Ajker Patrika

এবারের মৌসুম থেকেই ছিটকে গেলেন মার্তিনেজ 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১: ৫১
এবারের মৌসুম থেকেই ছিটকে গেলেন মার্তিনেজ 

ম্যানচেস্টার ইউনাইটেডে চোটের মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। চোটে পড়ছেন একের পর এক ফুটবলার। এবার এই তালিকায় যুক্ত হলেন লিসান্দ্রো মার্তিনেজ। চোটে পড়ে এবারের মৌসুমই শেষ হয়ে গেল আর্জেন্টাইন এই ডিফেন্ডারের। 

মার্তিনেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে ম্যান ইউ। এক বিবৃতিতে ইউনাইটেড কর্তৃপক্ষ বলেছে, ‘পায়ের মেটাটারসাল হাড় ভেঙে যাওয়ায় মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবেন বলে আশা করছি। আগামী মৌসুমের শুরু থেকেই তাঁকে পাওয়া যাবে।’ 

গত পরশু ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। ম্যাচের ৮৬ মিনিটে গোড়ালির চোটে পড়েন মার্তিনেজ। তখনই চোট গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কাই সত্যি হয়ে এখন মৌসুমই শেষ আর্জেন্টাইন এই ডিফেন্ডারের। মার্তিনেজ ছাড়াও এই ম্যাচে চোট পেয়েছেন ইউনাইটেডের আরেক ফুটবলার। ৪৬ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন রাফায়েল ভারানে। ইউনাইটেডের এই ডিফেন্ডারও ছিটকে গেছেন কয়েক সপ্তাহের জন্য। 

প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ইউরোপা লিগের ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র‍্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত