বায়ার্ন মিউনিখের সঙ্গে আজ হ্যারি কেইনের চুক্তি সম্পন্ন হওয়ায় যেন হাফ ছেড়ে বাঁচলেন অ্যালেন শিয়েরার। ইংল্যান্ড কিংবদন্তির স্বস্তির নিশ্বাস ফেলার কারণ প্রিমিয়ার লিগে তাঁর সর্বোচ্চ গোলের রেকর্ড অক্ষত থাকার।
২৬০ গোলে এখন পর্যন্ত শীর্ষে আছেন শিয়েরার। তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল কেইনের। ২১৩ গোলে দুইয়ে ছিলেন সদ্য সাবেক হওয়া টটেনহাম অধিনায়ক। রেকর্ড অক্ষত থাকায় স্বস্তি পেলেও নিজের দেওয়া কথা কি রাখবেন নিউক্যাসল কিংবদন্তি।
গত জুনে শিয়েরার জানিয়েছিলেন, নিজের রেকর্ড রক্ষা করতে যেকোনো কিছু করতে রাজি তিনি। এ জন্য কেইনের গাড়ি চালক হতেও আপত্তি নেই সাবেক স্ট্রাইকার। সেদিন মজার ছলে তিনি বলেছিলেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ি চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এখন সেই কথা রাখার সময় এসেছে শিয়েরার। তাঁর দেওয়া শর্ত পূরণ হয়েছে। বায়ার্নের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন কেইন। সব কিছু মিলিয়ে যাওয়ায় শিয়েরার কথা রাখবেন কিনা তাই এখন দেখার বিষয়। ১ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকায় চুক্তি করায় একটি রেকর্ডও গড়েছেন কেইন। বায়ার্নের ইতিহাসে এখন ৩০ বছর বয়সী তারকা সর্বোচ্চ দামি খেলোয়াড়। এর আগে ৯৬৫ কোটি ৪২ লাখ টাকায় সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ।
বায়ার্ন মিউনিখের চতুর্থ প্রস্তাবে টটেনহাম রাজি হওয়ার দিনই কেইনের প্রিমিয়ার লিগ ছাড়া চূড়ান্ত হয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। আজ চুক্তির বিষয় নিশ্চিত করেছে বায়ার্ন–কেইন দুপক্ষই।
বায়ার্নের সঙ্গে চুক্তি করতে পেরে ভীষণ খুশি কেইন। ২৮০ গোলে টটেনহামের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘বায়ার্নের অংশ হতে পেরে আমি খুবই খুশি। বিশ্বের বড় ক্লাবগুলোর মধ্যে বায়ার্ন একটি। সব সময় বলে আসছি ক্যারিয়ারে শীর্ষে স্তরে খেলতে ও নিজেকে প্রমাণ করতে চাই। ক্লাবটি জেতার মানসিকতায় পরিচিত। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।’
কেইনকে স্বাগত জানিয়েছেন বায়ার্ন সভাপতি হার্বার্ট হেইনারও। তিনি বলেছেন, ‘হ্যারি কেইন, মিউনিখে স্বাগতম। শীর্ষ পর্যায়ের এই ফুটবলারের আগমনে আমরা আনন্দিত। হ্যারি শুধু বায়ার্নকেই শক্তিশালী করবে না, সে বুন্দেসলিগার সম্পদ হবে।’
সর্বশেষ মৌসুমে রবার্ট লেভানডফস্কি বার্সেলোনায় যোগ দেওয়ায় বায়ার্নের ৯ নম্বর জার্সির মালিক কেউ ছিল না। এবার সেই জার্সির দায়িত্ব নেবেন কেইন। টটেনহামেও একই নম্বর জার্সি পরেই খেলেছিলেন তিনি। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্পার্সদের হয়ে সব মিলিয়ে ৪৩৫ ম্যাচ খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক। ২৮০ গোলের বিপরীতে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৪ টি। আজ রাতে জার্মান সুপার কাপের ফাইনালে আরবি লাইপজিগের বিপক্ষে তাঁকে মাঠেও দেখা যেতে পারে।
বায়ার্ন মিউনিখের সঙ্গে আজ হ্যারি কেইনের চুক্তি সম্পন্ন হওয়ায় যেন হাফ ছেড়ে বাঁচলেন অ্যালেন শিয়েরার। ইংল্যান্ড কিংবদন্তির স্বস্তির নিশ্বাস ফেলার কারণ প্রিমিয়ার লিগে তাঁর সর্বোচ্চ গোলের রেকর্ড অক্ষত থাকার।
২৬০ গোলে এখন পর্যন্ত শীর্ষে আছেন শিয়েরার। তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল কেইনের। ২১৩ গোলে দুইয়ে ছিলেন সদ্য সাবেক হওয়া টটেনহাম অধিনায়ক। রেকর্ড অক্ষত থাকায় স্বস্তি পেলেও নিজের দেওয়া কথা কি রাখবেন নিউক্যাসল কিংবদন্তি।
গত জুনে শিয়েরার জানিয়েছিলেন, নিজের রেকর্ড রক্ষা করতে যেকোনো কিছু করতে রাজি তিনি। এ জন্য কেইনের গাড়ি চালক হতেও আপত্তি নেই সাবেক স্ট্রাইকার। সেদিন মজার ছলে তিনি বলেছিলেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ি চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এখন সেই কথা রাখার সময় এসেছে শিয়েরার। তাঁর দেওয়া শর্ত পূরণ হয়েছে। বায়ার্নের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন কেইন। সব কিছু মিলিয়ে যাওয়ায় শিয়েরার কথা রাখবেন কিনা তাই এখন দেখার বিষয়। ১ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকায় চুক্তি করায় একটি রেকর্ডও গড়েছেন কেইন। বায়ার্নের ইতিহাসে এখন ৩০ বছর বয়সী তারকা সর্বোচ্চ দামি খেলোয়াড়। এর আগে ৯৬৫ কোটি ৪২ লাখ টাকায় সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ।
বায়ার্ন মিউনিখের চতুর্থ প্রস্তাবে টটেনহাম রাজি হওয়ার দিনই কেইনের প্রিমিয়ার লিগ ছাড়া চূড়ান্ত হয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। আজ চুক্তির বিষয় নিশ্চিত করেছে বায়ার্ন–কেইন দুপক্ষই।
বায়ার্নের সঙ্গে চুক্তি করতে পেরে ভীষণ খুশি কেইন। ২৮০ গোলে টটেনহামের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘বায়ার্নের অংশ হতে পেরে আমি খুবই খুশি। বিশ্বের বড় ক্লাবগুলোর মধ্যে বায়ার্ন একটি। সব সময় বলে আসছি ক্যারিয়ারে শীর্ষে স্তরে খেলতে ও নিজেকে প্রমাণ করতে চাই। ক্লাবটি জেতার মানসিকতায় পরিচিত। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।’
কেইনকে স্বাগত জানিয়েছেন বায়ার্ন সভাপতি হার্বার্ট হেইনারও। তিনি বলেছেন, ‘হ্যারি কেইন, মিউনিখে স্বাগতম। শীর্ষ পর্যায়ের এই ফুটবলারের আগমনে আমরা আনন্দিত। হ্যারি শুধু বায়ার্নকেই শক্তিশালী করবে না, সে বুন্দেসলিগার সম্পদ হবে।’
সর্বশেষ মৌসুমে রবার্ট লেভানডফস্কি বার্সেলোনায় যোগ দেওয়ায় বায়ার্নের ৯ নম্বর জার্সির মালিক কেউ ছিল না। এবার সেই জার্সির দায়িত্ব নেবেন কেইন। টটেনহামেও একই নম্বর জার্সি পরেই খেলেছিলেন তিনি। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্পার্সদের হয়ে সব মিলিয়ে ৪৩৫ ম্যাচ খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক। ২৮০ গোলের বিপরীতে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৪ টি। আজ রাতে জার্মান সুপার কাপের ফাইনালে আরবি লাইপজিগের বিপক্ষে তাঁকে মাঠেও দেখা যেতে পারে।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৮ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৯ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১০ ঘণ্টা আগে