Ajker Patrika

নেইমার-এমবাপ্পের বিরোধ নিয়ে যা বললেন পিএসজি কোচ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২৮
নেইমার-এমবাপ্পের বিরোধ নিয়ে যা বললেন পিএসজি কোচ

ফরাসি লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জেতা ম্যাচে নেইমার জুনিয়রের পাসে গোল দেন ইউলিয়ান ড্রাক্সলার। সে সময় ভিডিও ফুটেজে দেখা যায়, কিলিয়ান এমবাপ্পে এক সতীর্থকে নেইমারের বিরুদ্ধে তাঁকে পাস না দেওয়ার অভিযোগ করছেন। 

তবে কি নেইমার ও এমবাপ্পের মধ্যে বিরোধ চলছে—এমন প্রশ্নে এখন উত্তপ্ত ফুটবল দুনিয়া। এই ইস্যুতে এবার মুখ খুলেছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। বলেছেন, বড় তারকাদের মধ্যে এমন ছোটখাটো সমস্যা হয়েই থাকে। এসব নিয়ে চিন্তিত নন তিনি। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আজ রাতে মুখোমুখি হবে পিএসজি। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন পর্যন্ত সিটির বিপক্ষে জয়ের মুখ দেখেনি পিএসজি। গতবারের সেমিফাইনালের দুই লেগেই পেপ গার্দিওলার দলের কাছে হেরেছিল প্যারিসিয়ানরা। 

এই পরিস্থিতিতে নেইমার-এমবাপ্পে দ্বন্দ্ব পিএসজি সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। তবে এ নিয়ে ভাবিত নন কোচ পচেত্তিনো, ‘ওরা দারুণ খেলোয়াড়। এ ধরনের ঘটনা ঘটেই থাকে। সেরা খেলোয়াড়দের মধ্যে এমন কিছু ব্যাপার থাকে। ওরা একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবে। এর কারণ ওরা জিততে চায় এবং দলকে সাহায্য করতে চায়।’ 

সেদিনের ঘটনা নিয়ে পচেত্তিনো নিজে নেইমার-এমবাপ্পের সঙ্গে কথা বলেছেন। সাংবাদিকদের জানালেন সেটিও, ‘আমি নিজে আলাদাভাবে ওদের সঙ্গে কথা বলেছি। ওরাও নিজেদের মধ্যে কথা বলে থাকতে পারে। দলীয় অনুশীলনের ছবিতে ওদের আনন্দ করতেও দেখেছি আমি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত