Ajker Patrika

‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে মেসি-রোনালদোর সঙ্গী যাঁরা

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ৫১
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে মেসি-রোনালদোর সঙ্গী যাঁরা

গতকাল সোমবার রাতে ‘ফিফা দ্য বেস্ট’-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। স্বাভাবিকভাবেই তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুজনসহ মোট ১১জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এখনো জানা যায়নি এবারের ব্যালন ডি অর জয়ীর নাম। আগামী ২৯ নভেম্বর ঘোষণা আসবে এই পুরস্কারের। গুঞ্জন শোনা যাচ্ছে, সপ্তমবারের মতো পুরস্কারটি জিততে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। তবে সেই পুরস্কার ঘোষণার আগে ‘ফিফা দ্য বেস্ট’--এর সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিলেন মেসি। 

মেসি ছাড়াও পুরস্কার পাওয়ার দৌড়ে আছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো। ১১ জনের তালিকায় আছেন মেসির বর্তমান ক্লাব সতীর্থ নেইমার। এ ছাড়া ফরাসি তারকা করিম বেনজেমা, বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কি ও লিভারপুল তারকা মোহামেদ সালাহর মতো তারকারা আছেন এ তালিকায়। 

গত বছরের ৮ অক্টোবর থেকে এ বছরের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় রেখে এই তালিকায় জায়গা পেয়েছেন তাঁরা। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানে জানা যাবে, কে পাচ্ছেন ফিফা দ্য বেস্ট পুরস্কার। 

‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা: 

লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি), নেইমার (ব্রাজিল/পিএসজি), করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/ম্যানচেস্টার ইউনাইটেড), আর্লিং হালান্ড (নরওয়ে/বরুশিয়া ডর্টমুন্ড), জর্জিনিয়ো (ইতালি/চেলসি), এনগোলো কান্তে (ফ্রান্স/চেলসি), রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি) ও মোহামেদ সালাহ (মিশর/লিভারপুল)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত