Ajker Patrika

‘গ্রাহাম পটার অনেক হয়েছে’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮: ৩২
Thumbnail image

সবকিছু নতুন করে সাজালেও পুরোনো ফর্মেই আছে চেলসি। কোনো টুর্নামেন্টেই তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাজে ফর্মে আছে ক্লাবটি। এমন পারফরম্যান্সে সমর্থকদের সঙ্গে খেপেছেন ফ্রাঙ্ক লেবোউফও। তিনি কোচ গ্রাহাম পটারকে খোঁচা দিয়ে জানিয়েছেন, সে অনেক করেছে।

এফএ কাপ থেকে গতকাল ম্যানসিটির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর ইএসপিএনকে এমনটি জানিয়েছেন লেবোউফ। দলটির হয়ে ২০১ ম্যাচ খেলা সাবেক এই তারকা বলেছেন, ‘জনাব, পটার অনেক হয়েছে। এখন দলটির কিছু পরিবর্তন করা উচিত। আমি যে ক্লাবকে চিনি, সেটা এটা নয়। ইউরোপের চ্যাম্পিয়ন হতে তুমি অনেক দূরে আছ।’

সবশেষ ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে চেলসি। ব্লুজরা সমর্থকদের খুশি করতে পারছেন না বলেও জানিয়েছেন লেবোউফ। ৫৪ বছর বয়সী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘যা দেখছি তা নিয়ে খুবই হতাশ। আমার মনে হয় এটি সত্যিই অসম্মানজনক। সমর্থকদের গর্ব করার মতো কোনো কিছুই তারা করেনি। এর জন্য তাদের লড়াই করতে হবে।’

ক্লাবের এমন টালমাটাল সময় আর কখনো দেখেননি বলে জানিয়েছেন লেবোউফ। সঙ্গে বর্তমান খেলোয়াড়েরা যে ক্লাবের প্রতি দায়বদ্ধ নয়, সেটিও জানিয়েছেন তিনি। ক্লাবটির হয়ে দুবার এফএ কাপ জয়ী ফুটবলার বলেছেন, ‘চেলসির এমন খারাপ সময় কখনো দেখিনি। খেলোয়াড়দের কোনো ইচ্ছা নেই। তাদের কোনো সাহস নেই। ক্লাবটির হয়ে লড়াই করার কোনো মনোবল নেই। এমনকি কোনো গর্বও নেই।’

এফএ কাপে গতকাল ছিটকে যাওয়ার সময় সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনেছেন পটার। তাঁকে খোঁচা দেওয়ার সময় দলটির সমর্থকেরা সাবেক কোচ টমাস টুখেলকে আবারও ফিরিয়ে আনার গানও ধরেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত