Ajker Patrika

ব্যালন ডি’অর মেসির প্রাপ্য, রোনালদো

আপডেট : ১৬ জুন ২০২৩, ১৪: ০০
ব্যালন ডি’অর মেসির প্রাপ্য, রোনালদো

ব্যালন ডি’অর জয়ের রেকর্ডে এখনো শীর্ষে আছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে মেসির সাম্প্রতিক পারফরম্যান্সও সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার পক্ষেই কথা বলছে। ২০২৩ ব্যালন ডি’অর মেসির প্রাপ্য বলে মনে করেন ব্রাজিলিয়ান রোনালদো নাজারিও।

মেসির নেতৃত্বেই ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, যা ছিল আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। কাতার বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ৭ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কারও জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। পিএসজির জার্সিতে ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ান জিতেছেন তিনি। ২০২৩ ব্যালন ডি’অর জয়ে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে গত সপ্তাহে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ এবং প্রথম মৌসুমেই করেছেন ৫২ গোল। একই সঙ্গে জিতেছেন ট্রেবলও। তবু ব্যালন ডি’অর জয়ে মেসিকেই এগিয়ে রাখছেন রোনালদো। আলবিসেলেস্তে টককে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ‘ব্যালন ডি’অর মেসির প্রাপ্য। আমার মতে সে-ই জিতবে। সে সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ জিতেছে।’

২০২২ ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা। আর মেসি সর্বশেষ জিতেছেন ২০২১ ব্যালন ডি’অর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার জিতেছেন ৭টি ব্যালন ডি’অর। পাঁচবার জিতে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত