ক্রীড়া ডেস্ক
ঢাকা: টানা তিন ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে গিদো রদ্রিগেজের গোলে উরুগুয়েকে (১-০) হারিয়েছে আলবিসেলেস্তেরা। আগের ম্যাচের মতো লিওনেল মেসি সরাসরি গোল না পেলেও তাঁর ক্রসেই মাথা ছুঁয়ে বল জালে জড়িয়েছেন গিদো রদ্রিগেজ।
ব্রাজিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে এদিন প্রথম ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তিন পরিবর্তনের একটি ম্যাচের একমাত্র গোলদাতা রিয়াল বেটিসের মিডফিল্ডার গিদো রদ্রিগেজ। আর্জেন্টিনার জার্সিতে ১১তম ম্যাচে তাঁর প্রথম গোল শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারক হয়ে দাঁড়ায়। প্রথম ম্যাচের মতো আজও ৪-৩-৩ ছকে দল সাজান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
শুরু থেকেই আক্রমণাত্মক আর্জেন্টিনা এগিয়ে যেতে পারত প্রথমার্ধের ৭ মিনিটেই। দলকে এগিয়ে নিতে পারতেন মেসি নিজেই। আর্জেন্টিনার অধিনায়কের বাঁ পায়ের ট্রেডমার্ক শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ফিরতি বলে ঠিকমতো শট নিতে পারেননি লাওতারো মার্টিনেস।
ম্যাচের ৯ মিনিটে আবারও উরুগুয়ের রক্ষা মুসলেরার দৃঢ়তায়। লুকাস মার্টিনেসের পরিবর্তে মাঠে নামা ক্রিস্টিয়ান রোমোরোর হেড ঠেকিয়ে দেন উরুগুইয়ান গোলরক্ষক। তবে ১৩ মিনিটে আর পেরে ওঠেননি মুসলেরা। বাঁ প্রান্ত থেকে মেসির নিখুঁত ক্রসে হেডে জালে বল জড়ান রদ্রিগেজ।
প্রথমার্ধে উরুগুয়ের গোলপোস্টে পাঁচটি শট নেয় আর্জেন্টিনা। প্রথম গোলের পর ব্যবধান দ্বিগুণের সহজ সুযোগ হাতছাড়া হয় ২৭ মিনিটে। গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে আজ মাঠে নামা নাহুয়েল মোলিনার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা।
আর্জেন্টিনার আক্রমণ সামাল দিয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে উরুগুয়ে। কয়েকটি সুযোগ পেলেও হতাশ করেছেন লুইস সুয়ারেজ। দুই ম্যাচ নিষেধাজ্ঞার পর একাদশে ফিরে দারুণ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি এডিনসন কাভানি। প্রথমার্ধের ২৬ মিনিটে পেনাল্টির আবেদন করেও পাননি কাভানি। আর্জেন্টিনার বক্সে বল নিয়ে ঢুকে পড়া কাভানিকে ফেলে দেন রদ্রিগেজ। ভার অবশ্য পেনাল্টির বিপক্ষে রায় দেয়। ম্যাচে উরুগুয়ে ৫৫ শতাংশ সময় বল দখলে রাখলেও আর্জেন্টিনার গোলপোস্টে কোনো শট নিতে পারেননি উরুগুইয়ানরা। অন্যদিকে আর্জেন্টিনার নেওয়া ৯টি শটের ৬টি ছিল গোলপোস্টে।
২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর এ নিয়ে ১৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে তিনটিতেই জয় পেয়েছেন স্কালোনির শিষ্যরা। ১৯৮৯ সালের পর কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারাতে পারেনি উরুগুয়ে। এই জয়ে ‘বি’ গ্রুপে চিলির সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
ঢাকা: টানা তিন ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে গিদো রদ্রিগেজের গোলে উরুগুয়েকে (১-০) হারিয়েছে আলবিসেলেস্তেরা। আগের ম্যাচের মতো লিওনেল মেসি সরাসরি গোল না পেলেও তাঁর ক্রসেই মাথা ছুঁয়ে বল জালে জড়িয়েছেন গিদো রদ্রিগেজ।
ব্রাজিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে এদিন প্রথম ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তিন পরিবর্তনের একটি ম্যাচের একমাত্র গোলদাতা রিয়াল বেটিসের মিডফিল্ডার গিদো রদ্রিগেজ। আর্জেন্টিনার জার্সিতে ১১তম ম্যাচে তাঁর প্রথম গোল শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারক হয়ে দাঁড়ায়। প্রথম ম্যাচের মতো আজও ৪-৩-৩ ছকে দল সাজান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
শুরু থেকেই আক্রমণাত্মক আর্জেন্টিনা এগিয়ে যেতে পারত প্রথমার্ধের ৭ মিনিটেই। দলকে এগিয়ে নিতে পারতেন মেসি নিজেই। আর্জেন্টিনার অধিনায়কের বাঁ পায়ের ট্রেডমার্ক শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ফিরতি বলে ঠিকমতো শট নিতে পারেননি লাওতারো মার্টিনেস।
ম্যাচের ৯ মিনিটে আবারও উরুগুয়ের রক্ষা মুসলেরার দৃঢ়তায়। লুকাস মার্টিনেসের পরিবর্তে মাঠে নামা ক্রিস্টিয়ান রোমোরোর হেড ঠেকিয়ে দেন উরুগুইয়ান গোলরক্ষক। তবে ১৩ মিনিটে আর পেরে ওঠেননি মুসলেরা। বাঁ প্রান্ত থেকে মেসির নিখুঁত ক্রসে হেডে জালে বল জড়ান রদ্রিগেজ।
প্রথমার্ধে উরুগুয়ের গোলপোস্টে পাঁচটি শট নেয় আর্জেন্টিনা। প্রথম গোলের পর ব্যবধান দ্বিগুণের সহজ সুযোগ হাতছাড়া হয় ২৭ মিনিটে। গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে আজ মাঠে নামা নাহুয়েল মোলিনার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা।
আর্জেন্টিনার আক্রমণ সামাল দিয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে উরুগুয়ে। কয়েকটি সুযোগ পেলেও হতাশ করেছেন লুইস সুয়ারেজ। দুই ম্যাচ নিষেধাজ্ঞার পর একাদশে ফিরে দারুণ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি এডিনসন কাভানি। প্রথমার্ধের ২৬ মিনিটে পেনাল্টির আবেদন করেও পাননি কাভানি। আর্জেন্টিনার বক্সে বল নিয়ে ঢুকে পড়া কাভানিকে ফেলে দেন রদ্রিগেজ। ভার অবশ্য পেনাল্টির বিপক্ষে রায় দেয়। ম্যাচে উরুগুয়ে ৫৫ শতাংশ সময় বল দখলে রাখলেও আর্জেন্টিনার গোলপোস্টে কোনো শট নিতে পারেননি উরুগুইয়ানরা। অন্যদিকে আর্জেন্টিনার নেওয়া ৯টি শটের ৬টি ছিল গোলপোস্টে।
২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর এ নিয়ে ১৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে তিনটিতেই জয় পেয়েছেন স্কালোনির শিষ্যরা। ১৯৮৯ সালের পর কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারাতে পারেনি উরুগুয়ে। এই জয়ে ‘বি’ গ্রুপে চিলির সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন নেটে একদৃষ্টে তাকিয়ে থাকা ক্যামেরা আর মোবাইল ফোনের লেন্স যেন অপেক্ষায় ছিল একজনের জন্য। তিনিই হলেন নাহিদ রানা। পেস বোলিংয়ে বাংলাদেশের নতুন গতির তারকা।
২ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্সের মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের অবস্থাও বিবর্ণ। ১১৫ বছর হয়ে গেছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই স্টেডিয়ামের অনেক কিছুই ক্ষয়ে গেছে। যার মধ্যে ছাদ ফুটো হয়ে জল পড়ার দৃশ্য ভাইরাল হয়ে গেছে। এই স্টেডিয়ামের কাছেই ৩১ হাজার কোটি টাকায় আইকনিক এক স্টেডিয়াম তৈরির প
৩ ঘণ্টা আগেভারতের রাজস্থানে গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও খেলছেন। অন্যান্য দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।
৪ ঘণ্টা আগে