Ajker Patrika

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২: ০৭
পদপাহর সাক্ষাৎকারে নেইমার প্রায় ১৩ কোটি টাকার বেশি ঘড়ি-জামা পরেছিলেন। ছবি: সংগৃহীত
পদপাহর সাক্ষাৎকারে নেইমার প্রায় ১৩ কোটি টাকার বেশি ঘড়ি-জামা পরেছিলেন। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় পর মাঠে ফেরা নেইমারকে এখন নিয়মিত দেখা যাচ্ছে সান্তোসের জার্সিতে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ব্যাপারেও নেইমার থাকেন আলাপ-আলোচনায়। কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোটি কোটি টাকা দামের ঘড়ি-জামা নিয়ে চলছে কথাবার্তা।

‘পদপাহ’ নামের এক পডকাস্টে কদিন আগে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র পরশু রাতে এক প্রতিবেদনে জানা গেছে, পডকাস্টে যেসব জামাকাপড়, ঘড়ি ও জুতা পরে এসেছেন, সেগুলোর দাম ব্রাজিলিয়ান ৬৬ লাখ রিয়াল। বাংলাদেশি হিসাবে সেটা ১৩ কোটি ৬১ লাখ টাকা। এই সাক্ষাৎকারে নেইমার প্রায় আড়াই লাখ টাকার লুই ভিঁতোর স্নিকার্স পরে এসেছেন। বালেনচিয়াগা ব্র্যান্ডের যে টি-শার্ট পরেন, সেটার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। তাছাড়া প্যান্টের দাম ১৪ লাখ টাকা এবং টুপির দাম ৭৮ হাজার টাকা। নেইমারের সাজসজ্জায় আলোচিত জিনিসটি ছিল রিচার্ড মিলের ঘড়ি। এর দাম বাংলাদেশি প্রায় ১৩ কোটি টাকা।

‘পদপাহ’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন তিনি। এক যুগ আগের ঘটনা নিয়ে ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘পেপ গার্দিওলার জন্য বায়ার্নে প্রায় চলেই গিয়েছিলাম আমি। তখন সুইজারল্যান্ডে পুসকাস পুরস্কার নিতে গিয়েছিলাম এবং নিজের ঘরেই ছিলাম আমি। রাত তখন প্রায় ২টা বাজে। বাবা তখন আমাকে ডেকেছিলেন। বাবার সঙ্গে গার্দিওলা, দোভাষী সেখানে ছিলেন। গার্দিওলা তখন বলেছিলেন যে তিনিই (গার্দিওলা) সেরা আমার জন্য।’

সান্তোসের হয়েই ক্লাব ক্যারিয়ারে অভিষেক হয় নেইমারের। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলার পর তিনি পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। মাঝে কেটে গেছে ১২ বছর। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল। ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এই ৬ ম্যাচের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত