আল নাসরের বাঁচা মরার ম্যাচ মানেই যেন ক্রিস্টিয়ানো রোনালদো-গতকাল তা আবারও প্রমাণ হয়েছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করেছেন তিনি। রাজা ক্লাব অ্যাথলেটিককে ৩-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে আল নাসর। দল সেমিতে ওঠায় খুশি রোনালদো।
প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রথম গোলই করেছেন রোনালদো। ১৯ মিনিটে সাদিও মানের দূরপাল্লার শট রিসিভ করেন তালিসকা। এরপর ডি বক্সে তালিসকা পাস দিয়েছেন রোনালদোকে। পর্তুগিজ এই ফরোয়ার্ড ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। ২৯ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেন সুলতান আল ঘান্নাম। আর দলের তৃতীয় গোল ৩৮ মিনিটে করেন সেকো ফোফানা। ৪১ মিনিটে ম্যাচের চতুর্থ গোলও করে আল নাসর। তবে এবার আত্মঘাতী গোল করেছেন আব্দুল্লাহ মাদু। দ্বিতীয়ার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। ৩-১ গোলের জয় পায় আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘সেমি ফাইনালে উঠে গেছি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালোই লাগছে।’
এর আগে গত বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সি গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। ১-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরকে ৮৭ মিনিটে সমতায় ফেরান রোনালদো। ১-১ গোলে ড্র হওয়ায় আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। রোনালদোর এই গোলটি ছিল আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ তম গোল। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ ১৭ গোল করেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।
আল নাসরের বাঁচা মরার ম্যাচ মানেই যেন ক্রিস্টিয়ানো রোনালদো-গতকাল তা আবারও প্রমাণ হয়েছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করেছেন তিনি। রাজা ক্লাব অ্যাথলেটিককে ৩-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে আল নাসর। দল সেমিতে ওঠায় খুশি রোনালদো।
প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রথম গোলই করেছেন রোনালদো। ১৯ মিনিটে সাদিও মানের দূরপাল্লার শট রিসিভ করেন তালিসকা। এরপর ডি বক্সে তালিসকা পাস দিয়েছেন রোনালদোকে। পর্তুগিজ এই ফরোয়ার্ড ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। ২৯ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেন সুলতান আল ঘান্নাম। আর দলের তৃতীয় গোল ৩৮ মিনিটে করেন সেকো ফোফানা। ৪১ মিনিটে ম্যাচের চতুর্থ গোলও করে আল নাসর। তবে এবার আত্মঘাতী গোল করেছেন আব্দুল্লাহ মাদু। দ্বিতীয়ার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। ৩-১ গোলের জয় পায় আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘সেমি ফাইনালে উঠে গেছি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালোই লাগছে।’
এর আগে গত বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সি গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। ১-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরকে ৮৭ মিনিটে সমতায় ফেরান রোনালদো। ১-১ গোলে ড্র হওয়ায় আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। রোনালদোর এই গোলটি ছিল আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ তম গোল। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ ১৭ গোল করেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে