Ajker Patrika

যে পেনাল্টি ঠেকিয়েই মেক্সিকোকে বাঁচালেন ওচোয়া 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১২: ২৪
Thumbnail image

গতকাল রবার্ট লেভানডফস্কি যখন পেনাল্টি নিচ্ছিলেন, তখন পোলিশ সমর্থকেরা হয়তো ধরেই নিয়েছিলেন মেক্সিকোর বিপক্ষে গোল হচ্ছে। কিন্তু বিধি বাম। লেভানডফস্কিকে হতাশ করলেন মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া। 

স্টেডিয়াম ৯৭৪-এ গতকাল পোল্যান্ড-মেক্সিকো ম্যাচের দ্বিতীয়ার্ধের ঘটনা। ৫৬ মিনিটের সময় লেভানডফস্কিকে টেনে ধরেন মেক্সিকান ডিফেন্ডার হেক্টর মোরেনো। ভিএআর প্রযুক্তির সাহায্যে পোল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি নেওয়ার জন্য লেভানডফস্কি শট করলেন। তবে তা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া।

শুধু ওচোয়াই নন, পোল্যান্ডের গোলরক্ষক ভয়চেক সেজেসনিও ছিলেন দুর্ভেদ্য দেয়াল। কেউই কোনো গোল হতে দেননি। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্র। 

মেক্সিকোর পরের দুই ম্যাচ আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে। ২৬ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মেক্সিকো। আর ৩০ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের। পোল্যান্ডেরও দুটি ম্যাচ বাকি আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে। ২৬ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে খেলবে পোল্যান্ড আর ৩০ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত