Ajker Patrika

ফুটবলার আহত করে নিষিদ্ধ রেফারি

ফুটবলার আহত করে নিষিদ্ধ রেফারি

ফুটবলার নিষিদ্ধ হওয়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। সে তুলনায় রেফারি নিষিদ্ধ তুলনামূলক বিরল ঘটনাই বটে। তেমনই এক বিরল ঘটনা ঘটেছে মেক্সিকোর এক ক্লাব ফুটবলে। ফুটবলার লুকাস রোমেরোকে হাঁটু দিয়ে আহত করে ১২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রেফারি ফার্নান্দো হার্নান্দেজ। 

ঘটনা ঘটেছে শনিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। লিগা এমএক্স টুর্নামেন্টে এদিন মুখোমুখি হয়েছে ক্লাব আমেরিকা ও লিওন। প্রথমার্ধের শেষের দিকে আলফোনসো আলভারাদোর গোলে ১-০ তে এগিয়ে যায় লিও। এরপর ৬৩ মিনিটে দিয়েগো ভালদেস কন্ত্রেরাসের গোলে সমতায় ফেরে আমেরিকা। এই গোল নিয়েই বাধে যত বিপত্তি। লিওর ফুটবলাররা রেফারি হার্নান্দেজের কাছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দাবি করেন। রেফারি ও ফুটবলারদের কোন্দলের মাঝে পড়ে যান লিওনের মিডফিল্ডার রোমেরো। রোমেরোর কুঁচকিতে হাঁটু দিয়ে বাজেভাবে আঘাত করেন হার্নান্দেজ। তৎক্ষণাৎ শাস্তি না পেলেও মেক্সিকোর শীর্ষ পর্যায় থেকে পর্যালোচনা করে রেফারিকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর রোমেরো ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। 

নিজের কাজের জন্য হার্নান্দেজ পরে ক্ষমা হয়েছেন। মেক্সিকান রেফারি বলেন, ‘আমি আমার কাজের জন্য ভক্ত, জনগণ ও রোমেরোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি তাকে অথবা কাউকে আক্রমণ করতাম না। এই ব্যাপার নিয়ে আমি সচেতন এবং ডিসিপ্লিনারি কমিশনের নিয়ম মেনে চলব।’ অন্যদিকে রোমেরো বলেছেন, ‘রেফারিরা অবশ্যই মানুষ। অনেক সময় তারাও ভুল করেন। ভুল বোঝাবুঝিতে এসব হয়।’ ক্লাব আমেরিকা-লিওনের এই ম্যাচ অবশ্য ড্র হয়েছে ২-২ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত