অনলাইন ডেস্ক
অনেকেরই ধারণা সোলেমান দিয়াবাতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাণভোমরা। কিন্তু তাঁকে ছাড়াও যে জেতা যায় সেটা আজ ফর্টিসকে ১-০ গোলে হারিয়েই প্রমাণ করল সাদা-কালোরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নামার আগে প্রতিপক্ষ ফর্টিসকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিলেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। সেই দুশ্চিন্তা আরও বাড়ে যখন চোট ছিটকে দেয় দিয়াবাতেকে। তবে মাঠে নেমে সেসব দুশ্চিন্তা যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মোহামেডানের ফুটবলাররা। শক্ত প্রতিপক্ষ পেয়েও পথ হারাননি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থানটা নিজেদের দখলেই রাখলেন।
দিয়াবাতের অভাব বুঝতে দেননি সানতে-বোয়েটেংরা। ম্যাচের ১৭ মিনিটেই লিড নেয় মোহামেডান। আর্নেস্ট বোয়েটেংয়ের নিখুঁত পাস বক্সের মধ্যে পেয়ে ডান পাশ দিয়ে জালে জড়ান সানডে। এবারের লিগে যেটা তাঁর তৃতীয় গোল। ম্যাচে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালায় ফর্টিস। মোহামেডানের গোলমুখে নিয়মিত চাপ তৈরি করে। ৩২ মিনিটে ফর্টিসের জাসুর জুমায়েভের ফ্রি কিক রুখে দেন মোহামেডান গোলকিপার সাকিব আল হাসান। এরপর ৪৩ মিনিটে ভ্যালেরির শট ব্যর্থতার খাতায় নাম লেখালে ফর্টিসের হতাশা আরও বাড়ে।
বিরতির পরও একাধিকবার গোলের সুযোগ তৈরি করে ফর্টিস। কিন্তু গোলমুখে বারবার গোলমাল পাকায় তারা। বিপরীতে মোহামেডানও শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুণ করার চেষ্টা করে। বেশ কয়েকটি সুযোগ সম্ভাবনা দেখালেও গোল আর করতে পারেনি তারা ৷ তবে জয় নিয়ে মাঠ ছাড়ায় ৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট পেয়ে গেল মোহামেডান। আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।
অনেকেরই ধারণা সোলেমান দিয়াবাতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাণভোমরা। কিন্তু তাঁকে ছাড়াও যে জেতা যায় সেটা আজ ফর্টিসকে ১-০ গোলে হারিয়েই প্রমাণ করল সাদা-কালোরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নামার আগে প্রতিপক্ষ ফর্টিসকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিলেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। সেই দুশ্চিন্তা আরও বাড়ে যখন চোট ছিটকে দেয় দিয়াবাতেকে। তবে মাঠে নেমে সেসব দুশ্চিন্তা যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মোহামেডানের ফুটবলাররা। শক্ত প্রতিপক্ষ পেয়েও পথ হারাননি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থানটা নিজেদের দখলেই রাখলেন।
দিয়াবাতের অভাব বুঝতে দেননি সানতে-বোয়েটেংরা। ম্যাচের ১৭ মিনিটেই লিড নেয় মোহামেডান। আর্নেস্ট বোয়েটেংয়ের নিখুঁত পাস বক্সের মধ্যে পেয়ে ডান পাশ দিয়ে জালে জড়ান সানডে। এবারের লিগে যেটা তাঁর তৃতীয় গোল। ম্যাচে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালায় ফর্টিস। মোহামেডানের গোলমুখে নিয়মিত চাপ তৈরি করে। ৩২ মিনিটে ফর্টিসের জাসুর জুমায়েভের ফ্রি কিক রুখে দেন মোহামেডান গোলকিপার সাকিব আল হাসান। এরপর ৪৩ মিনিটে ভ্যালেরির শট ব্যর্থতার খাতায় নাম লেখালে ফর্টিসের হতাশা আরও বাড়ে।
বিরতির পরও একাধিকবার গোলের সুযোগ তৈরি করে ফর্টিস। কিন্তু গোলমুখে বারবার গোলমাল পাকায় তারা। বিপরীতে মোহামেডানও শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুণ করার চেষ্টা করে। বেশ কয়েকটি সুযোগ সম্ভাবনা দেখালেও গোল আর করতে পারেনি তারা ৷ তবে জয় নিয়ে মাঠ ছাড়ায় ৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট পেয়ে গেল মোহামেডান। আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে