Ajker Patrika

প্রিমিয়ার লিগের অবৈধ স্ট্রিমিংয়ে শতকোটি টাকা জালিয়াতি

আপডেট : ৩১ মে ২০২৩, ১৭: ৪৫
প্রিমিয়ার লিগের অবৈধ স্ট্রিমিংয়ে শতকোটি টাকা জালিয়াতি

বড় টুর্নামেন্ট চলার সময় লাইভ স্ট্রিমিংয়ে খেলা দেখানোর ঘটনা নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমে ঢুঁ মারলেই দেখা যায়, নাম না জানা অনেক সাইটে লাইভ স্ট্রিমিংয়ে এসব ম্যাচ চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ অবৈধ স্ট্রিমিং করে প্রায় শতকোটি টাকা জালিয়াতি করেছে এক চক্র। 

মঙ্গলবার এ ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছে। সম্মিলিতভাবে এই পাঁচজনকে দেওয়া হয়েছে ৩০ বছর ৭ মাসের জেল। চেস্টারফিল্ড জাস্টিস সেন্টারে এই রায় দেওয়া হয়েছে। পাঁচজনের বিরুদ্ধে জালিয়াতি, মানি লন্ডারিং ও আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। 

ফ্ললেস, শেয়ারড ভিপিএস, অপটিমাল (কসমিক নামেও পরিচিত) পাঁচ বছর এই তিন সাইট অবৈধভাবে স্ট্রিমিং করে এসেছিল। এই সাইটগুলো আয় করেছে ৭০ লাখ পাউন্ডের বেশি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৯৩ কোটি টাকা। পাঁচজনকে শাস্তির রায় দেওয়ার পর প্রিমিয়ার লিগের জেনারেল কাউন্সেল কেভিন প্লাম্ব বলেন, ‘এই রায় আমরা দিয়েছি খুব কঠিন এক অপারেশনের মাধ্যমে। এই প্রসিকিউশন জালিয়াতি এবং আরও বড় অপরাধের মধ্যে বিশাল বড় যোগসূত্রের প্রমাণ পেয়ে গেছে। প্রিমিয়ার লিগের অধিকাংশ ভক্ত ভালোমতো খেলা দেখতে পারছেন। সেখানে তাঁরা এমন বিপজ্জনক অপরাধে যুক্ত ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত