দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। নেইমার মাঠে ফেরায় ম্যাচে উজ্জীবিত ফুটবল খেলেছেন সেলেসাওরা। এশিয়ান টাইগারদের ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। তবে এই ম্যাচে দেখা গেছে, সাম্বা নাচ দিয়ে প্রতিটি গোল উদ্যাপন করেছেন ব্রাজিলের কোচ তিতেসহ দলের সব খেলোয়াড়।
সাম্বা নাচ ব্রাজিলের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। তবু খেলার মাঠে এই নাচকে প্রতিপক্ষের জন্য ‘অসম্মানজনক’ মনে করছেন সাবেক আয়ারল্যান্ড ফুটবলার রয় কিন। তিনি বলেছেন, ‘আমি এতটা নাচ দেখিনি...। আমি জানি এটা তাদের সংস্কৃতির সঙ্গে জড়িত, কিন্তু এটা অসম্মানজনক।’
যুক্তরাজ্যের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এতটা নাচ আমি কখনো দেখিনি। এটা “স্ট্রিক্টলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠান) দেখার মতো। আমি জানি এতে সংস্কৃতির একটা চিহ্ন আছে, কিন্তু এটা প্রতিপক্ষের জন্য সত্যিই অসম্মানজনক।’
কিন মনে করেন, প্রথম গোলের পর একবার উদ্যাপন হলে মানা যেত। কিন্তু প্রতিটি গোলের পর নাচ, আবার খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হয়েছেন কোচ তিতে। এতে অখুশির কথাই জানালেন আইরিশ ফুটবলার, ‘চারটি গোল হয়েছে এবং তাঁরা প্রতিটি গোলের পর নাচল। প্রথম গোলের পর নাচ বা তারা যাই করুক না কেন, ভালো। তারপর কোচ জড়িত হয়ে যায়। আমি এতে খুশি নই। আমি মনে করি না এটি একটি ভালো জিনিস। এটি সম্মানের অভাব।’
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। নেইমার মাঠে ফেরায় ম্যাচে উজ্জীবিত ফুটবল খেলেছেন সেলেসাওরা। এশিয়ান টাইগারদের ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। তবে এই ম্যাচে দেখা গেছে, সাম্বা নাচ দিয়ে প্রতিটি গোল উদ্যাপন করেছেন ব্রাজিলের কোচ তিতেসহ দলের সব খেলোয়াড়।
সাম্বা নাচ ব্রাজিলের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। তবু খেলার মাঠে এই নাচকে প্রতিপক্ষের জন্য ‘অসম্মানজনক’ মনে করছেন সাবেক আয়ারল্যান্ড ফুটবলার রয় কিন। তিনি বলেছেন, ‘আমি এতটা নাচ দেখিনি...। আমি জানি এটা তাদের সংস্কৃতির সঙ্গে জড়িত, কিন্তু এটা অসম্মানজনক।’
যুক্তরাজ্যের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এতটা নাচ আমি কখনো দেখিনি। এটা “স্ট্রিক্টলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠান) দেখার মতো। আমি জানি এতে সংস্কৃতির একটা চিহ্ন আছে, কিন্তু এটা প্রতিপক্ষের জন্য সত্যিই অসম্মানজনক।’
কিন মনে করেন, প্রথম গোলের পর একবার উদ্যাপন হলে মানা যেত। কিন্তু প্রতিটি গোলের পর নাচ, আবার খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হয়েছেন কোচ তিতে। এতে অখুশির কথাই জানালেন আইরিশ ফুটবলার, ‘চারটি গোল হয়েছে এবং তাঁরা প্রতিটি গোলের পর নাচল। প্রথম গোলের পর নাচ বা তারা যাই করুক না কেন, ভালো। তারপর কোচ জড়িত হয়ে যায়। আমি এতে খুশি নই। আমি মনে করি না এটি একটি ভালো জিনিস। এটি সম্মানের অভাব।’
পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রান তোলে।
৪ ঘণ্টা আগে‘অ্যাটাক–সেট–হিট’—বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই দর্শন যেন পারভেজ হোসেন ইমনের অনুপ্রেরণার বাতিঘর! শারজার গ্যালারিতে উপস্থিত প্রবাসীদের সামনে সেই দর্শনকেই ব্যাটিংয়ে অনূদিত করলেন জাতীয় দলের এই ওপেনার।
৬ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় তিন দিন আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এরই ঘটনার ছাপ দলের একাদশে। আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুজনকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তরও।
৮ ঘণ্টা আগেঅবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
১১ ঘণ্টা আগে