প্রায় দেড় বছর আগে স্প্যানিশ টুর্নামেন্টের ম্যাচ নিয়ে ৩০ হাজার ইউরো (বাংলাদেশি ৩৪ লাখ) বাজি ধরেছিলেন বেশ কয়েকজন। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, মোটা অঙ্কের সেই বাজি তারা জিতেছিলেনও।
২০২১ কোপা দেল রের ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত করে পুলিশ। ২০২১ এর ২ ডিসেম্বর আলভারেজ ক্লারো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে হুরকান মেলিলা-লেভান্তে ম্যাচ হয়েছিল। পঞ্চম বিভাগের দল মেলিলার বিপক্ষে ৮-০ গোলে জয় পায় লা-লিগার লেভান্তে। কোপা দেল রে কর্তৃপক্ষ জানায়, একটি অজ্ঞাতনামা সূত্র থেকে মেইলের মাধ্যমে ম্যাচ পাতানোর অভিযোগের তথ্য এসেছিল। এরপর লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস স্পেনের ন্যাশনাল পুলিশ সেন্টার পর ইন্টেগ্রিটি ইন স্পোর্টস অ্যান্ড গ্যাম্বলিংয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন। যার প্রেক্ষিতে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, বেশ কিছু জুয়াড়ি প্রতিষ্ঠান এবং লা লিগা থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই তদন্ত কার্যক্রমে লা লিগা, স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ), বেটিং মার্কেট গ্লোবাল ইনভেস্টিগেশন সার্ভিস (এসআইজিএমএ) সাহায্য করছে। হুরকান মেলিলা ক্লাবটিও ম্যাচ পাতানোর বিরুদ্ধে অবস্থান করছে। ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ক্লাবের বর্তমান কোনো সদস্য এর সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় দেড় বছর আগে স্প্যানিশ টুর্নামেন্টের ম্যাচ নিয়ে ৩০ হাজার ইউরো (বাংলাদেশি ৩৪ লাখ) বাজি ধরেছিলেন বেশ কয়েকজন। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, মোটা অঙ্কের সেই বাজি তারা জিতেছিলেনও।
২০২১ কোপা দেল রের ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত করে পুলিশ। ২০২১ এর ২ ডিসেম্বর আলভারেজ ক্লারো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে হুরকান মেলিলা-লেভান্তে ম্যাচ হয়েছিল। পঞ্চম বিভাগের দল মেলিলার বিপক্ষে ৮-০ গোলে জয় পায় লা-লিগার লেভান্তে। কোপা দেল রে কর্তৃপক্ষ জানায়, একটি অজ্ঞাতনামা সূত্র থেকে মেইলের মাধ্যমে ম্যাচ পাতানোর অভিযোগের তথ্য এসেছিল। এরপর লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস স্পেনের ন্যাশনাল পুলিশ সেন্টার পর ইন্টেগ্রিটি ইন স্পোর্টস অ্যান্ড গ্যাম্বলিংয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন। যার প্রেক্ষিতে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, বেশ কিছু জুয়াড়ি প্রতিষ্ঠান এবং লা লিগা থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই তদন্ত কার্যক্রমে লা লিগা, স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ), বেটিং মার্কেট গ্লোবাল ইনভেস্টিগেশন সার্ভিস (এসআইজিএমএ) সাহায্য করছে। হুরকান মেলিলা ক্লাবটিও ম্যাচ পাতানোর বিরুদ্ধে অবস্থান করছে। ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ক্লাবের বর্তমান কোনো সদস্য এর সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
১ মিনিট আগেলিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৪৩ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগে