Ajker Patrika

আর্জেন্টিনার কাছে হারের পর সান্ত্বনার জয়টুকু পেল না কানাডা 

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১০: ৫৩
আর্জেন্টিনার কাছে হারের পর সান্ত্বনার জয়টুকু পেল না কানাডা 

আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বেজে যায় কানাডার। সান্ত্বনা নিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ ছিল কানাডার সামনে। উরুগুয়ের সঙ্গে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রায় জিতেই গিয়েছিল কানাডা। শেষ পর্যন্ত সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। 

উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ কানাডার জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। রেফারি কখন শেষ বাঁশি বাজাবেন, তার অপেক্ষায় ছিল। তবে লুইস সুয়ারেজ যে অত সহজে হার মানবার পাত্র নন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সুয়ারেজ গোল দিলে মূল ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে গড়ালে উরুগুয়ে ৪-৩ গোলে হারিয়ে দেয় কানাডাকে। 

পেনাল্টি শুটআউটে প্রথমে শট নিয়েই লক্ষ্যভেদ করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ডেভিডের পর গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। দুটি দলই নিজেদের দুটি করে গোল করতে পেরেছে ভালোভাবে। তৃতীয় শটের সময় এসে ধারা ভেঙে যায়। কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনি গোল করতে ব্যর্থ হয়েছেন। ঠিক তার পরই উরুগুয়ের জর্জিয়ান ডি আরাসকিতা লক্ষ্য ভেদ করেন। উরুগুয়ের চতুর্থ শট নিতে এসে গোল পেয়েছেন সুয়ারেজও। কানাডা তাদের চতুর্থ গোল পেলেও পঞ্চম শট নিতে এসে আলফোনসো ডেভিস যখন মিস করেন, তখন নিশ্চিত হয় উরুগুয়ের জয়। ২০২৪ কোপা আমেরিকায় তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করলেন সুয়ারেজ-ভালভার্দেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত