Ajker Patrika

জামালকে সরিয়ে দিয়েই বড় জয় পেল সাইফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামালকে সরিয়ে দিয়েই বড় জয় পেল সাইফ

অধিনায়কের পদ হারিয়েছেন জামাল ভূঁইয়া, বিষয়টি জানা থাকলেও অপেক্ষা ছিল সাইফ স্পোর্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সাইফ স্পোর্টিং জবাবটা দিয়েছে মাঠেই। নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়ের বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি। 

প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি জামাল ভূঁইয়া। সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে। আজ পুলিশের বিপক্ষে ম্যাচে জামালের বদলে রাফির হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে সাইফ। দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। 

মুক্তিযোদ্ধা ম্যাচে জামালের না খেলা নিয়ে আছে বিতর্ক। অভিযোগ আছে আগের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছিলেন যেন পরে ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ না খেলেই ডেনমার্কে ছুটি কাঁটাতে চলে যান জামাল। তার এসব কাণ্ডে ক্ষুব্ধ সাইফ শেষ পর্যন্ত পাল্টেই ফেলেছে নেতৃত্ব। 

নতুন অধিনায়কের নেতৃত্বে আজ পুলিশকে তাদের মাঠে দাঁড়াতেই দেয়নি সাইফ। জোড়া গোল করেছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরোভ। গোল করেছেন বাকি দুই বিদেশি এমফোন সানডে ও এমেকা ওগবাঘ। খালি হাতে ফিরতে হয়নি দেশিদেরও। ৭৮ মিনিটে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮২ মিনিটে গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকেও। 

লিগে তৃতীয় জয়ে সাত থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ। এক সময় চারে থাকা পুলিশ এখন সাতে। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট এখন ১৬। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত