ক্রীড়া ডেস্ক
সবকিছু নতুন করে সাজালেও পুরোনো ফর্মেই আছে চেলসি। কোনো টুর্নামেন্টেই তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাজে ফর্মে আছে ক্লাবটি। এমন পারফরম্যান্সে সমর্থকদের সঙ্গে খেপেছেন ফ্রাঙ্ক লেবোউফও। তিনি কোচ গ্রাহাম পটারকে খোঁচা দিয়ে জানিয়েছেন, সে অনেক করেছে।
এফএ কাপ থেকে গতকাল ম্যানসিটির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর ইএসপিএনকে এমনটি জানিয়েছেন লেবোউফ। দলটির হয়ে ২০১ ম্যাচ খেলা সাবেক এই তারকা বলেছেন, ‘জনাব, পটার অনেক হয়েছে। এখন দলটির কিছু পরিবর্তন করা উচিত। আমি যে ক্লাবকে চিনি, সেটা এটা নয়। ইউরোপের চ্যাম্পিয়ন হতে তুমি অনেক দূরে আছ।’
সবশেষ ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে চেলসি। ব্লুজরা সমর্থকদের খুশি করতে পারছেন না বলেও জানিয়েছেন লেবোউফ। ৫৪ বছর বয়সী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘যা দেখছি তা নিয়ে খুবই হতাশ। আমার মনে হয় এটি সত্যিই অসম্মানজনক। সমর্থকদের গর্ব করার মতো কোনো কিছুই তারা করেনি। এর জন্য তাদের লড়াই করতে হবে।’
ক্লাবের এমন টালমাটাল সময় আর কখনো দেখেননি বলে জানিয়েছেন লেবোউফ। সঙ্গে বর্তমান খেলোয়াড়েরা যে ক্লাবের প্রতি দায়বদ্ধ নয়, সেটিও জানিয়েছেন তিনি। ক্লাবটির হয়ে দুবার এফএ কাপ জয়ী ফুটবলার বলেছেন, ‘চেলসির এমন খারাপ সময় কখনো দেখিনি। খেলোয়াড়দের কোনো ইচ্ছা নেই। তাদের কোনো সাহস নেই। ক্লাবটির হয়ে লড়াই করার কোনো মনোবল নেই। এমনকি কোনো গর্বও নেই।’
এফএ কাপে গতকাল ছিটকে যাওয়ার সময় সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনেছেন পটার। তাঁকে খোঁচা দেওয়ার সময় দলটির সমর্থকেরা সাবেক কোচ টমাস টুখেলকে আবারও ফিরিয়ে আনার গানও ধরেছিলেন।
সবকিছু নতুন করে সাজালেও পুরোনো ফর্মেই আছে চেলসি। কোনো টুর্নামেন্টেই তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাজে ফর্মে আছে ক্লাবটি। এমন পারফরম্যান্সে সমর্থকদের সঙ্গে খেপেছেন ফ্রাঙ্ক লেবোউফও। তিনি কোচ গ্রাহাম পটারকে খোঁচা দিয়ে জানিয়েছেন, সে অনেক করেছে।
এফএ কাপ থেকে গতকাল ম্যানসিটির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর ইএসপিএনকে এমনটি জানিয়েছেন লেবোউফ। দলটির হয়ে ২০১ ম্যাচ খেলা সাবেক এই তারকা বলেছেন, ‘জনাব, পটার অনেক হয়েছে। এখন দলটির কিছু পরিবর্তন করা উচিত। আমি যে ক্লাবকে চিনি, সেটা এটা নয়। ইউরোপের চ্যাম্পিয়ন হতে তুমি অনেক দূরে আছ।’
সবশেষ ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে চেলসি। ব্লুজরা সমর্থকদের খুশি করতে পারছেন না বলেও জানিয়েছেন লেবোউফ। ৫৪ বছর বয়সী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘যা দেখছি তা নিয়ে খুবই হতাশ। আমার মনে হয় এটি সত্যিই অসম্মানজনক। সমর্থকদের গর্ব করার মতো কোনো কিছুই তারা করেনি। এর জন্য তাদের লড়াই করতে হবে।’
ক্লাবের এমন টালমাটাল সময় আর কখনো দেখেননি বলে জানিয়েছেন লেবোউফ। সঙ্গে বর্তমান খেলোয়াড়েরা যে ক্লাবের প্রতি দায়বদ্ধ নয়, সেটিও জানিয়েছেন তিনি। ক্লাবটির হয়ে দুবার এফএ কাপ জয়ী ফুটবলার বলেছেন, ‘চেলসির এমন খারাপ সময় কখনো দেখিনি। খেলোয়াড়দের কোনো ইচ্ছা নেই। তাদের কোনো সাহস নেই। ক্লাবটির হয়ে লড়াই করার কোনো মনোবল নেই। এমনকি কোনো গর্বও নেই।’
এফএ কাপে গতকাল ছিটকে যাওয়ার সময় সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনেছেন পটার। তাঁকে খোঁচা দেওয়ার সময় দলটির সমর্থকেরা সাবেক কোচ টমাস টুখেলকে আবারও ফিরিয়ে আনার গানও ধরেছিলেন।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৪ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৪০ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগে