ফুটবলার নিষিদ্ধ হওয়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। সে তুলনায় রেফারি নিষিদ্ধ তুলনামূলক বিরল ঘটনাই বটে। তেমনই এক বিরল ঘটনা ঘটেছে মেক্সিকোর এক ক্লাব ফুটবলে। ফুটবলার লুকাস রোমেরোকে হাঁটু দিয়ে আহত করে ১২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রেফারি ফার্নান্দো হার্নান্দেজ।
ঘটনা ঘটেছে শনিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। লিগা এমএক্স টুর্নামেন্টে এদিন মুখোমুখি হয়েছে ক্লাব আমেরিকা ও লিওন। প্রথমার্ধের শেষের দিকে আলফোনসো আলভারাদোর গোলে ১-০ তে এগিয়ে যায় লিও। এরপর ৬৩ মিনিটে দিয়েগো ভালদেস কন্ত্রেরাসের গোলে সমতায় ফেরে আমেরিকা। এই গোল নিয়েই বাধে যত বিপত্তি। লিওর ফুটবলাররা রেফারি হার্নান্দেজের কাছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দাবি করেন। রেফারি ও ফুটবলারদের কোন্দলের মাঝে পড়ে যান লিওনের মিডফিল্ডার রোমেরো। রোমেরোর কুঁচকিতে হাঁটু দিয়ে বাজেভাবে আঘাত করেন হার্নান্দেজ। তৎক্ষণাৎ শাস্তি না পেলেও মেক্সিকোর শীর্ষ পর্যায় থেকে পর্যালোচনা করে রেফারিকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর রোমেরো ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
নিজের কাজের জন্য হার্নান্দেজ পরে ক্ষমা হয়েছেন। মেক্সিকান রেফারি বলেন, ‘আমি আমার কাজের জন্য ভক্ত, জনগণ ও রোমেরোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি তাকে অথবা কাউকে আক্রমণ করতাম না। এই ব্যাপার নিয়ে আমি সচেতন এবং ডিসিপ্লিনারি কমিশনের নিয়ম মেনে চলব।’ অন্যদিকে রোমেরো বলেছেন, ‘রেফারিরা অবশ্যই মানুষ। অনেক সময় তারাও ভুল করেন। ভুল বোঝাবুঝিতে এসব হয়।’ ক্লাব আমেরিকা-লিওনের এই ম্যাচ অবশ্য ড্র হয়েছে ২-২ গোলে।
ফুটবলার নিষিদ্ধ হওয়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। সে তুলনায় রেফারি নিষিদ্ধ তুলনামূলক বিরল ঘটনাই বটে। তেমনই এক বিরল ঘটনা ঘটেছে মেক্সিকোর এক ক্লাব ফুটবলে। ফুটবলার লুকাস রোমেরোকে হাঁটু দিয়ে আহত করে ১২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রেফারি ফার্নান্দো হার্নান্দেজ।
ঘটনা ঘটেছে শনিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। লিগা এমএক্স টুর্নামেন্টে এদিন মুখোমুখি হয়েছে ক্লাব আমেরিকা ও লিওন। প্রথমার্ধের শেষের দিকে আলফোনসো আলভারাদোর গোলে ১-০ তে এগিয়ে যায় লিও। এরপর ৬৩ মিনিটে দিয়েগো ভালদেস কন্ত্রেরাসের গোলে সমতায় ফেরে আমেরিকা। এই গোল নিয়েই বাধে যত বিপত্তি। লিওর ফুটবলাররা রেফারি হার্নান্দেজের কাছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দাবি করেন। রেফারি ও ফুটবলারদের কোন্দলের মাঝে পড়ে যান লিওনের মিডফিল্ডার রোমেরো। রোমেরোর কুঁচকিতে হাঁটু দিয়ে বাজেভাবে আঘাত করেন হার্নান্দেজ। তৎক্ষণাৎ শাস্তি না পেলেও মেক্সিকোর শীর্ষ পর্যায় থেকে পর্যালোচনা করে রেফারিকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর রোমেরো ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
নিজের কাজের জন্য হার্নান্দেজ পরে ক্ষমা হয়েছেন। মেক্সিকান রেফারি বলেন, ‘আমি আমার কাজের জন্য ভক্ত, জনগণ ও রোমেরোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি তাকে অথবা কাউকে আক্রমণ করতাম না। এই ব্যাপার নিয়ে আমি সচেতন এবং ডিসিপ্লিনারি কমিশনের নিয়ম মেনে চলব।’ অন্যদিকে রোমেরো বলেছেন, ‘রেফারিরা অবশ্যই মানুষ। অনেক সময় তারাও ভুল করেন। ভুল বোঝাবুঝিতে এসব হয়।’ ক্লাব আমেরিকা-লিওনের এই ম্যাচ অবশ্য ড্র হয়েছে ২-২ গোলে।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৩ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৩ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৭ ঘণ্টা আগে