রেফারির সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক বরাবরই সাপে-নেউলে। খেলোয়াড়দের প্রায়ই রেফারিকে নিয়ে কিংবা রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। এমন পরিস্থিতিতে রেফারির সঙ্গে খেলোয়াড়ের প্রেম বেশ অস্বাভাবিক ঘটনাই বটে। তাও আবার সেই খেলোয়াড় লাল কার্ড দেখার পর! অবাক করার মতো হলেও এমনটা ঘটেছে নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় বিভাগে।
ডাচ ফুটবল লিগের চতুর্থ রেফারি শোনা শুখরুলা সম্প্রতি ফুটবলার জেফ হার্ডেভেল্ডের সঙ্গে প্রেমের ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই আলোচনায় এই দুজন। তবে শুনতে মধুর হলেও এই দুজনের প্রথম দেখাটা খানিকটা অস্বাভাবিকই ছিল।
ডাচ দ্বিতীয় বিভাগে এফসি ইমেন ও এফসি আইন্দোভেনের ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছিলেন শোনা। সেই ম্যাচে ইমেনের হয়ে খেলছিলেন হার্ডেভেল্ড। তবে আইন্দোভেনের বিপক্ষে ইমেনের ১-০ গোলে সেই হারা ম্যাচে হার্ডেভেল্ডের বিপদ আরও বাড়ে লাল কার্ড দেখে।
তবে সেই কার্ডই হার্ডেভেল্ডের জীবনে শাপে বর হয়ে এসেছে। কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ার সময়ই প্রথম তাঁর সঙ্গে দেখা হয় রেফারি শোনার। সেই দেখাতেই একে অপরকে মনে ধরে যায়। আর পরে তা গড়িয়েছে প্রেম পর্যন্ত। সম্প্রতি নিজেদের যুগল ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা স্বীকারও করেছেন শোনা ও হার্ডেভেল্ড।
রেফারির সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক বরাবরই সাপে-নেউলে। খেলোয়াড়দের প্রায়ই রেফারিকে নিয়ে কিংবা রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। এমন পরিস্থিতিতে রেফারির সঙ্গে খেলোয়াড়ের প্রেম বেশ অস্বাভাবিক ঘটনাই বটে। তাও আবার সেই খেলোয়াড় লাল কার্ড দেখার পর! অবাক করার মতো হলেও এমনটা ঘটেছে নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় বিভাগে।
ডাচ ফুটবল লিগের চতুর্থ রেফারি শোনা শুখরুলা সম্প্রতি ফুটবলার জেফ হার্ডেভেল্ডের সঙ্গে প্রেমের ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই আলোচনায় এই দুজন। তবে শুনতে মধুর হলেও এই দুজনের প্রথম দেখাটা খানিকটা অস্বাভাবিকই ছিল।
ডাচ দ্বিতীয় বিভাগে এফসি ইমেন ও এফসি আইন্দোভেনের ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছিলেন শোনা। সেই ম্যাচে ইমেনের হয়ে খেলছিলেন হার্ডেভেল্ড। তবে আইন্দোভেনের বিপক্ষে ইমেনের ১-০ গোলে সেই হারা ম্যাচে হার্ডেভেল্ডের বিপদ আরও বাড়ে লাল কার্ড দেখে।
তবে সেই কার্ডই হার্ডেভেল্ডের জীবনে শাপে বর হয়ে এসেছে। কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ার সময়ই প্রথম তাঁর সঙ্গে দেখা হয় রেফারি শোনার। সেই দেখাতেই একে অপরকে মনে ধরে যায়। আর পরে তা গড়িয়েছে প্রেম পর্যন্ত। সম্প্রতি নিজেদের যুগল ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা স্বীকারও করেছেন শোনা ও হার্ডেভেল্ড।
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
৫ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৮ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৮ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৯ ঘণ্টা আগে