বয়সের সঙ্গে করিম বেনজেমার খেলার ধার যেন আরও বেড়েছে। ৩৪ পেরোনো বেনজেমা নিজের সেরা সময়টা পার করেছেন গত মৌসুমেই। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়কও ছিলেন এই ফরাসি স্ট্রাইকার, যা তাঁর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও অনেক বাড়িয়ে দিয়েছে। তার আগে অবশ্য আজ আরও একটি শিরোপা জয়ের দুয়ারে দাঁড়িয়ে বেনজেমা, যেখানে উয়েফা সুপারকাপের লড়াইয়ে এইনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হবে তাঁর দল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে বেনজেমা শুনিয়েছেন বয়সকে জয় করার রহস্যের কথা। বলেছেন, পরিশ্রম দিয়েই বয়সের ছাপ আড়াল করেছেন তিনি।
গত মৌসুমে অবিশ্বাস্য ছন্দে ছিলেন বেনজেমা। তাঁকে থামানোই যেন মুশকিল হচ্ছিল প্রতিপক্ষ ডিফেন্ডারদের। অথচ এই মৌসুমেই ৩৫-এ পা দেবেন বেনজেমা। এ নিয়ে অনুভূতি জানতে চাইলে বেনজেমা বলেছেন, ‘আমরা আর কখনো তরুণ হব না। তবে এটা বয়সের ব্যাপার না। আমার শরীর ভালো বোধ করে, কারণ আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’
এদিকে দারুণভাবে শেষ করা রিয়ালের মৌসুমটা আরও রঙিন হবে আজ রাতে সুপারকাপের শিরোপা জিততে পারলে। এই ম্যাচ নিয়ে বেনজেমা বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রাক মৌসুম ভালো কেটেছে, আমরা এখন প্রস্তুত।’
শিরোপা জেতার ব্যাপারে প্রত্যয়ী বেনজেমা আরও বলেছেন, ‘আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। নিজেদের সেরাটা দিয়েই আমাদের জিততে হবে এবং শিরোপা নিয়ে মাদ্রিদ ফিরতে হবে। আমি অধিনায়ক হিসেবে গর্বিত, তবে দলই আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
বয়সের সঙ্গে করিম বেনজেমার খেলার ধার যেন আরও বেড়েছে। ৩৪ পেরোনো বেনজেমা নিজের সেরা সময়টা পার করেছেন গত মৌসুমেই। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়কও ছিলেন এই ফরাসি স্ট্রাইকার, যা তাঁর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও অনেক বাড়িয়ে দিয়েছে। তার আগে অবশ্য আজ আরও একটি শিরোপা জয়ের দুয়ারে দাঁড়িয়ে বেনজেমা, যেখানে উয়েফা সুপারকাপের লড়াইয়ে এইনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হবে তাঁর দল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে বেনজেমা শুনিয়েছেন বয়সকে জয় করার রহস্যের কথা। বলেছেন, পরিশ্রম দিয়েই বয়সের ছাপ আড়াল করেছেন তিনি।
গত মৌসুমে অবিশ্বাস্য ছন্দে ছিলেন বেনজেমা। তাঁকে থামানোই যেন মুশকিল হচ্ছিল প্রতিপক্ষ ডিফেন্ডারদের। অথচ এই মৌসুমেই ৩৫-এ পা দেবেন বেনজেমা। এ নিয়ে অনুভূতি জানতে চাইলে বেনজেমা বলেছেন, ‘আমরা আর কখনো তরুণ হব না। তবে এটা বয়সের ব্যাপার না। আমার শরীর ভালো বোধ করে, কারণ আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’
এদিকে দারুণভাবে শেষ করা রিয়ালের মৌসুমটা আরও রঙিন হবে আজ রাতে সুপারকাপের শিরোপা জিততে পারলে। এই ম্যাচ নিয়ে বেনজেমা বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রাক মৌসুম ভালো কেটেছে, আমরা এখন প্রস্তুত।’
শিরোপা জেতার ব্যাপারে প্রত্যয়ী বেনজেমা আরও বলেছেন, ‘আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। নিজেদের সেরাটা দিয়েই আমাদের জিততে হবে এবং শিরোপা নিয়ে মাদ্রিদ ফিরতে হবে। আমি অধিনায়ক হিসেবে গর্বিত, তবে দলই আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
অনুমিত ছিল নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ পড়বে কঠিন গ্রুপে। হয়েছেও তাই। নিজেদের গ্রুপে বর্তমান ও সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে পেয়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও খেলবে শক্তিশালী এই দলের বিপক্ষে।
৪০ মিনিট আগেমাঠের লড়াই যতটা, তার চেয়ে বেশি বাইরের ঘটনায় ভারত-পাকিস্তানকে নিয়ে হয় আলাপ-আলোচনা। প্রায়ই নানা কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এমনকি ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলেও কোনো না কোনোভাবে লাইমলাইটে চলে আসে। ওল্ড ট্রাফোর্ডে কদিন আগে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ঘটেছে এমন ঘটনা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ও পাকিস্তান কোনো দলেরই এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না। হতাশাই দল দুটির নিত্যসঙ্গী। সেখানে পাকিস্তানকে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এই সিরিজ হার ‘ভূত’-এর মতো তাড়া করে বেড়াচ্ছে রমিজ রাজাকে।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধ থেমে গেছে আড়াই মাস আগেই। তবে এবার দুই দেশের ক্রিকেট নিয়ে বেজে গেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের সূচি প্রকাশের পরও ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা, সেটা নিয়ে রয়েছে শঙ্কা।
৩ ঘণ্টা আগে