বেচারা ডেভিড দি হিয়ার অনুভূতিটা আঁচ করতে পারলে সহানুভূতি জানাবেন যে কেউ! তাঁকে ফাঁকি দিয়ে বারবার বল জড়াচ্ছে জালে, আর কুড়িয়ে আনছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক। এ কথাটুকুই ম্যাচের ফল বোঝার জন্য যথেষ্ট।
ঠিকই ধরেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডের মহা মর্যাদার ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানইউকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।
ওল্ড ট্রাফোর্ডে আজ হ্যাটট্রিক করেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহ। সেটিও মাত্র ১৭ মিনিটের ব্যবধানে। অন্য দুই গোল নাবি কেইটা ও দিয়োগো জোতার।
দুর্দান্ত এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল লিভারপুল, সাতে নেমে গেল ম্যানইউ। ৯ ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলের পয়েন্ট ২১। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ২২।
ম্যাচের পঞ্চম মিনিটেই সালাহর অ্যাসিস্ট থেকে কেইটা গোল করলে এগিয়ে যায় লিভারপুল। ১৩ মিনিটে ব্যবধান বাড়ান জোতা। কদিন আগে আতালান্তার বিপক্ষে এভাবেই দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছিল রোনালদোর ম্যানইউ। কিন্তু আজ যেন তাঁকে খুঁজেই পাওয়া গেল না!
রোনালদোর নিষ্প্রভ থাকার দিনে জোড়া গোলের ধাক্কাও আর কাটিয়ে উঠতে পারেনি ম্যানইউ। ওলে গুনার সুলশারের দলের ভঙ্গুর ডিফেন্সের সুযোগ নিয়ে তাদের সর্ষে ফুল দেখিয়ে দেন সালাহ। ফর্মের তুঙ্গে থাকা এ স্ট্রাইকার ‘চোখের পলকে’ করে ফেলেন জোড়া গোল। তাতে হালি পূরণ করে বিরতিতে যায় লিভারপুল।
বিরতি থেকে ফিরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন সালাহ। পাঁচ গোল খেয়ে হুঁশ ফেরে সুলশার শিষ্যদের। ৫২ মিনিটে জালের দেখা পান রোনালদো। কিন্তু বিধি বাম! অফসাইডে বাতিল হয় সেটি।
৬০ মিনিটে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে পল পগবার লাল কার্ড দেখে মাঠ ছাড়া। কেইটা বাজেভাবে ফাউল করেন পগবা। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিএআরের সহায়তায় মাঠ ছাড়া করেন ফরাসি তারকাকে।
তবে প্রথম ঘণ্টার উত্তাপটা আর শেষ আধ ঘণ্টায় দেখা যায়নি। লিভারপুল ম্যাচ জেতে ওই পাঁচ গোলেই। সেটাই বা কম কী! এই পাঁচ গোল হজম করতেই যে ম্যানইউয়ের অনেক সময় লেগে যাবে।
বেচারা ডেভিড দি হিয়ার অনুভূতিটা আঁচ করতে পারলে সহানুভূতি জানাবেন যে কেউ! তাঁকে ফাঁকি দিয়ে বারবার বল জড়াচ্ছে জালে, আর কুড়িয়ে আনছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক। এ কথাটুকুই ম্যাচের ফল বোঝার জন্য যথেষ্ট।
ঠিকই ধরেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডের মহা মর্যাদার ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানইউকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।
ওল্ড ট্রাফোর্ডে আজ হ্যাটট্রিক করেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহ। সেটিও মাত্র ১৭ মিনিটের ব্যবধানে। অন্য দুই গোল নাবি কেইটা ও দিয়োগো জোতার।
দুর্দান্ত এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল লিভারপুল, সাতে নেমে গেল ম্যানইউ। ৯ ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলের পয়েন্ট ২১। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ২২।
ম্যাচের পঞ্চম মিনিটেই সালাহর অ্যাসিস্ট থেকে কেইটা গোল করলে এগিয়ে যায় লিভারপুল। ১৩ মিনিটে ব্যবধান বাড়ান জোতা। কদিন আগে আতালান্তার বিপক্ষে এভাবেই দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছিল রোনালদোর ম্যানইউ। কিন্তু আজ যেন তাঁকে খুঁজেই পাওয়া গেল না!
রোনালদোর নিষ্প্রভ থাকার দিনে জোড়া গোলের ধাক্কাও আর কাটিয়ে উঠতে পারেনি ম্যানইউ। ওলে গুনার সুলশারের দলের ভঙ্গুর ডিফেন্সের সুযোগ নিয়ে তাদের সর্ষে ফুল দেখিয়ে দেন সালাহ। ফর্মের তুঙ্গে থাকা এ স্ট্রাইকার ‘চোখের পলকে’ করে ফেলেন জোড়া গোল। তাতে হালি পূরণ করে বিরতিতে যায় লিভারপুল।
বিরতি থেকে ফিরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন সালাহ। পাঁচ গোল খেয়ে হুঁশ ফেরে সুলশার শিষ্যদের। ৫২ মিনিটে জালের দেখা পান রোনালদো। কিন্তু বিধি বাম! অফসাইডে বাতিল হয় সেটি।
৬০ মিনিটে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে পল পগবার লাল কার্ড দেখে মাঠ ছাড়া। কেইটা বাজেভাবে ফাউল করেন পগবা। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিএআরের সহায়তায় মাঠ ছাড়া করেন ফরাসি তারকাকে।
তবে প্রথম ঘণ্টার উত্তাপটা আর শেষ আধ ঘণ্টায় দেখা যায়নি। লিভারপুল ম্যাচ জেতে ওই পাঁচ গোলেই। সেটাই বা কম কী! এই পাঁচ গোল হজম করতেই যে ম্যানইউয়ের অনেক সময় লেগে যাবে।
ফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে
১২ মিনিট আগেমুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
১ ঘণ্টা আগেসিলেটের আকাশে আজ সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা। অবিরাম বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় নির্ধারিত সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু করা যায়নি। মুষলধারায় সিলেটে আজ যে বৃষ্টি হচ্ছে...
২ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
২ ঘণ্টা আগে