আল নাসরের হয়ে দুর্দান্ত শুরুর পরও সময়টা বড্ড খারাপ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সর্বশেষ তিন ম্যাচে গোলহীন তিনি। সৌদি প্রো লিগে দুটি ম্যাচের সঙ্গে গতকাল কিংস কাপেও গোল করতে পারেননি পর্তুগিজ অধিনায়ক।
সঙ্গে রোনালদোর দলও টানা তিন ম্যাচ জয়হীন। এক ম্যাচ ড্র করলেও সর্বশেষ দুই ম্যাচেই পরাজয়ের হতাশায় ডুবতে হলো তাঁদের। আল হিলালের কাছে লিগে হারলেও দুঃখটা কম ছিল। কিন্তু গতকাল কিংস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসর।
আল ভেওদার বিপক্ষে ১-০ গোলে হেরেছে আল নাসর। ম্যাচে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে জয় এনে দিয়েছেন জ্যাঁ-দাবিদ বিওগুয়েল। ম্যাচের ২৩ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। তাঁর করা সেই গোল পরে আর শোধ দিতে পারেনি আল নাসর। এমনকি বিরতির পর ৫৩ মিনিটে ১০ জনের আল ভেওদাকে বাগে পেয়েও জয়, দূরে থাক, গোলই শোধ দিতে পারেননি রোনালদোরা।
কিংস কাপের বিদায়ে রোনালদোর মৌসুম শিরোপা ছাড়াই শেষ হতে পারে। লিগে এক ম্যাচ বেশি খেলেও আল ইত্তিহাদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে তাঁরা। ২৪ ম্যাচে তাঁদের পয়েন্ট ৫৩। অন্যদিকে ২৩ ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ৫৬। ম্যাচ বাকি রয়েছে আর ৬টি। লিগ চ্যাম্পিয়ন হতে হলে নিজেদের ম্যাচ তো জিততে হবেই, সঙ্গে শীর্ষে থাকাদের পরাজয়ও কামনা করতে হবে। অন্যথায় শিরোপা ছাড়াই দলের মতো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে মৌসুম শেষ করতে হবে।
আল নাসরের হয়ে দুর্দান্ত শুরুর পরও সময়টা বড্ড খারাপ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সর্বশেষ তিন ম্যাচে গোলহীন তিনি। সৌদি প্রো লিগে দুটি ম্যাচের সঙ্গে গতকাল কিংস কাপেও গোল করতে পারেননি পর্তুগিজ অধিনায়ক।
সঙ্গে রোনালদোর দলও টানা তিন ম্যাচ জয়হীন। এক ম্যাচ ড্র করলেও সর্বশেষ দুই ম্যাচেই পরাজয়ের হতাশায় ডুবতে হলো তাঁদের। আল হিলালের কাছে লিগে হারলেও দুঃখটা কম ছিল। কিন্তু গতকাল কিংস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসর।
আল ভেওদার বিপক্ষে ১-০ গোলে হেরেছে আল নাসর। ম্যাচে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে জয় এনে দিয়েছেন জ্যাঁ-দাবিদ বিওগুয়েল। ম্যাচের ২৩ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। তাঁর করা সেই গোল পরে আর শোধ দিতে পারেনি আল নাসর। এমনকি বিরতির পর ৫৩ মিনিটে ১০ জনের আল ভেওদাকে বাগে পেয়েও জয়, দূরে থাক, গোলই শোধ দিতে পারেননি রোনালদোরা।
কিংস কাপের বিদায়ে রোনালদোর মৌসুম শিরোপা ছাড়াই শেষ হতে পারে। লিগে এক ম্যাচ বেশি খেলেও আল ইত্তিহাদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে তাঁরা। ২৪ ম্যাচে তাঁদের পয়েন্ট ৫৩। অন্যদিকে ২৩ ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ৫৬। ম্যাচ বাকি রয়েছে আর ৬টি। লিগ চ্যাম্পিয়ন হতে হলে নিজেদের ম্যাচ তো জিততে হবেই, সঙ্গে শীর্ষে থাকাদের পরাজয়ও কামনা করতে হবে। অন্যথায় শিরোপা ছাড়াই দলের মতো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে মৌসুম শেষ করতে হবে।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
২ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগে