ক্রীড়া ডেস্ক
ছন্দ ফিরে পেয়েছেন এনগালো কান্তে। চেলসি পেয়েছে রেকর্ড গড়া এক জয়। চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচ ধরে ব্লুজদের জালে বল জড়াতে পারে না প্রতিপক্ষ। দুর্দান্ত এক দল নিয়ে রীতিমতো উড়ছেন টমাস টুখেল। এমন সুখের মাঝেও বুকে হালকা ব্যথা জার্মান কোচের।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল রাতে দারুণ এক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি প্রতিপক্ষ লিলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে টুখেলের দল।
ম্যাচের মাত্র ৮ মিনিটে হাকিম জিয়েখের কর্নার থেকে হেড কাই হাভার্টজের গোলে এগিয়ে যাওয়া স্বাগতিকদের। ৬৩ মিনিটে ব্যবধানটা বড় ক্রিশ্চিয়ান পুলিসিচ বুঝিয়েছেন, রোমেলু লুকাকুর ছায়ায় আর পড়ে থাকতে চান না তিনি।
চেলসির আক্রমণে যখন ব্যতিব্যস্ত লিলে গোলরক্ষক লিও জারদিম, তখন অন্য প্রান্তে বলার মতো কোনো পরীক্ষাই দিতে হয়নি স্বাগতিক গোলরক্ষক এডুয়ার্ডো মেন্দির। পোস্টের নিচে সেনেগালিজ গোলরক্ষক এখন যেন এক অভেদ্য দুর্গ। প্রথম ইংলিশ দল হিসেবে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে কোনো গোল খায়নি চেলসি। ইউরোপ-সেরার লড়াইয়ে ১৮ ম্যাচের ১৪টিতেই প্রতিপক্ষকে নিজের জালে জড়াতে দেননি মেন্দি।
ফরোয়ার্ডরা গোল জিতিয়েছেন, গোলরক্ষকও আছেন দারুণ ফর্মে। কিন্তু ম্যাচ জয়ের কৃতিত্বটা সব কান্তেকে দিয়েছেন কোচ টুখেল। মাত্রই চোট থেকে সেরে ওঠা ফরাসি মিডফিল্ডার গতকালের ম্যাচে খেলেছেন শুরু থেকেই। নেমেই গড়ে দিয়েছেন ব্যবধান। টুখেল তাই বলতে বাধ্য হলেন, ‘কান্তেই ব্যবধান গড়েছে। চোটের কারণে সে আগের ম্যাচে স্বচ্ছন্দে ছিল না। আজ (গতকাল) মনে হচ্ছে ছন্দটা ফিরে এসেছে।’
জয় পাওয়ার ম্যাচেও চেলসির জন্য আছে দুঃসংবাদ। একই ম্যাচে চোটে পড়েছেন হাকিম জিয়েখ ও মাতেও কোভাচিচ। আগামী রোববার লিগ কাপের ফাইনালে দুজনেই এখন অনিশ্চিত। চোটে থাকা কোভাচিচকে ৫১ মিনিট পর্যন্ত খেলিয়ে নিজেই পুড়ছেন টুখেল, ‘আমার উচিত ছিল মাতেওকে প্রথমার্ধেই তুলে নেওয়া। হাকিমের কী অবস্থা সেটা এখনো নিশ্চিত করে জানি না। আশা করি সে রোববারের আগে সুস্থ হয়ে যাবে।’
কাল আরেক ম্যাচে মাত্র ৩২ সেকেন্ডে এগিয়ে যাওয়ার পরও ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পায়নি জুভেন্টাস। স্প্যানিশ প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে জুভরা।
ছন্দ ফিরে পেয়েছেন এনগালো কান্তে। চেলসি পেয়েছে রেকর্ড গড়া এক জয়। চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচ ধরে ব্লুজদের জালে বল জড়াতে পারে না প্রতিপক্ষ। দুর্দান্ত এক দল নিয়ে রীতিমতো উড়ছেন টমাস টুখেল। এমন সুখের মাঝেও বুকে হালকা ব্যথা জার্মান কোচের।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল রাতে দারুণ এক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি প্রতিপক্ষ লিলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে টুখেলের দল।
ম্যাচের মাত্র ৮ মিনিটে হাকিম জিয়েখের কর্নার থেকে হেড কাই হাভার্টজের গোলে এগিয়ে যাওয়া স্বাগতিকদের। ৬৩ মিনিটে ব্যবধানটা বড় ক্রিশ্চিয়ান পুলিসিচ বুঝিয়েছেন, রোমেলু লুকাকুর ছায়ায় আর পড়ে থাকতে চান না তিনি।
চেলসির আক্রমণে যখন ব্যতিব্যস্ত লিলে গোলরক্ষক লিও জারদিম, তখন অন্য প্রান্তে বলার মতো কোনো পরীক্ষাই দিতে হয়নি স্বাগতিক গোলরক্ষক এডুয়ার্ডো মেন্দির। পোস্টের নিচে সেনেগালিজ গোলরক্ষক এখন যেন এক অভেদ্য দুর্গ। প্রথম ইংলিশ দল হিসেবে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে কোনো গোল খায়নি চেলসি। ইউরোপ-সেরার লড়াইয়ে ১৮ ম্যাচের ১৪টিতেই প্রতিপক্ষকে নিজের জালে জড়াতে দেননি মেন্দি।
ফরোয়ার্ডরা গোল জিতিয়েছেন, গোলরক্ষকও আছেন দারুণ ফর্মে। কিন্তু ম্যাচ জয়ের কৃতিত্বটা সব কান্তেকে দিয়েছেন কোচ টুখেল। মাত্রই চোট থেকে সেরে ওঠা ফরাসি মিডফিল্ডার গতকালের ম্যাচে খেলেছেন শুরু থেকেই। নেমেই গড়ে দিয়েছেন ব্যবধান। টুখেল তাই বলতে বাধ্য হলেন, ‘কান্তেই ব্যবধান গড়েছে। চোটের কারণে সে আগের ম্যাচে স্বচ্ছন্দে ছিল না। আজ (গতকাল) মনে হচ্ছে ছন্দটা ফিরে এসেছে।’
জয় পাওয়ার ম্যাচেও চেলসির জন্য আছে দুঃসংবাদ। একই ম্যাচে চোটে পড়েছেন হাকিম জিয়েখ ও মাতেও কোভাচিচ। আগামী রোববার লিগ কাপের ফাইনালে দুজনেই এখন অনিশ্চিত। চোটে থাকা কোভাচিচকে ৫১ মিনিট পর্যন্ত খেলিয়ে নিজেই পুড়ছেন টুখেল, ‘আমার উচিত ছিল মাতেওকে প্রথমার্ধেই তুলে নেওয়া। হাকিমের কী অবস্থা সেটা এখনো নিশ্চিত করে জানি না। আশা করি সে রোববারের আগে সুস্থ হয়ে যাবে।’
কাল আরেক ম্যাচে মাত্র ৩২ সেকেন্ডে এগিয়ে যাওয়ার পরও ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পায়নি জুভেন্টাস। স্প্যানিশ প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে জুভরা।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
২ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৩ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৭ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৮ ঘণ্টা আগে