ইতালির বিপক্ষে হেরে সেমিফাইনালে থেমে গেছে স্পেনের ইউরো অভিযান। হারলেও দুর্দান্ত এক ম্যাচই উপহার দিয়েছে লুইস এনরিকের দল। তবে ম্যাচে এবারও আলোচিত চরিত্র আলভারো মোরাতা। পিছিয়ে পড়া স্পেনকে ম্যাচে ফেরাতে প্রয়োজনীয় সময়ে যে মোরাতা স্পেনের ত্রাতা হয়েছিলেন, সেই মোরাতাই পেনাল্টি শুটআউটে এমন ভুল করলেন, ভক্ত–সমর্থকেরা তাঁকে নিয়ে ব্যঙ্গ করে বলছেন, ‘মোরাতা ত্রাতা, মোরাতাই যা তা!’
এবারের ইউরোয় মোরাতাকে প্রায় প্রতি ম্যাচেই বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে গোলের সহজ সুযোগ হাতছাড়া করে শুনেছেন দর্শকেদের দুয়োধ্বনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে দর্শকদের তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন। তার পরিবার ও সন্তানকে নিয়েও শুনতে হয়েছে দর্শকদের কুরুচিকর মন্তব্য। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর অতিরিক্ত সময়ে গোল করে সমালোচনার জবাব দিয়েছিলেন। কাল ইটালির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একবার নায়ক হয়েও শেষ মুহূর্তের ভুলে খলনায়ক হয়ে গেলেন!
এ দিন লুইস এনরিকের শুরুর একাদশে ছিলেন না মোরাতা। ম্যাচের শুরু থেকেই বল দখলে দাপট ছিল স্পেনের। তবে ফিনিশিংয়ের অভাবে কাজের কাজ হচ্ছিল না। ম্যাচের ৬০ মিনিটে উল্টো গোল হজম করে স্পেন। গোল হজমের পরই অন্য রূপে দেখা দেয় এনরিকের দল। গোলের খোঁজে ফেরেন তোরেসকে তুলে নিলে নামান মোরাতাকে। ৮০ মিনিটে ডি–বক্সের বাইরে থেকে চোখধাঁধানো বুলেট গতির এক শটে স্পেনকে ম্যাচে ফেরান মোরাতা।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। গোলের দেখা মেলেনি এই ৩০ মিনিটেও। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকে। আবারও দৃশ্যপটে সেই আলভারো মোরাতা। পেনাল্টির চতুর্থ শট জালে জড়াতে ব্যর্থ স্প্যানিশ এই ফরোয়ার্ড। এই মিসেই স্বপ্ন শেষ স্পেনের! যে মোরাতা স্পেনকে ম্যাচে ফিরিয়েছিলেন, সেই মোরাতায় স্পেন ডুবল শেষ মুহূর্তে।
ইতালির বিপক্ষে হেরে সেমিফাইনালে থেমে গেছে স্পেনের ইউরো অভিযান। হারলেও দুর্দান্ত এক ম্যাচই উপহার দিয়েছে লুইস এনরিকের দল। তবে ম্যাচে এবারও আলোচিত চরিত্র আলভারো মোরাতা। পিছিয়ে পড়া স্পেনকে ম্যাচে ফেরাতে প্রয়োজনীয় সময়ে যে মোরাতা স্পেনের ত্রাতা হয়েছিলেন, সেই মোরাতাই পেনাল্টি শুটআউটে এমন ভুল করলেন, ভক্ত–সমর্থকেরা তাঁকে নিয়ে ব্যঙ্গ করে বলছেন, ‘মোরাতা ত্রাতা, মোরাতাই যা তা!’
এবারের ইউরোয় মোরাতাকে প্রায় প্রতি ম্যাচেই বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে গোলের সহজ সুযোগ হাতছাড়া করে শুনেছেন দর্শকেদের দুয়োধ্বনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে দর্শকদের তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন। তার পরিবার ও সন্তানকে নিয়েও শুনতে হয়েছে দর্শকদের কুরুচিকর মন্তব্য। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর অতিরিক্ত সময়ে গোল করে সমালোচনার জবাব দিয়েছিলেন। কাল ইটালির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একবার নায়ক হয়েও শেষ মুহূর্তের ভুলে খলনায়ক হয়ে গেলেন!
এ দিন লুইস এনরিকের শুরুর একাদশে ছিলেন না মোরাতা। ম্যাচের শুরু থেকেই বল দখলে দাপট ছিল স্পেনের। তবে ফিনিশিংয়ের অভাবে কাজের কাজ হচ্ছিল না। ম্যাচের ৬০ মিনিটে উল্টো গোল হজম করে স্পেন। গোল হজমের পরই অন্য রূপে দেখা দেয় এনরিকের দল। গোলের খোঁজে ফেরেন তোরেসকে তুলে নিলে নামান মোরাতাকে। ৮০ মিনিটে ডি–বক্সের বাইরে থেকে চোখধাঁধানো বুলেট গতির এক শটে স্পেনকে ম্যাচে ফেরান মোরাতা।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। গোলের দেখা মেলেনি এই ৩০ মিনিটেও। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকে। আবারও দৃশ্যপটে সেই আলভারো মোরাতা। পেনাল্টির চতুর্থ শট জালে জড়াতে ব্যর্থ স্প্যানিশ এই ফরোয়ার্ড। এই মিসেই স্বপ্ন শেষ স্পেনের! যে মোরাতা স্পেনকে ম্যাচে ফিরিয়েছিলেন, সেই মোরাতায় স্পেন ডুবল শেষ মুহূর্তে।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে