ঢাকা: ১৪০০-১৭০০—তিন শতকের রেনেসাঁ বদলে দিয়েছিল ইতালির শিল্প সাহিত্যের জগৎ। যার প্রভাব এড়াতে পারেনি বিশ্বের অন্যান্য দেশও। বিশেষ করে চিত্রকলার জগতে ব্যাপক ওলট–পালট হয় এই নবজাগরণে। এবারের ইউরোতে তেমনই এক রেনেসাঁর অপেক্ষায় ইতালির ফুটবল। যদিও কিছুটা ভিন্ন অর্থে। যে মিশনে সবচেয়ে বড় লক্ষ্য হারানো গৌরব পুনরুদ্ধার। ২০১৮ বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ ঘোচানোর বিষয়টা তো রয়েছেই।
২০১৮ সালে ইতালির ফুটবল ছেয়ে গিয়েছিল কালো মেঘে। ৬০ বছর পর বিশ্বকাপে দর্শকের ভূমিকায় থাকতে হয়েছিল আজ্জুরিদের। চার বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ খেলতে না পারাটা ছিল সেবারের সবচেয়ে বড় অঘটন। সেসব দুঃস্মৃতি পেছনে ফেলে এখন নতুন দিনের শুরুতে চোখ রাখছে ১৯৬৮ সালের ইউরো চ্যাম্পিয়নরা।
গত তিন বছরে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে ইতালি। রবার্তো মানচিনির অধীনে সাম্প্রতিক সময়ে খেলেছে দারুণ ফুটবলও। এখন ইউরোর মতো বড় মঞ্চে সেটি ধরে রাখার অপেক্ষা। আজ রোমের অলিম্পিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ তুরস্ক।
২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত ২৭ ম্যাচ অপরাজিত ইতালি। ইউরো প্রস্তুতি ম্যাচে চেক রিপাবলিককে ৪-০ গোলে উড়িয়ে আরেকবার নিজেদের শক্তির প্রমাণও দিয়েছে তারা। একসময় রক্ষণের জন্য বিখ্যাত ইতালি এবার আক্রমণভাগেও বেশ শক্তিশালী। চিরো ইম্মোবিলে, লরেঞ্জো ইনসিগনে ও ডোমিনিকো বেরাদিকে নিয়ে গড়া ফরোয়ার্ড লাইন গুঁড়িয়ে দিতে পারে যেকোনো শক্তিশালী রক্ষণ দুর্গ।
তুরস্কের বিপক্ষে ইতালির রেকর্ডও বেশ আশাজাগানিয়া। তুর্কিদের বিপক্ষে শেষ ১০ ম্যাচের কোনোটিতেই হারেনি তারা। ইউরোতে ইতালির প্রথম ম্যাচের রেকর্ডও দারুণ। ১৯৮০ সালের পর থেকে কেবল একবার নিজেদের প্রথম ম্যাচে হেরেছে তারা। ২০০৮ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল ব্লুজ শিবির।
তুরস্কের শক্তিমত্তা অজানা নয় ইতালি কোচ মানচিনিরও, ‘তুরস্ক বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তারা কৌশলগত ও শারীরিক দুইভাবেই শক্তিশালী। বর্তমানে দলটি দারুণ উন্নতি করেছে। সুইজারল্যান্ড বা ওয়েলসের বিপক্ষে খেলার বিষয়টিও তাই। এই ধরনের প্রতিযোগিতায় দুর্বল দল বলে কিছু নেই।’
বড় আসরে তুরস্ক অবশ্য বরাবরই আন্ডারডগ। এবার বেশ তারুণ্যদীপ্ত দল নিয়ে খেলতে এসেছে তারা। বড় ম্যাচে জয়ের অভিজ্ঞতাও দলটির রয়েছে। তুরস্কের কোচ সুনেল গুনেস বলেন, ‘প্রথম ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় কিংবা ড্র গ্রুপে চমক তৈরি করতে পারে। প্রথম ম্যাচেই আমরা শক্তি দেখাতে চাই।’
ঢাকা: ১৪০০-১৭০০—তিন শতকের রেনেসাঁ বদলে দিয়েছিল ইতালির শিল্প সাহিত্যের জগৎ। যার প্রভাব এড়াতে পারেনি বিশ্বের অন্যান্য দেশও। বিশেষ করে চিত্রকলার জগতে ব্যাপক ওলট–পালট হয় এই নবজাগরণে। এবারের ইউরোতে তেমনই এক রেনেসাঁর অপেক্ষায় ইতালির ফুটবল। যদিও কিছুটা ভিন্ন অর্থে। যে মিশনে সবচেয়ে বড় লক্ষ্য হারানো গৌরব পুনরুদ্ধার। ২০১৮ বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ ঘোচানোর বিষয়টা তো রয়েছেই।
২০১৮ সালে ইতালির ফুটবল ছেয়ে গিয়েছিল কালো মেঘে। ৬০ বছর পর বিশ্বকাপে দর্শকের ভূমিকায় থাকতে হয়েছিল আজ্জুরিদের। চার বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ খেলতে না পারাটা ছিল সেবারের সবচেয়ে বড় অঘটন। সেসব দুঃস্মৃতি পেছনে ফেলে এখন নতুন দিনের শুরুতে চোখ রাখছে ১৯৬৮ সালের ইউরো চ্যাম্পিয়নরা।
গত তিন বছরে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে ইতালি। রবার্তো মানচিনির অধীনে সাম্প্রতিক সময়ে খেলেছে দারুণ ফুটবলও। এখন ইউরোর মতো বড় মঞ্চে সেটি ধরে রাখার অপেক্ষা। আজ রোমের অলিম্পিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ তুরস্ক।
২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত ২৭ ম্যাচ অপরাজিত ইতালি। ইউরো প্রস্তুতি ম্যাচে চেক রিপাবলিককে ৪-০ গোলে উড়িয়ে আরেকবার নিজেদের শক্তির প্রমাণও দিয়েছে তারা। একসময় রক্ষণের জন্য বিখ্যাত ইতালি এবার আক্রমণভাগেও বেশ শক্তিশালী। চিরো ইম্মোবিলে, লরেঞ্জো ইনসিগনে ও ডোমিনিকো বেরাদিকে নিয়ে গড়া ফরোয়ার্ড লাইন গুঁড়িয়ে দিতে পারে যেকোনো শক্তিশালী রক্ষণ দুর্গ।
তুরস্কের বিপক্ষে ইতালির রেকর্ডও বেশ আশাজাগানিয়া। তুর্কিদের বিপক্ষে শেষ ১০ ম্যাচের কোনোটিতেই হারেনি তারা। ইউরোতে ইতালির প্রথম ম্যাচের রেকর্ডও দারুণ। ১৯৮০ সালের পর থেকে কেবল একবার নিজেদের প্রথম ম্যাচে হেরেছে তারা। ২০০৮ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল ব্লুজ শিবির।
তুরস্কের শক্তিমত্তা অজানা নয় ইতালি কোচ মানচিনিরও, ‘তুরস্ক বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তারা কৌশলগত ও শারীরিক দুইভাবেই শক্তিশালী। বর্তমানে দলটি দারুণ উন্নতি করেছে। সুইজারল্যান্ড বা ওয়েলসের বিপক্ষে খেলার বিষয়টিও তাই। এই ধরনের প্রতিযোগিতায় দুর্বল দল বলে কিছু নেই।’
বড় আসরে তুরস্ক অবশ্য বরাবরই আন্ডারডগ। এবার বেশ তারুণ্যদীপ্ত দল নিয়ে খেলতে এসেছে তারা। বড় ম্যাচে জয়ের অভিজ্ঞতাও দলটির রয়েছে। তুরস্কের কোচ সুনেল গুনেস বলেন, ‘প্রথম ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় কিংবা ড্র গ্রুপে চমক তৈরি করতে পারে। প্রথম ম্যাচেই আমরা শক্তি দেখাতে চাই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৫ মিনিট আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
৪৩ মিনিট আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
১ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২ ঘণ্টা আগে