ক্রীড়া ডেস্ক
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
আল হিলালের সঙ্গে দিন কয়েক আগেই সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন। তখনই কেউ কেউ বলছিলেন সান্তোসে ফিরছেন তিনি। সেই ধারণাকে সত্যি করে আপাতত সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি নেইমারের। তাঁর ফেরাটাকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি রাখেনি তাঁর শৈশবের ক্লাব সান্তোস।
বাংলাদেশ সময় গতকাল রাতে কাছাকাছি তিন ঘণ্টার এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় ‘প্রিন্স’ নেইমারকে।
হেলিকপ্টারে করে ভিলা বেলমিরোয় ফেরেন নেইমার। তার অনেক আগে থেকেই ভারী বৃষ্টি উপেক্ষা করে মাঠে জড়ো হতে থাকেন সান্তোস ভক্তরা। বৃষ্টির মধ্যেই মঞ্চে ওঠেন নেইমার। সান্তোসের মাঠে প্রায় ২০ হাজার দর্শকের মুখে তখন ‘নেইমার’, ‘নেইমার’ ধ্বনি। কখনো হাত নেড়ে, কখনো দুই হাত ওপরে তুলে দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন। দর্শকদের উদ্দেশ্য একবার তো মাথা নুইয়ে কুর্নিশ করার ভঙ্গিতেও দেখা গেল। অনুষ্ঠান শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ নামে একটি ভিডিও পোস্ট করেছিল সান্তোস। সেখানে তুলে ধরা হয় এই ক্লাবে তাঁর শৈশবে পা রাখা, বেড়ে ওঠা ও নায়ক হয়ে ওঠার পথচলা।
সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন নেইমার। সেখানে শিকড়ে ফেরার কারণও জানিয়েছে তিনি, ‘কতক সিদ্ধান্ত থাকে, যা ফুটবলীয় চুক্তির আওতায় পড়ে না। আল হিলালে ভালোই ছিলাম। পরিবার ভালো ছিল। কিন্তু কিছু ঘটনায় সিদ্ধান্তটি নিতেই হলো। অনুশীলনে নিজেকে অসুখী লাগছিল। ফেরার সুযোগটা পেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি।’
তো ফেরার পর কেমন লাগছে? নেইমারের উত্তর, ‘এখানে পা রাখার পর থেকেই ১৭ বছর বয়সী তরুণের মতো লাগছে নিজকে। খুব ভালো লাগছে। খেলার জন্য মুখিয়ে আছি।’
গত নভেম্বরে আল হিলালের হয়ে খেলার সময় চোট পাওয়ার পর আর মাঠে নামে হয়নি তাঁর। তো প্রিয় ক্লাব সান্তোসে কখন শুরু তাঁর নতুন অধ্যায়ের শুরু হবে তা এই মুহূর্তে বলা কঠিন। সংবাদ সম্মেলনেই নেইমার জানিয়েছেন, আগে চেয়ে শারীরিকভাবে ভালো থাকলেও এখনো শতভাগ ফিট নন তিনি। আগামী বুধবার ক্যাম্পেওনাতো পলিস্তায় বোটাফোগোর মুখোমুখি হবে সান্তোস। এই ম্যাচে স্বল্প সময়ের জন্য হলেও তাঁকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
আল হিলালের সঙ্গে দিন কয়েক আগেই সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন। তখনই কেউ কেউ বলছিলেন সান্তোসে ফিরছেন তিনি। সেই ধারণাকে সত্যি করে আপাতত সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি নেইমারের। তাঁর ফেরাটাকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি রাখেনি তাঁর শৈশবের ক্লাব সান্তোস।
বাংলাদেশ সময় গতকাল রাতে কাছাকাছি তিন ঘণ্টার এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় ‘প্রিন্স’ নেইমারকে।
হেলিকপ্টারে করে ভিলা বেলমিরোয় ফেরেন নেইমার। তার অনেক আগে থেকেই ভারী বৃষ্টি উপেক্ষা করে মাঠে জড়ো হতে থাকেন সান্তোস ভক্তরা। বৃষ্টির মধ্যেই মঞ্চে ওঠেন নেইমার। সান্তোসের মাঠে প্রায় ২০ হাজার দর্শকের মুখে তখন ‘নেইমার’, ‘নেইমার’ ধ্বনি। কখনো হাত নেড়ে, কখনো দুই হাত ওপরে তুলে দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন। দর্শকদের উদ্দেশ্য একবার তো মাথা নুইয়ে কুর্নিশ করার ভঙ্গিতেও দেখা গেল। অনুষ্ঠান শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ নামে একটি ভিডিও পোস্ট করেছিল সান্তোস। সেখানে তুলে ধরা হয় এই ক্লাবে তাঁর শৈশবে পা রাখা, বেড়ে ওঠা ও নায়ক হয়ে ওঠার পথচলা।
সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন নেইমার। সেখানে শিকড়ে ফেরার কারণও জানিয়েছে তিনি, ‘কতক সিদ্ধান্ত থাকে, যা ফুটবলীয় চুক্তির আওতায় পড়ে না। আল হিলালে ভালোই ছিলাম। পরিবার ভালো ছিল। কিন্তু কিছু ঘটনায় সিদ্ধান্তটি নিতেই হলো। অনুশীলনে নিজেকে অসুখী লাগছিল। ফেরার সুযোগটা পেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি।’
তো ফেরার পর কেমন লাগছে? নেইমারের উত্তর, ‘এখানে পা রাখার পর থেকেই ১৭ বছর বয়সী তরুণের মতো লাগছে নিজকে। খুব ভালো লাগছে। খেলার জন্য মুখিয়ে আছি।’
গত নভেম্বরে আল হিলালের হয়ে খেলার সময় চোট পাওয়ার পর আর মাঠে নামে হয়নি তাঁর। তো প্রিয় ক্লাব সান্তোসে কখন শুরু তাঁর নতুন অধ্যায়ের শুরু হবে তা এই মুহূর্তে বলা কঠিন। সংবাদ সম্মেলনেই নেইমার জানিয়েছেন, আগে চেয়ে শারীরিকভাবে ভালো থাকলেও এখনো শতভাগ ফিট নন তিনি। আগামী বুধবার ক্যাম্পেওনাতো পলিস্তায় বোটাফোগোর মুখোমুখি হবে সান্তোস। এই ম্যাচে স্বল্প সময়ের জন্য হলেও তাঁকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬
৩০ মিনিট আগে‘জুন বড় দুটি ম্যাচে আবার দেখা হবে’—মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা ছাড়ার আগে এমনটাই বলে যান হামজা চৌধুরী। জুনে যদিও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এর আগে ৫ জুন জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচও আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে দিনের প্রথম দুই সেশন বাংলাদেশের বোলারদের পরীক্ষা নিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। তৃতীয় সেশনের আগে থিতু হওয়া নিক ওয়েলচ গরম ও ক্র্যাম্পজনিত কারণে স্বেচ্ছায় অবসর নিতেই যেন বদলে যায় দৃশ্যপট। তাইজুল ইসলামের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে ধসে পড়ে সফরকারীদের ব্যাটিং অর্ডার। দিন শেষে ৯ উইকেটে ২২৭
১ ঘণ্টা আগে