ক্রীড়া ডেস্ক
২০০০ সালে বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলে সেই যে শুরু, এর পর জীবনের পরের বছরগুলো কেটেছে সেই দলটিতেই। সময়ের হিসেবে তাই বায়ার্নে টমাস মুলারের ক্যারিয়ারের ব্যাপ্তি ২৫ বছরের। এত দিনের সেই সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে এবার। ৩৫ বছর বয়সী মুলারের সঙ্গে চুক্তি নবায়ন না করায় চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছেড়ে যেতে হচ্ছে জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকাকে।
মুলার অবশ্য আরও কিছুদিন থেকে যেতে চেয়েছিলেন বায়ার্নে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ আজ নিশ্চিত করেছে, তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবে না তারা। তাই একটা অভিমান নিয়েই বায়ার্ন ছেড়ে যেতে হচ্ছে মুলারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুলার জানিয়েও দিয়েছেন, ‘যেভাবে চেয়েছিলাম, (বায়ার্নে) শেষটা সেভাবে হচ্ছে না।’
তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি সংক্রান্ত বিষয়গুলো প্রকাশ্যে আসাটাও পছন্দ হয়নি মুলারের। তবে একটা অভিমান থাকলেও, বায়ার্ন তাঁর কাছে ভালোবাসার আরেক নাম বলেই জানিয়েছেন মুলার, ‘ক্লাবটির সঙ্গে আমার বিশেষ সম্পর্ক। ক্লাব আর আমাদেরর দারুণ সব সমর্থকদের প্রতি ভালোবাসা থাকবে চিরকাল।’
বয়সভিত্তিক দল থেকে ২০০৮ সালে বায়ার্নের মুল দলে যোগ দেওয়া মুলার ক্লাবটির জার্সিতে ৭৪৩ ম্যাচে ২৪৭ গোল করেছেন। ১২টি লিগ শিরোপা ছাড়াও বায়ার্নের হয়ে জিতেছেন ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি উয়েফা সুপার কাপ। তাঁর সাফল্যের ঝুড়িতে আছে ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এবং ২টি ক্লাব বিশ্বকাপের শিরোপাও।
বায়ার্ন ছেড়ে যাওয়ার আগে আরও একবার লিগ জিততে চান মুলার, বায়ার্নকে দেখতে চান চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। আর এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।
মুলারের সম্মানে বিদায়ী এক ম্যাচ আয়োজন করবে বায়ার্ন। আজ এক বিবৃতিতে এই তথ্য দিয়ে বায়ার্ন বলছে, জুনে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলবেন। ক্লাব প্রেসিডেন্ট হারবার্ট হেইনার বলেন, ‘বাভারিয়ান রূপকথার ক্যারিয়ার গড়েছেন মুলার।’
পশ্চিম জার্মানির ওয়েলহেইম শহরে জন্ম নেওয়া মুলার ১০ বছর বয়সে ক্লাবে যোগ দেন। ২০০৮ সালে ইয়ুর্গেন ক্লিন্সমানের অধীনে হামবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক তাঁর। সেই দলটিতে ছিলেন ভিনসেন্ট কোম্পানিও, যিনি বর্তমানে বায়ার্নের কোচ।
সাম্প্রতিক সময়ে বায়ার্নের শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েছিলেন মুলার। এই অনিয়মিত হয়ে পড়াটাই বায়ার্নে তাঁর থাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। জার্মানির সংবাদমাধ্যমের ধারণ, ক্যারিয়ারের বায়ার্ন অধ্যায় শেষে তিনি যুক্তরাষ্ট্রের এমএলএসে যেতে পারেন।
২০০০ সালে বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলে সেই যে শুরু, এর পর জীবনের পরের বছরগুলো কেটেছে সেই দলটিতেই। সময়ের হিসেবে তাই বায়ার্নে টমাস মুলারের ক্যারিয়ারের ব্যাপ্তি ২৫ বছরের। এত দিনের সেই সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে এবার। ৩৫ বছর বয়সী মুলারের সঙ্গে চুক্তি নবায়ন না করায় চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছেড়ে যেতে হচ্ছে জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকাকে।
মুলার অবশ্য আরও কিছুদিন থেকে যেতে চেয়েছিলেন বায়ার্নে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ আজ নিশ্চিত করেছে, তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবে না তারা। তাই একটা অভিমান নিয়েই বায়ার্ন ছেড়ে যেতে হচ্ছে মুলারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুলার জানিয়েও দিয়েছেন, ‘যেভাবে চেয়েছিলাম, (বায়ার্নে) শেষটা সেভাবে হচ্ছে না।’
তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি সংক্রান্ত বিষয়গুলো প্রকাশ্যে আসাটাও পছন্দ হয়নি মুলারের। তবে একটা অভিমান থাকলেও, বায়ার্ন তাঁর কাছে ভালোবাসার আরেক নাম বলেই জানিয়েছেন মুলার, ‘ক্লাবটির সঙ্গে আমার বিশেষ সম্পর্ক। ক্লাব আর আমাদেরর দারুণ সব সমর্থকদের প্রতি ভালোবাসা থাকবে চিরকাল।’
বয়সভিত্তিক দল থেকে ২০০৮ সালে বায়ার্নের মুল দলে যোগ দেওয়া মুলার ক্লাবটির জার্সিতে ৭৪৩ ম্যাচে ২৪৭ গোল করেছেন। ১২টি লিগ শিরোপা ছাড়াও বায়ার্নের হয়ে জিতেছেন ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি উয়েফা সুপার কাপ। তাঁর সাফল্যের ঝুড়িতে আছে ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এবং ২টি ক্লাব বিশ্বকাপের শিরোপাও।
বায়ার্ন ছেড়ে যাওয়ার আগে আরও একবার লিগ জিততে চান মুলার, বায়ার্নকে দেখতে চান চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। আর এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।
মুলারের সম্মানে বিদায়ী এক ম্যাচ আয়োজন করবে বায়ার্ন। আজ এক বিবৃতিতে এই তথ্য দিয়ে বায়ার্ন বলছে, জুনে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলবেন। ক্লাব প্রেসিডেন্ট হারবার্ট হেইনার বলেন, ‘বাভারিয়ান রূপকথার ক্যারিয়ার গড়েছেন মুলার।’
পশ্চিম জার্মানির ওয়েলহেইম শহরে জন্ম নেওয়া মুলার ১০ বছর বয়সে ক্লাবে যোগ দেন। ২০০৮ সালে ইয়ুর্গেন ক্লিন্সমানের অধীনে হামবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক তাঁর। সেই দলটিতে ছিলেন ভিনসেন্ট কোম্পানিও, যিনি বর্তমানে বায়ার্নের কোচ।
সাম্প্রতিক সময়ে বায়ার্নের শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েছিলেন মুলার। এই অনিয়মিত হয়ে পড়াটাই বায়ার্নে তাঁর থাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। জার্মানির সংবাদমাধ্যমের ধারণ, ক্যারিয়ারের বায়ার্ন অধ্যায় শেষে তিনি যুক্তরাষ্ট্রের এমএলএসে যেতে পারেন।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১৩ ঘণ্টা আগে