ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে স্পেনের মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা ইতালি। অনেক ফুটবল বিশ্লেষক এ ম্যাচে স্পেনের চেয়ে ইতালিকেই এগিয়ে রাখছেন। সেই দলে আছেন এএস রোমার কোচ জোসে মরিনিও। এই পর্তুগিজ কোচ মনে করেন, সেমিফাইনালের লড়াইয়ে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ইতালি।
মরিনিও তাঁর কোচিং ক্যারিয়ারে স্পেন ও ইতালিতে বেশির ভাগ সময় কাটিয়েছেন। এ দুটো দলকে তিনি খুব ভালো করেই চেনেন। সেই অভিজ্ঞতার নিরিখে ইতালিকে এগিয়ে রেখে মরিনিও বলেছেন, ‘স্পিনাৎসোলাকে হারানো ইতালির জন্য একটু চিন্তার বটে। তারপরও এই ইতালি অনেক আত্মবিশ্বাসী। স্পিনাৎসোলার সঙ্গে কথা বলে বুঝলাম, তারা কতটা আত্মবিশ্বাসী। ইতালি যে এই ইউরোতেই ভালো করছে তা নয়। তারা আরও আগে থেকেই ভালো খেলছে। স্পেন দলটা ইতালির মতো অত শক্তিশালী নয়।’
তারপরও ইতালি-স্পেন সেমিফাইনাল ম্যাচ জমজমাট হবে বলে আশা করছেন মরিনিও। তিনি আরও বলেছেন, ‘স্পেনে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সেমিফাইনালটা অনেক জমজমাট হবে।’
রবার্তো মানচিনির অধীনে ইতালি দল রীতিমতো উড়ছে। এখন পর্যন্ত টানা ৩২ ম্যাচ অপরাজিত আজ্জুরিরা। সর্বশেষ ২০১৮ উয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে হেরেছিলেন মানচিনির শিষ্যরা।
ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে স্পেনের মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা ইতালি। অনেক ফুটবল বিশ্লেষক এ ম্যাচে স্পেনের চেয়ে ইতালিকেই এগিয়ে রাখছেন। সেই দলে আছেন এএস রোমার কোচ জোসে মরিনিও। এই পর্তুগিজ কোচ মনে করেন, সেমিফাইনালের লড়াইয়ে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ইতালি।
মরিনিও তাঁর কোচিং ক্যারিয়ারে স্পেন ও ইতালিতে বেশির ভাগ সময় কাটিয়েছেন। এ দুটো দলকে তিনি খুব ভালো করেই চেনেন। সেই অভিজ্ঞতার নিরিখে ইতালিকে এগিয়ে রেখে মরিনিও বলেছেন, ‘স্পিনাৎসোলাকে হারানো ইতালির জন্য একটু চিন্তার বটে। তারপরও এই ইতালি অনেক আত্মবিশ্বাসী। স্পিনাৎসোলার সঙ্গে কথা বলে বুঝলাম, তারা কতটা আত্মবিশ্বাসী। ইতালি যে এই ইউরোতেই ভালো করছে তা নয়। তারা আরও আগে থেকেই ভালো খেলছে। স্পেন দলটা ইতালির মতো অত শক্তিশালী নয়।’
তারপরও ইতালি-স্পেন সেমিফাইনাল ম্যাচ জমজমাট হবে বলে আশা করছেন মরিনিও। তিনি আরও বলেছেন, ‘স্পেনে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সেমিফাইনালটা অনেক জমজমাট হবে।’
রবার্তো মানচিনির অধীনে ইতালি দল রীতিমতো উড়ছে। এখন পর্যন্ত টানা ৩২ ম্যাচ অপরাজিত আজ্জুরিরা। সর্বশেষ ২০১৮ উয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে হেরেছিলেন মানচিনির শিষ্যরা।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে