নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনায় রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। বিশেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাঁর শেষ মুহূর্তে বাংলাদেশকে পেনাল্টি না দেওয়াতে সমালোচনার শিকার হয়েছেন তিনি। রেফারি ও তাঁর স্ত্রী ফেসবুক প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন।
জাতীয় স্টেডিয়ামে পরশু বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সের মধ্যে সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করার পর পেনাল্টির আবেদন করা হয়েছে। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি দায়পুয়াত। সামাজিক মাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা থেকে দায়পুয়াত ও তাঁর স্ত্রী কেসা রুথ দুজনের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটাই তিক্ত পর্যায়ে চলে যায় যে রেফারি ও তাঁর স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন। দায়পুয়াত, রুথ দুজনের ফেসবুক আইডিতে গেলে দুজনের প্রোফাইলে লক দেখা যায়। অনলাইনে ভক্ত-সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত এমনটা করেছেন রেফারি ও তাঁর স্ত্রী।
রেফারির বিতর্কিত কাণ্ড পরশু যে ম্যাচে হয়েছে, সেই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ ছিল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সম্ভাব্য পেনাল্টিটা পায়নি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকেরা তখন ২-১ গোলে পিছিয়ে। এরপর শেষভাগে এসে হামজা চৌধুরী, তারিক কাজী গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই ফাহামিদুল ইসলাম, হামজা ও শমিতদের।
আরও পড়ুন:
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনায় রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। বিশেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাঁর শেষ মুহূর্তে বাংলাদেশকে পেনাল্টি না দেওয়াতে সমালোচনার শিকার হয়েছেন তিনি। রেফারি ও তাঁর স্ত্রী ফেসবুক প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন।
জাতীয় স্টেডিয়ামে পরশু বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সের মধ্যে সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করার পর পেনাল্টির আবেদন করা হয়েছে। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি দায়পুয়াত। সামাজিক মাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা থেকে দায়পুয়াত ও তাঁর স্ত্রী কেসা রুথ দুজনের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটাই তিক্ত পর্যায়ে চলে যায় যে রেফারি ও তাঁর স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন। দায়পুয়াত, রুথ দুজনের ফেসবুক আইডিতে গেলে দুজনের প্রোফাইলে লক দেখা যায়। অনলাইনে ভক্ত-সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত এমনটা করেছেন রেফারি ও তাঁর স্ত্রী।
রেফারির বিতর্কিত কাণ্ড পরশু যে ম্যাচে হয়েছে, সেই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ ছিল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সম্ভাব্য পেনাল্টিটা পায়নি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকেরা তখন ২-১ গোলে পিছিয়ে। এরপর শেষভাগে এসে হামজা চৌধুরী, তারিক কাজী গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই ফাহামিদুল ইসলাম, হামজা ও শমিতদের।
আরও পড়ুন:
এইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরি আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১ মিনিট আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
৩৩ মিনিট আগেমাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
২ ঘণ্টা আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৪ ঘণ্টা আগে