Ajker Patrika

ভুল করে পার পেলেন না ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারি 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্ল্যাসিকো’ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। চিলির হারে ড্র দিয়েই অবশ্য কাতার বিশ্বকাপ নিশ্চিত করে আর্জেন্টিনা। আর ব্রাজিল তো আগেই কাতারের টিকিট কেটে ফেলেছে। গতকালের সেই ম্যাচের ফল ছাপিয়ে তাই আলোচনায় ছিল রেফারিং। বাজে রেফারিংয়ের দায়ে বড় শাস্তিই পেতে হলো ওই ম্যাচের অনফিল্ড রেফারি ও ভিডিও রেফারিকে। 

ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্ত দিয়েছিলেন উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনিয়া ভার্গাস ও ভিএআর সহকারী এস্তেবান অস্তোহিচ। এ কারণে অনির্দিষ্টকালের জন্য তাঁদের দুজনকে নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির ইচ্ছাকৃত কনুইয়ের গুঁতোয় মারাত্মক আঘাত পান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। রক্তও ঝরেছে রাফিনহার মুখ থেকে। এরপরও শাস্তি পেতে হয়নি ওতামেন্দিকে। এমন বড় ভুল করায় শাস্তি পেতে হলো ম্যাচের দায়িত্বে থাকা দুই রেফারিকে। 

মাঠে ম্যাচ রেফারি ও ভিডিও রেফারির ভূমিকার চুলচেরা বিশ্লেষণ করেছে কনমেবল। এরপর এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, ‘প্রধান রেফারি আন্দ্রেস কুনিয়া ভার্গাস এবং ভিএআরের দায়িত্বে থাকা এস্তেবান এস্তেবান অস্তোহিচের পারফরম্যান্স আমরা বিশ্লেষণ করেছি। সবকিছু বিবেচনা করে আমাদের মনে হয়েছে দুজন অনেক বড় ভুল করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত