আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বেজে যায় কানাডার। সান্ত্বনা নিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ ছিল কানাডার সামনে। উরুগুয়ের সঙ্গে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রায় জিতেই গিয়েছিল কানাডা। শেষ পর্যন্ত সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ কানাডার জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। রেফারি কখন শেষ বাঁশি বাজাবেন, তার অপেক্ষায় ছিল। তবে লুইস সুয়ারেজ যে অত সহজে হার মানবার পাত্র নন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সুয়ারেজ গোল দিলে মূল ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে গড়ালে উরুগুয়ে ৪-৩ গোলে হারিয়ে দেয় কানাডাকে।
পেনাল্টি শুটআউটে প্রথমে শট নিয়েই লক্ষ্যভেদ করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ডেভিডের পর গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। দুটি দলই নিজেদের দুটি করে গোল করতে পেরেছে ভালোভাবে। তৃতীয় শটের সময় এসে ধারা ভেঙে যায়। কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনি গোল করতে ব্যর্থ হয়েছেন। ঠিক তার পরই উরুগুয়ের জর্জিয়ান ডি আরাসকিতা লক্ষ্য ভেদ করেন। উরুগুয়ের চতুর্থ শট নিতে এসে গোল পেয়েছেন সুয়ারেজও। কানাডা তাদের চতুর্থ গোল পেলেও পঞ্চম শট নিতে এসে আলফোনসো ডেভিস যখন মিস করেন, তখন নিশ্চিত হয় উরুগুয়ের জয়। ২০২৪ কোপা আমেরিকায় তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করলেন সুয়ারেজ-ভালভার্দেরা।
আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বেজে যায় কানাডার। সান্ত্বনা নিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ ছিল কানাডার সামনে। উরুগুয়ের সঙ্গে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রায় জিতেই গিয়েছিল কানাডা। শেষ পর্যন্ত সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ কানাডার জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। রেফারি কখন শেষ বাঁশি বাজাবেন, তার অপেক্ষায় ছিল। তবে লুইস সুয়ারেজ যে অত সহজে হার মানবার পাত্র নন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সুয়ারেজ গোল দিলে মূল ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে গড়ালে উরুগুয়ে ৪-৩ গোলে হারিয়ে দেয় কানাডাকে।
পেনাল্টি শুটআউটে প্রথমে শট নিয়েই লক্ষ্যভেদ করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ডেভিডের পর গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। দুটি দলই নিজেদের দুটি করে গোল করতে পেরেছে ভালোভাবে। তৃতীয় শটের সময় এসে ধারা ভেঙে যায়। কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনি গোল করতে ব্যর্থ হয়েছেন। ঠিক তার পরই উরুগুয়ের জর্জিয়ান ডি আরাসকিতা লক্ষ্য ভেদ করেন। উরুগুয়ের চতুর্থ শট নিতে এসে গোল পেয়েছেন সুয়ারেজও। কানাডা তাদের চতুর্থ গোল পেলেও পঞ্চম শট নিতে এসে আলফোনসো ডেভিস যখন মিস করেন, তখন নিশ্চিত হয় উরুগুয়ের জয়। ২০২৪ কোপা আমেরিকায় তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করলেন সুয়ারেজ-ভালভার্দেরা।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি আজ রাতে দ্বিতীয় লেগে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি-আর্সেনাল দ্বিতীয় লেগের ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
৭ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
৩৭ মিনিট আগেনিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের আয়েশি জয়। একই ভেন্যুতে আজ দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেতিক্ত সম্পর্কের কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হচ্ছে না ১২ বছর ধরে। এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টেই শুধু মুখোমুখি হওয়ার সুযোগ পায় এই দুই দল। তবে এখন থেকে ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করতে বললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
১ ঘণ্টা আগে