Ajker Patrika

দানি আলভেজের বিরুদ্ধে নাইটক্লাবে নারী নির্যাতনের অভিযোগ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৭
Thumbnail image

বার্সেলোনায় ছুটি কাটাতে এসে এক ভয়ংকর ঘটনা ঘটালেন দানি আলভেজ। নাইটক্লাবে এক নারীকে নির্যাতন করে ফেঁসে গেলেন তিনি। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের বিরুদ্ধে এখন চলছে পুলিশি তদন্ত।

আলভেজের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনার কথা জানিয়েছে এবিসি স্পেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, গত পরশু বার্সেলোনার সাটন নাইটক্লাবে গিয়েছিলেন আলভেজ। নারীর অন্তর্বাসে আলভেজ তাঁর হাত রেখেছিলেন এবং ঘটনাটা সেই নারী তাঁর বন্ধুদের জানিয়েছিলেন। এরপর সেই নারীর মেডিকেল টেস্ট করা হয় এবং এজেন্টরা তাঁর বক্তব্য নিয়েছিলেন। এমনকি ডিস্কোর একজনও নির্যাতনের ঘটনায় সাক্ষ্য দিয়েছিলেন। আর এজেন্টরা আসার আগেই আলভেজ ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন।

ঘটনায় ভুক্তভোগী নারী খুব ভয় পেয়েছিলেন। বন্ধুরা মিলে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন এবং কাতালান পুলিশকে খবর দেন। ঘটনার বয়ান দিতে ভুক্তভোগী এবং তার বন্ধুরা পুলিশ স্টেশনে যান। মামলা দায়েরও করতে বলা হয়েছে আলভেজের বিরুদ্ধে।

ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৫ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৬ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত