Ajker Patrika

৫ বছর পর দিবালার ম্যাচ জেতানো হ্যাটট্রিক 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৪৯
৫ বছর পর দিবালার ম্যাচ জেতানো হ্যাটট্রিক 

জুভেন্টাস ছেড়ে ২০২২ সালে রোমায় এসে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন পাওলো দিবালা। সময়ের সঙ্গে সঙ্গে রোমান গ্ল্যাডিয়েটরদেরও একজন হয়ে উঠেছেন। গত রাতে আর্জেন্টাইন ফরোয়ার্ড দুর্দান্ত হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন রোমাকে। নিজেদের মাঠে স্তাদিও অলিম্পিকোতে ড্যানিয়েল ডি রসির দলও ৩-২ গোলে হারিয়েছে তোরিনোকে। 

রোমার হয়ে প্রথম হ্যাটট্রিক পেলেন দিবালা। ৪২ মিনিটে পেনাল্টি থেকে নিজের ম্যাচের প্রথম গোলটি করেন ৩০ বছর বয়সী তারকা। দুই মিনিট পর দুভান জাপাতা সমতায় ফেরান তোরিনোকে। ৫৭ মিনিটে আবারও রোমাকে এগিয়ে দেন দিবালা। ১২ মিনিট পর বদলি নামা রোমেলু লুকাকুর পাস থেকে পূরণ করেন হ্যাটট্রিক। 

তার পরও শেষ মুহূর্তে এসে পয়েন্ট হারাতে বসেছিল রোমা। ৮৬ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তবে বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তোরিনো। এই জয়ে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সিরি আর এ মৌসুমে ষষ্ঠ স্থানে রোমা। ৩৬ পয়েন্ট নিয়ে দশে তোরিনো। 

দুই সপ্তাহ আগে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের বিপক্ষে সান সিরোতে ৪-২ গোলে হারের পর আর মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়নি ডি রসির শিষ্যদের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচে পেল ৩ জয়। আর দিবালা তাঁর ক্যারিয়ারের সপ্তম হ্যাটট্রিক পেলেন প্রায় পাঁচ বছর পর। আর্জেন্টাইন তারকার আগের হ্যাটট্রিকটি ছিল ২০১৮ সালের অক্টোবরে, জুভদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত