Ajker Patrika

এমবাপ্পেকে আমরা ভুলে গেছি

এমবাপ্পেকে আমরা ভুলে গেছি

কিলিয়ান এমবাপ্পেকে পেতে আদাজল খেয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে নিজেও বেশ কয়েকবার জানিয়েছিলেন, রিয়ালে খেলার স্বপ্ন দেখেন তিনি। তবে ফরাসি ফরোয়ার্ড নিজেই ১৮০ ডিগ্রি বেঁকে বসেছেন। রিয়ালের প্রস্তাবে রাজি না হয়ে পিএজসিতেই থেকে গেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। 

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, এমবাপ্পে বেঁকে বসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে রিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, এমবাপ্পেকে নিয়ে আর কোনো হাহুতাশ নেই তাঁর। তরুণ স্ট্রাইকারকে ভুলে গেছে রিয়াল। 

ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে গত রাতে এমবাপ্পের শহর প্যারিস থেকেই শিরোপা জিতে ফিরেছে রিয়াল। আনন্দে আত্মহারা পেরেজ এরপর মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এই সাফল্যের পর রিয়ালের সবাই ওকে (এমবাপ্পেকে) ভুলে গেছে। ওর ব্যাপারটা এখন অতীত। বর্তমান হলো দুর্দান্ত মৌসুম কাটানোর পর আমরা এখন পার্টি করতে ব্যস্ত।’ 

এমবাপ্পেকে ছাড়াই রিয়ালের আক্রমণভাগ আরও ভালো করবে বলে আশাবাদী পেরেজ, ‘ও না এলেও আমি শান্ত আছি ও খুশি হয়েছি। মৌসুমজুড়ে অনেক পরিশ্রম করায় এই অবস্থানে আসতে পেরেছি। রিয়াল মাদ্রিদ সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে আনার চেষ্টা চালিয়ে যাবে। বর্তমান আক্রমণভাগও আরও ভালো করার চেষ্টা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত