ক্রীড়া ডেস্ক
যেকোনো টুর্নামেন্টের ফাইনাল তো নায়ক হবার মঞ্চই। গত পরশু ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে সেই সুযোগ কাজে লাগালেন রদ্রি। সুযোগ কাজে লাগানোর পুরস্কারও পেলেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যান সিটি। ম্যাচের ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন রদ্রি। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
মৌসুমসেরা গোলের মর্যাদা পেয়েছে হালান্ডের গোল। ইতিহাদে গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যান সিটির জয়সূচক গোলটি করেন হালান্ড। ৫৬ মিনিটে প্রথমে জুড বেলিংহামের গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। এরপর ৮০ মিনিটে জন স্টোনসের গোলে সমতায় ফেরে ম্যান সিটি। আর ৮৪ মিনিটে দারুণ এক ডিগবাজিতে গোল করেন হালান্ড।
চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশেও দাপট ম্যান সিটির। সিটির সাত খেলোয়াড় জায়গা করে নিয়েছেন একাদশে। মাঝমাঠের তিন খেলোয়াড়ই সিটির। তারা হলেন ফাইনালের নায়ক রদ্রি, কেভিন ডি ব্রুইন ও জন স্টোনস। রক্ষণ ও আক্রমণভাগে আছেন দুজন করে। হালান্ড আর বার্নার্দো সিলভা এই দুজন খেলবেন ফরোয়ার্ডে। মৌসুমসেরা দলের গোলরক্ষক রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া।
২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমার্কো (ইন্টার মিলান)
মাঝমাঠ: জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), রদ্রি (ম্যানচেস্টার সিটি)
আক্রমণভাগ: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
যেকোনো টুর্নামেন্টের ফাইনাল তো নায়ক হবার মঞ্চই। গত পরশু ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে সেই সুযোগ কাজে লাগালেন রদ্রি। সুযোগ কাজে লাগানোর পুরস্কারও পেলেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যান সিটি। ম্যাচের ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন রদ্রি। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
মৌসুমসেরা গোলের মর্যাদা পেয়েছে হালান্ডের গোল। ইতিহাদে গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যান সিটির জয়সূচক গোলটি করেন হালান্ড। ৫৬ মিনিটে প্রথমে জুড বেলিংহামের গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। এরপর ৮০ মিনিটে জন স্টোনসের গোলে সমতায় ফেরে ম্যান সিটি। আর ৮৪ মিনিটে দারুণ এক ডিগবাজিতে গোল করেন হালান্ড।
চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশেও দাপট ম্যান সিটির। সিটির সাত খেলোয়াড় জায়গা করে নিয়েছেন একাদশে। মাঝমাঠের তিন খেলোয়াড়ই সিটির। তারা হলেন ফাইনালের নায়ক রদ্রি, কেভিন ডি ব্রুইন ও জন স্টোনস। রক্ষণ ও আক্রমণভাগে আছেন দুজন করে। হালান্ড আর বার্নার্দো সিলভা এই দুজন খেলবেন ফরোয়ার্ডে। মৌসুমসেরা দলের গোলরক্ষক রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া।
২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমার্কো (ইন্টার মিলান)
মাঝমাঠ: জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), রদ্রি (ম্যানচেস্টার সিটি)
আক্রমণভাগ: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২০ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৩২ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে