আল নাসরের বাঁচা মরার ম্যাচ মানেই যেন ক্রিস্টিয়ানো রোনালদো-গতকাল তা আবারও প্রমাণ হয়েছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করেছেন তিনি। রাজা ক্লাব অ্যাথলেটিককে ৩-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে আল নাসর। দল সেমিতে ওঠায় খুশি রোনালদো।
প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রথম গোলই করেছেন রোনালদো। ১৯ মিনিটে সাদিও মানের দূরপাল্লার শট রিসিভ করেন তালিসকা। এরপর ডি বক্সে তালিসকা পাস দিয়েছেন রোনালদোকে। পর্তুগিজ এই ফরোয়ার্ড ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। ২৯ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেন সুলতান আল ঘান্নাম। আর দলের তৃতীয় গোল ৩৮ মিনিটে করেন সেকো ফোফানা। ৪১ মিনিটে ম্যাচের চতুর্থ গোলও করে আল নাসর। তবে এবার আত্মঘাতী গোল করেছেন আব্দুল্লাহ মাদু। দ্বিতীয়ার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। ৩-১ গোলের জয় পায় আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘সেমি ফাইনালে উঠে গেছি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালোই লাগছে।’
এর আগে গত বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সি গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। ১-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরকে ৮৭ মিনিটে সমতায় ফেরান রোনালদো। ১-১ গোলে ড্র হওয়ায় আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। রোনালদোর এই গোলটি ছিল আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ তম গোল। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ ১৭ গোল করেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।
আল নাসরের বাঁচা মরার ম্যাচ মানেই যেন ক্রিস্টিয়ানো রোনালদো-গতকাল তা আবারও প্রমাণ হয়েছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করেছেন তিনি। রাজা ক্লাব অ্যাথলেটিককে ৩-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে আল নাসর। দল সেমিতে ওঠায় খুশি রোনালদো।
প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রথম গোলই করেছেন রোনালদো। ১৯ মিনিটে সাদিও মানের দূরপাল্লার শট রিসিভ করেন তালিসকা। এরপর ডি বক্সে তালিসকা পাস দিয়েছেন রোনালদোকে। পর্তুগিজ এই ফরোয়ার্ড ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। ২৯ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেন সুলতান আল ঘান্নাম। আর দলের তৃতীয় গোল ৩৮ মিনিটে করেন সেকো ফোফানা। ৪১ মিনিটে ম্যাচের চতুর্থ গোলও করে আল নাসর। তবে এবার আত্মঘাতী গোল করেছেন আব্দুল্লাহ মাদু। দ্বিতীয়ার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। ৩-১ গোলের জয় পায় আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘সেমি ফাইনালে উঠে গেছি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালোই লাগছে।’
এর আগে গত বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সি গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। ১-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরকে ৮৭ মিনিটে সমতায় ফেরান রোনালদো। ১-১ গোলে ড্র হওয়ায় আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। রোনালদোর এই গোলটি ছিল আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ তম গোল। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ ১৭ গোল করেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
২ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
২ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৩ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৪ ঘণ্টা আগে