Ajker Patrika

ঘরের মাঠে এবার কেন খেলতে পারবে না আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ এবার ঘরের মাঠে খেলতে পারবে না আর্জেন্টিনা। ছবি:  এএফপি
বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ এবার ঘরের মাঠে খেলতে পারবে না আর্জেন্টিনা। ছবি: এএফপি

আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কতটা উন্মাদনা থাকে, সেটা বোঝা যাচ্ছে গত কয়েক বছর ধরেই। বিশ্বের যে স্টেডিয়ামেই তাদের খেলা হোক না কেন, গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ। ঘরের মাঠে সেই উন্মাদনা থাকে অকল্পনীয়।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৯ নভেম্বর আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। আর্জেন্টিনার ঘরের মাঠ বলে পরিচিত এল মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। বাছাইপর্বের আর্জেন্টিনা-পেরু ম্যাচটি হবে লা বম্বনেরায়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, ৩০ নভেম্বর এস্তাদিও মাস মনুমেন্তালে হবে কোপা লিবার্তোদোরেসের ফাইনাল। সেজন্য মাঠ প্রস্তুত করার ব্যাপার রয়েছে। এ কারণে বোকা জুনিয়রস ক্লাবের ঘরের মাঠ লা বম্বনেরায় হবে আর্জেন্টিনা-পেরু ম্যাচ।

এ মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি প্যারাগুয়ের রাজধানী শহর আসুনসিয়নের এস্তাদিও ডিফেন্সরেস দেল ক্যাচো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর আর্জেন্টিনা-পেরু ম্যাচটি দেখতেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভোরে উঠতে হবে। লা বম্বনেরায় বাংলাদেশ সময় ২০ নভেম্বর সকাল ৬টায় শুরু হবে লিওনেল মেসিদের ম্যাচটি।

২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে ধ্রুপদী ফাইনাল জিতে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে আর্জেন্টিনা। শিরোপা রক্ষার মিশনে নামা আলবিসেলেস্তেরা বাছাইপর্বেও খেলছে দুর্দান্ত। ২২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আকাশী নীলরা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তিন ও চারে থাকা উরুগুয়ে, ব্রাজিল দুই দলেরই সমান ১৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। এই চারটি দলই খেলবে ১০টি করে ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত