ক্রীড়া ডেস্ক
দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় থাকা লিওনেল মেসি পিএসজির ম্যাচ তো বটে, কোনো অনুশীলনেও নেই। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে তলানির দল ত্রয়ীজের বিপক্ষে তাদেরই মাঠে ৩-১ গোলে পিএসজি পিএসজি। এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার আরও কাছে চলে এসেছে ফরাসি জায়ান্টরা।
তবে গত রাতে লিগ ওয়ানে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি উপহার হয়েছে গ্রুপামা স্টেডিয়ামে। স্বাগতিক লিওঁ বনাম মঁপেলিয়েরের ম্যাচে। দুই দলের দুই খেলোয়াড় কেবল হ্যাটট্রিকই করেননি, লিঁওর ফরাসি ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজাত্তে এবং মঁপেলিয়েরের আরেক ফরাসি তারকা এলি ওয়াহি গোল করেছেন সমান চারটি করে। এমন কীর্তি গড়ার পরও ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। রোমাঞ্চকর ম্যাচটিতে মঁপেলিয়ের হেরেছে ৫-৪ গোলে।
৩১ মিনিটে লাকাজাত্তের গোলে এগিয়ে যায় লিওঁ। এরপর ৫৯ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবেক আর্সেনাল তারকা। তাঁর তিনটি গোলেই অ্যাসিস্ট করেছেন আরেক ফরাসি ফরোয়ার্ড ব্রাডলি বার্সোলা। শুরুতে পিছিয়ে পড়লেও মঁপেলিয়েরকে পরে তিনি গোলে এগিয়ে দেন ওয়াহি। ৪০ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৪১ ও ৫৩ মিনিটে হ্যাটট্রিক করে বসেন তিনি। তাঁর তৃতীয় গোলটি পেনাল্টি থেকে। দুই মিনিট পর পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোলে দলের ব্যবধানটা করেন ৪-১। ওয়াহির প্রথম ও চতুর্থ গোলে অ্যাসিস্ট করেন জোরিস শোটার্ড।
তিন গোলে পিছিয়ে পড়ারও পরও হাল ছাড়েনি লিওঁ। ৫৯ ও ৮২ মিনিটে দুই গোলের পর দলের লাকাজাত্তে দলের জয়সূচক গোলটি করেন অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে, পেনাল্টি থেকে। যোগ করা অষ্টম মিনিটে প্রতিপক্ষের বিপদসীমায় লাকাজাত্তে ফাউলের শিকার হলে ভিএআর দেখে লিওঁকে পেনাল্টি উপহার দেন রেফারি। এর দুই মিনিট পর সফল স্পট কিকে দলকে জয় এনে দেন ফরাসি তারকা।
তার আগে ৭০ মিনিটে মেশেন্স শাকুয়েরেতের পাস থেকে লিওঁকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান তারকা দেয়ান লভরেন। তিনি ছাড়া ম্যাচের গোল থেকে অ্যাসিস্ট সব করেছেন ফরাসিরা। যার মধ্যে একমাত্র লাকাজেত্তেরই আছে ফ্রান্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা।
এমন রোমাঞ্চকর জয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিওঁ। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। ৪৩ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে মঁপেলিয়ের।
দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় থাকা লিওনেল মেসি পিএসজির ম্যাচ তো বটে, কোনো অনুশীলনেও নেই। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে তলানির দল ত্রয়ীজের বিপক্ষে তাদেরই মাঠে ৩-১ গোলে পিএসজি পিএসজি। এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার আরও কাছে চলে এসেছে ফরাসি জায়ান্টরা।
তবে গত রাতে লিগ ওয়ানে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি উপহার হয়েছে গ্রুপামা স্টেডিয়ামে। স্বাগতিক লিওঁ বনাম মঁপেলিয়েরের ম্যাচে। দুই দলের দুই খেলোয়াড় কেবল হ্যাটট্রিকই করেননি, লিঁওর ফরাসি ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজাত্তে এবং মঁপেলিয়েরের আরেক ফরাসি তারকা এলি ওয়াহি গোল করেছেন সমান চারটি করে। এমন কীর্তি গড়ার পরও ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। রোমাঞ্চকর ম্যাচটিতে মঁপেলিয়ের হেরেছে ৫-৪ গোলে।
৩১ মিনিটে লাকাজাত্তের গোলে এগিয়ে যায় লিওঁ। এরপর ৫৯ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবেক আর্সেনাল তারকা। তাঁর তিনটি গোলেই অ্যাসিস্ট করেছেন আরেক ফরাসি ফরোয়ার্ড ব্রাডলি বার্সোলা। শুরুতে পিছিয়ে পড়লেও মঁপেলিয়েরকে পরে তিনি গোলে এগিয়ে দেন ওয়াহি। ৪০ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৪১ ও ৫৩ মিনিটে হ্যাটট্রিক করে বসেন তিনি। তাঁর তৃতীয় গোলটি পেনাল্টি থেকে। দুই মিনিট পর পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোলে দলের ব্যবধানটা করেন ৪-১। ওয়াহির প্রথম ও চতুর্থ গোলে অ্যাসিস্ট করেন জোরিস শোটার্ড।
তিন গোলে পিছিয়ে পড়ারও পরও হাল ছাড়েনি লিওঁ। ৫৯ ও ৮২ মিনিটে দুই গোলের পর দলের লাকাজাত্তে দলের জয়সূচক গোলটি করেন অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে, পেনাল্টি থেকে। যোগ করা অষ্টম মিনিটে প্রতিপক্ষের বিপদসীমায় লাকাজাত্তে ফাউলের শিকার হলে ভিএআর দেখে লিওঁকে পেনাল্টি উপহার দেন রেফারি। এর দুই মিনিট পর সফল স্পট কিকে দলকে জয় এনে দেন ফরাসি তারকা।
তার আগে ৭০ মিনিটে মেশেন্স শাকুয়েরেতের পাস থেকে লিওঁকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান তারকা দেয়ান লভরেন। তিনি ছাড়া ম্যাচের গোল থেকে অ্যাসিস্ট সব করেছেন ফরাসিরা। যার মধ্যে একমাত্র লাকাজেত্তেরই আছে ফ্রান্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা।
এমন রোমাঞ্চকর জয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিওঁ। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। ৪৩ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে মঁপেলিয়ের।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
১৮ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে