Ajker Patrika

চার ম্যাচ হাতে রেখেই লিগ জিতল বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ম্যাচ শুরুর আগে এক প্রস্থ নাটক। খেলা শুরুর আগে হঠাৎ করে ছাঁটাই করা হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিককে। প্রধান কোচকে হারিয়ে মাঠেও যেন এলোপাতাড়ি শেখ জামাল। সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি বসুন্ধরা কিংসের। পয়েন্ট টেবিলে থাকা শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচ আগেই বিপিএল ফুটবলের টানা দ্বিতীয় শিরোপা ধরে রাখল বসুন্ধরা। 

শেখ জামালের বিপক্ষে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচটা ছিল বসুন্ধরা কিংসের এবারের লিগে ২০ তম ম্যাচ। ১৮ জয়, এক হার ও এক ড্রয়ে বসুন্ধরার পয়েন্ট ৫৫। দ্বিতীয় স্থানে থাকা জামালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৬। ১৯ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৩৯। আজ সন্ধ্যায় আরামবাগের বিপক্ষে আবাহনী জয় পেলে পয়েন্ট টেবিলে তিনে নেমে যাবে শেখ জামাল। 

এএফসি কাপে খেলতে ১৩ আগস্ট মালদ্বীপ যাবে বসুন্ধরা কিংস। ১২ আগস্ট লিগে একটি ম্যাচ খেলার কথা থাকলেও সেই ম্যাচ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৮ আগস্ট এএফসি কাপে খেলতে নামবে বসুন্ধরা কিংস। 

পয়েন্ট টেবিলের সেরা দুই দলের খেলায় আজ শুরু থেকেই ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচের ১৪ মিনিটেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর জোবে ও বসুন্ধরার ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। 

উত্তেজনা কমতেই এগিয়ে যায় বসুন্ধরা। ২১ মিনিটে মাঝমাঠ থেকে ব্রাজিলিয়ান সতীর্থ জোনাথন ফার্নান্দেজের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ২৫ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান রবসন রবিনহো। 

প্রধান কোচ মানিকের পাশাপাশি জামাল এই ম্যাচে পায়নি উজবেক মিডফিল্ডার জোনোভ ওতাবেককেও। এ কারণে খুব বেশি সুবিধা করতে পারেন দলটি। ৩৯ মিনিটে সোলোমন কিংয়ের দূর পাল্লার শট বার ঘেঁষে চলে যায় বাইরে। 

৬২ মিনিটে বসুন্ধরাকে দ্বিতীয় গোলটি এনে দেন আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। বিশ্বনাথের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট জাল খুঁজে পেলে শিরোপা তখনই নিশ্চিত হয়ে যায় বসুন্ধরা কিংসের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত