নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এএফসি কাপ খেলতে সেই মে মাস থেকে অধীর অপেক্ষায় ছিল বসুন্ধরা কিংস। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল গতকাল। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা বুঝিয়ে দিল, গ্রুপ সেরাই হতে মালদ্বীপে এসেছে তাঁরা। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টই তুলে নিয়েছে তারা। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল।
মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে কাল মাজিয়ার বিপক্ষে ৪-১-৪-১ ফরমেশনে দল সাজান বসুন্ধরা কোচ ব্রুজোন। চোট নিয়ে ভাবনা থাকলেও তাঁকে স্বস্তি দিয়ে কাল ম্যাচের শুরু থেকেই খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। বসুন্ধরার আক্রমণভাগের লাতিন আমেরিকান ‘ত্রয়ী’ পুরো ম্যাচেই নাচিয়েছেন মাজিয়ার রক্ষণভাগকে।
অথচ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়তে পারত বসুন্ধরা। অতিথি দলের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় মিনিটেই আক্রমণে গিয়েছিল মাজিয়া। স্বাগতিক মিডফিল্ডার আইসাম ইব্রাহিমের শট বার ওপরের দিয়ে চলে যায় মাঠের বাইরে।
অবশ্য সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ খুঁজে পেয়েছেন বসুন্ধরার খেলোয়াড়রা। প্রথম সাফল্য আসে ২৫ মিনিটে। বলতে গেলে গোলটা উপহার দিয়েছে মাজিয়া। নিজেদের অর্ধ থেকে ইরানি মিডফিল্ডার খালেদ শাফেঈ লম্বা ক্রস বাড়িয়েছিলেন বেসেরার দিকে। তাঁকে মার্কিংয়ে থাকা মাজিয়া ডিফেন্ডার মোহামদ ইরুফান বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়িয়ে দেন জালে।
৩৯ মিনিটে একক প্রচেষ্টায় বসুন্ধরা কিংসকে দুই গোলের লিড এনে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানানোর পর গোলমুখে জোরালো নেন এই উইঙ্গার। সেটি ঠেকানোর সাধ্য ছিল না মাজিয়া গোলরক্ষকের।
পরের অর্ধে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় প্রথমার্ধের ওই দুই গোলের সুবাদে হাসিমুখেই মাঠ ছাড়ে বসুন্ধরা। বাংলাদেশ সেরাদের পরের ম্যাচ আগামী শনিবার ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে।
কালকের ম্যাচ শেষে বসুন্ধরার মিডফিল্ডার মাসুক মিয়া জনি জানালেন তাঁর তৃপ্তির কথা, 'শুরুতে চাপ অনুভব করেছিলাম। তবে ২০ মিনিট পর নিজেদের গুছিয়ে নিতে পেরেছি। প্রথম গোলটা পাওয়ার পরেই বুঝে নিয়েছি, আমরা জিততে চলেছি। জয় দিয়ে শুরু করতে পারায় খুব ভালো লাগছে।'
এএফসি কাপ খেলতে সেই মে মাস থেকে অধীর অপেক্ষায় ছিল বসুন্ধরা কিংস। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল গতকাল। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা বুঝিয়ে দিল, গ্রুপ সেরাই হতে মালদ্বীপে এসেছে তাঁরা। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টই তুলে নিয়েছে তারা। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল।
মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে কাল মাজিয়ার বিপক্ষে ৪-১-৪-১ ফরমেশনে দল সাজান বসুন্ধরা কোচ ব্রুজোন। চোট নিয়ে ভাবনা থাকলেও তাঁকে স্বস্তি দিয়ে কাল ম্যাচের শুরু থেকেই খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। বসুন্ধরার আক্রমণভাগের লাতিন আমেরিকান ‘ত্রয়ী’ পুরো ম্যাচেই নাচিয়েছেন মাজিয়ার রক্ষণভাগকে।
অথচ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়তে পারত বসুন্ধরা। অতিথি দলের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় মিনিটেই আক্রমণে গিয়েছিল মাজিয়া। স্বাগতিক মিডফিল্ডার আইসাম ইব্রাহিমের শট বার ওপরের দিয়ে চলে যায় মাঠের বাইরে।
অবশ্য সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ খুঁজে পেয়েছেন বসুন্ধরার খেলোয়াড়রা। প্রথম সাফল্য আসে ২৫ মিনিটে। বলতে গেলে গোলটা উপহার দিয়েছে মাজিয়া। নিজেদের অর্ধ থেকে ইরানি মিডফিল্ডার খালেদ শাফেঈ লম্বা ক্রস বাড়িয়েছিলেন বেসেরার দিকে। তাঁকে মার্কিংয়ে থাকা মাজিয়া ডিফেন্ডার মোহামদ ইরুফান বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়িয়ে দেন জালে।
৩৯ মিনিটে একক প্রচেষ্টায় বসুন্ধরা কিংসকে দুই গোলের লিড এনে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানানোর পর গোলমুখে জোরালো নেন এই উইঙ্গার। সেটি ঠেকানোর সাধ্য ছিল না মাজিয়া গোলরক্ষকের।
পরের অর্ধে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় প্রথমার্ধের ওই দুই গোলের সুবাদে হাসিমুখেই মাঠ ছাড়ে বসুন্ধরা। বাংলাদেশ সেরাদের পরের ম্যাচ আগামী শনিবার ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে।
কালকের ম্যাচ শেষে বসুন্ধরার মিডফিল্ডার মাসুক মিয়া জনি জানালেন তাঁর তৃপ্তির কথা, 'শুরুতে চাপ অনুভব করেছিলাম। তবে ২০ মিনিট পর নিজেদের গুছিয়ে নিতে পেরেছি। প্রথম গোলটা পাওয়ার পরেই বুঝে নিয়েছি, আমরা জিততে চলেছি। জয় দিয়ে শুরু করতে পারায় খুব ভালো লাগছে।'
আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
১ ঘণ্টা আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
১ ঘণ্টা আগেসিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও।
২ ঘণ্টা আগে