই একসঙ্গে আছে। রিয়াল মাদ্রিদের কোচ হলে এমন পরিস্থিতি ঠান্ডা মাথায়, ঐক্য ধরে রেখে, দায়িত্বশীলভাবে সামলাতে জানতে হয়। আমি সামনে যা আসছে, তার জন্য উদ্‌গ্রীব। জানি, রোববারের যে ক্ষোভ ছিল, তা থেকে সিটির বিপক্ষে ম্যাচের উত্তেজনায় সবকিছুই বদলে যেতে পারে। ফুটবলে ভালো বা খারাপ, সবকিছুই খুব দ্রুত বদলে যায়। দৃষ্টিভঙ্গিও বদলে যায়। আমরা এখন সেই মুহূর্তে আছি।’

তবে পরিস্থিতি বদলানোর জন্য ম্যান সিটির বিপক্ষে জিততেই হবে রিয়ালকে। জয়ের আশাই করছেন রিয়াল কোচ, ‘আমরা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। দল একতাবদ্ধ। আমরা সবাই বিশ্বাস করি, ম্যাচ জয়ের সামর্থ্য আমাদের আছে।’ জিততে পারবে কি রিয়াল মাদ্রিদ!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আমিরাতের লিগে রশিদ খানের সঙ্গে অদ্ভুতুড়ে ঘটনাটা আসলে কী

ক্রীড়া ডেস্ক    
রশিদ খানের বলে সুযোগ পেয়েও ম্যাক্স হোল্ডেনকে স্টাম্পিং করেননি নিকোলাস পুরান। ছবি: সংগৃহীত
রশিদ খানের বলে সুযোগ পেয়েও ম্যাক্স হোল্ডেনকে স্টাম্পিং করেননি নিকোলাস পুরান। ছবি: সংগৃহীত

স্কোরকার্ড দেখে ডেজার্ট ভাইপার্স-এমআই এমিরেটসকে রোমাঞ্চকর ম্যাচ বলতেই পারতেন। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে ডেজার্টের ১ রানের জয় দেখে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু স্কোরকার্ড দেখে তো অনেক কিছু বোঝা যায় না। নাটকীয় ঘটনা ঘটেছে রশিদ খানের সঙ্গে।

টস জিতে গত রাতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এমআই এমিরেটস অধিনায়ক কাইরন পোলার্ড। ১৬তম ওভারের শেষ বলে রশিদ খানকে উইকেট থেকে বেরিয়ে কাভারের ওপর দিয়ে মারতে যান ডেজার্ট ভাইপার্সের ম্যাক্স হোল্ডেন। স্টাম্পিংয়ের জন্য সমূহ সময় থাকলেও এমআই এমিরেটস উইকেটরক্ষক নিকোলাস পুরান তা করেননি। সেই সুযোগে দ্রুত উইকেটের মধ্যে ব্যাট রাখেন হোল্ডেন। আম্পায়ার সেই বলটা দিয়েছেন ওয়াইড। অগত্যা রশিদ খান আবার করলেন বল। এই বলে লেগ সাইডে ঘোরাতে যান হোল্ডেন। তবে রশিদের কুইকার বল আঘাত হানে হোল্ডেনের প্যাডে। আউটসাইড লেগে পিচ হওয়ার কারণে আম্পায়ার আউট দেননি। কিন্তু হোল্ডেন স্বেচ্ছায় চলে যান। ৩৭ বলে ৩ চারে ৪২ রান করার পর এই বাঁহাতি ব্যাটার রিটায়ার্ড আউট হয়েছেন।

রশিদের সেই ওভারটি ছিল ঘটনাবহুল। ১৬তম ওভারের চতুর্থ বলে হোল্ডেনের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন রশিদ খান। আম্পায়ার সাড়া না দেওয়ায় এমআই এমিরেটস অধিনায়ক পোলার্ড রিভিউ নিয়েছেন। তবে রিভিউ নিয়ে কোনো লাভ তো হয়নি, উপরন্তু সেটা নষ্ট করেছেন। ওভারের পঞ্চম বলে এমআই এমিরেটসের বাজে ফিল্ডিংয়ের সুযোগে ২ রান নিয়েছেন হোল্ডেন। ধুঁকতে থাকা হোল্ডেন আর তাই বেশিক্ষণ উইকেটে থেকে বল নষ্ট করার চিন্তা করলেন না।

হোল্ডেনের আগে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হয়েছেন সাকিব আল হাসান। তিনি এমআই এমিরেটসের হয়েই খেলেন। শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে রোববার ১২ বলে ১৬ রান করে রিটায়ার্ড আউট হয়েছেন। দুটি চার মেরেছেন তখন। সেই ম্যাচে ৪ রানের রুদ্ধশ্বাস জয় পায় এমআই এমিরেটস। গত রাতে এমিরেটস তাঁকে একাদশেই নেয়নি। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ডেজার্ট ভাইপার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান করেছে। জয়ের লক্ষ্যে নেমে পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ১৫৮ রানে থেমে যায়। ডেজার্ট ভাইপার্সের ডেভিড পেইন ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। ফখর জামানের ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছেন পেইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত