নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত মৌসুমে ১৬ গোল করা আর্জেন্টাইন রাউল বেসেরাকে এবার দলে রাখেনি লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বেসেরার জায়গায় এবার বসুন্ধরা দলে টেনেছে ৩৬ বছর বয়সী বসনিয়ান স্টোয়ান ভ্রানিয়েসকে। মাঠে নেমেই বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলের বিপক্ষে জোড়া গোলে আজ বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন বসনিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।
স্বাধীনতা কাপে ‘ডি’ গ্রুপে বসুন্ধরা ও নৌবাহিনী ম্যাচটা যেন ছিল জাতীয় দলের সাবেক-বর্তমান ফুটবলারদের মিলনমেলা। জাতীয় দলে খেলেছেন বা খেলছেন এমন ১৬ ফুটবলার ছিল দুই দলে। এমন ম্যাচে আলো কাড়লেন ভ্রানিয়েস। সঙ্গে দুই ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ও রবসন রবিনহোর সঙ্গে এলিটা কিংসলের গোলে নৌবাহিনীকে ৬-০ হারিয়েছে বসুন্ধরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতে দুই দলও খেলেছে সমানতালে। তিন বিদেশি নিয়ে আক্রমণের ঝাঁজটা একটু বেশিই ছিল বসুন্ধরার দিক থেকে। ৩১ তম মিনিটে দুই ব্রাজিলিয়ান জোনাথন ও রবসনের রসায়নে দারুন এক সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। ডি-বক্স কোন থেকে জোনাথনের বুদ্ধিদীপ্ত পাস নিয়ন্ত্রণে নেন রবসন কিন্তু তাঁর বাঁ পায়ের দূর্বল শট রুখে দেন নৌবাহিনী গোলরক্ষক শহিদুল আলম সোহেল।
৪০ মিনিট পর্যন্ত বর্তমান লিগ চ্যাম্পিয়নদের ঠেকিয়েও রেখেছিল নৌবাহিনী। ৪১ মিনিট থেকেই শুরু নৌ দুর্গে ফাটল ধরার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের ক্রস জোরালো হেডে বল জালে জড়ান ভ্রানিয়েস। দুই মিনিট পরে আবারও এগিয়ে যায় বসুন্ধরা। মোহাম্মদ ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বলে ডান পায়ের জোরালো শটে নৌবাহিনীর গোলরক্ষক সোহেলের মাথার ওপর দিয়ে গোল করেন জোনাথন ফার্নান্দেজ।
ভ্রানিয়াস জাদুতে ৬৮ মিনিটে তৃতীয়বারের মতো এগিয়ে যায় বসুন্ধরা। ডান প্রান্ত থেকে ইব্রাহিমের উড়িয়ে দেওয়া বলে বাঁ পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে নৌ গোলরক্ষক সোহেলকে দ্বিতীয়বারের মতো বোকা বানান বসনিয়ান তারকা।
বদলি হিসেবে নেমে ৭৯ মিনিটে বসুন্ধরার চতুর্থ গোলটি করেন ইব্রাহিমের বদলি এলিটা কিংসলে। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান ৫-০ করেন রবসন রবিনহো। এক মিনিটের ব্যবধানে নৌবাহিনীর হাবিবুর রহমানের আত্মঘাতী গোলে ৬ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।
আজ ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী। ৪৮ মিনিটে বাম প্রান্ত থেকে এমএস বাবলুর ক্রস চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক আজাদ ঠিকভাবে বিপদমুক্ত করতে না পারায় বল চলে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেনিলসন রদ্রিগেজের কাছে, ডান পায়ের প্লেসিং শটে এই মিডফিল্ডার বল জড়ান জালে।
গোল হজমের পরের মিনিটে ডি-বক্সে পুলিশ ডিফেন্ডার রাশেদুল আলম হ্যান্ডবল করলে পেনাল্টি পায় চিটাগাং আবাহনী। স্পট কিক থেকে ৫০ মিনিটে চ. আবাহনীকে সমতায় ফেরান নাইজেরিয়ান ইবিমোবই থ্যাংকগড।
গত মৌসুমে ১৬ গোল করা আর্জেন্টাইন রাউল বেসেরাকে এবার দলে রাখেনি লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বেসেরার জায়গায় এবার বসুন্ধরা দলে টেনেছে ৩৬ বছর বয়সী বসনিয়ান স্টোয়ান ভ্রানিয়েসকে। মাঠে নেমেই বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলের বিপক্ষে জোড়া গোলে আজ বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন বসনিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।
স্বাধীনতা কাপে ‘ডি’ গ্রুপে বসুন্ধরা ও নৌবাহিনী ম্যাচটা যেন ছিল জাতীয় দলের সাবেক-বর্তমান ফুটবলারদের মিলনমেলা। জাতীয় দলে খেলেছেন বা খেলছেন এমন ১৬ ফুটবলার ছিল দুই দলে। এমন ম্যাচে আলো কাড়লেন ভ্রানিয়েস। সঙ্গে দুই ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ও রবসন রবিনহোর সঙ্গে এলিটা কিংসলের গোলে নৌবাহিনীকে ৬-০ হারিয়েছে বসুন্ধরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতে দুই দলও খেলেছে সমানতালে। তিন বিদেশি নিয়ে আক্রমণের ঝাঁজটা একটু বেশিই ছিল বসুন্ধরার দিক থেকে। ৩১ তম মিনিটে দুই ব্রাজিলিয়ান জোনাথন ও রবসনের রসায়নে দারুন এক সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। ডি-বক্স কোন থেকে জোনাথনের বুদ্ধিদীপ্ত পাস নিয়ন্ত্রণে নেন রবসন কিন্তু তাঁর বাঁ পায়ের দূর্বল শট রুখে দেন নৌবাহিনী গোলরক্ষক শহিদুল আলম সোহেল।
৪০ মিনিট পর্যন্ত বর্তমান লিগ চ্যাম্পিয়নদের ঠেকিয়েও রেখেছিল নৌবাহিনী। ৪১ মিনিট থেকেই শুরু নৌ দুর্গে ফাটল ধরার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের ক্রস জোরালো হেডে বল জালে জড়ান ভ্রানিয়েস। দুই মিনিট পরে আবারও এগিয়ে যায় বসুন্ধরা। মোহাম্মদ ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বলে ডান পায়ের জোরালো শটে নৌবাহিনীর গোলরক্ষক সোহেলের মাথার ওপর দিয়ে গোল করেন জোনাথন ফার্নান্দেজ।
ভ্রানিয়াস জাদুতে ৬৮ মিনিটে তৃতীয়বারের মতো এগিয়ে যায় বসুন্ধরা। ডান প্রান্ত থেকে ইব্রাহিমের উড়িয়ে দেওয়া বলে বাঁ পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে নৌ গোলরক্ষক সোহেলকে দ্বিতীয়বারের মতো বোকা বানান বসনিয়ান তারকা।
বদলি হিসেবে নেমে ৭৯ মিনিটে বসুন্ধরার চতুর্থ গোলটি করেন ইব্রাহিমের বদলি এলিটা কিংসলে। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান ৫-০ করেন রবসন রবিনহো। এক মিনিটের ব্যবধানে নৌবাহিনীর হাবিবুর রহমানের আত্মঘাতী গোলে ৬ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।
আজ ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী। ৪৮ মিনিটে বাম প্রান্ত থেকে এমএস বাবলুর ক্রস চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক আজাদ ঠিকভাবে বিপদমুক্ত করতে না পারায় বল চলে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেনিলসন রদ্রিগেজের কাছে, ডান পায়ের প্লেসিং শটে এই মিডফিল্ডার বল জড়ান জালে।
গোল হজমের পরের মিনিটে ডি-বক্সে পুলিশ ডিফেন্ডার রাশেদুল আলম হ্যান্ডবল করলে পেনাল্টি পায় চিটাগাং আবাহনী। স্পট কিক থেকে ৫০ মিনিটে চ. আবাহনীকে সমতায় ফেরান নাইজেরিয়ান ইবিমোবই থ্যাংকগড।
শ্রীলঙ্কায় হওয়া ২০২৩ এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তানজিম হাসান সাকিবের। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৭.৫ ওভারে মাত্র ৩২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। অভিষেকেই আগ্রাসী মানসিকতা দেখিয়ে সবার নজরে আসেন এই তরুণ পেসার।
১ মিনিট আগেলক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ধীরেসুস্থে করে বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম টিকতে পারেননি বেশিক্ষণ। লিটন দাসও তাড়াহুড়ো করেননি। থিতু হওয়ার জন্য দ্রুতই গিয়ার বদলান তিনি। তাঁর টানা দ্বিতীয় ফিফটিতে দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ।
৩৪ মিনিট আগে১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতেই এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দেন দুর্দান্ত শুরু। ধারাটা ধরে রাখেন শেষ ওভার পর্যন্ত। যদিও হংকংকে অল আউট করতে পারেনি লিটন দাসের দল। রানের লাগাম টেন
২ ঘণ্টা আগে১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতে এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ব্যাটিংয়ে নেমে হংকং তাই খানিকটা হাবুডুবুই খাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট
৩ ঘণ্টা আগে