নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিনায়কের পদ হারিয়েছেন জামাল ভূঁইয়া, বিষয়টি জানা থাকলেও অপেক্ষা ছিল সাইফ স্পোর্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সাইফ স্পোর্টিং জবাবটা দিয়েছে মাঠেই। নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়ের বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি।
প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি জামাল ভূঁইয়া। সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে। আজ পুলিশের বিপক্ষে ম্যাচে জামালের বদলে রাফির হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে সাইফ। দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
মুক্তিযোদ্ধা ম্যাচে জামালের না খেলা নিয়ে আছে বিতর্ক। অভিযোগ আছে আগের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছিলেন যেন পরে ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ না খেলেই ডেনমার্কে ছুটি কাঁটাতে চলে যান জামাল। তার এসব কাণ্ডে ক্ষুব্ধ সাইফ শেষ পর্যন্ত পাল্টেই ফেলেছে নেতৃত্ব।
নতুন অধিনায়কের নেতৃত্বে আজ পুলিশকে তাদের মাঠে দাঁড়াতেই দেয়নি সাইফ। জোড়া গোল করেছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরোভ। গোল করেছেন বাকি দুই বিদেশি এমফোন সানডে ও এমেকা ওগবাঘ। খালি হাতে ফিরতে হয়নি দেশিদেরও। ৭৮ মিনিটে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮২ মিনিটে গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকেও।
লিগে তৃতীয় জয়ে সাত থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ। এক সময় চারে থাকা পুলিশ এখন সাতে। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট এখন ১৬।
অধিনায়কের পদ হারিয়েছেন জামাল ভূঁইয়া, বিষয়টি জানা থাকলেও অপেক্ষা ছিল সাইফ স্পোর্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সাইফ স্পোর্টিং জবাবটা দিয়েছে মাঠেই। নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়ের বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি।
প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি জামাল ভূঁইয়া। সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে। আজ পুলিশের বিপক্ষে ম্যাচে জামালের বদলে রাফির হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে সাইফ। দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
মুক্তিযোদ্ধা ম্যাচে জামালের না খেলা নিয়ে আছে বিতর্ক। অভিযোগ আছে আগের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছিলেন যেন পরে ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ না খেলেই ডেনমার্কে ছুটি কাঁটাতে চলে যান জামাল। তার এসব কাণ্ডে ক্ষুব্ধ সাইফ শেষ পর্যন্ত পাল্টেই ফেলেছে নেতৃত্ব।
নতুন অধিনায়কের নেতৃত্বে আজ পুলিশকে তাদের মাঠে দাঁড়াতেই দেয়নি সাইফ। জোড়া গোল করেছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরোভ। গোল করেছেন বাকি দুই বিদেশি এমফোন সানডে ও এমেকা ওগবাঘ। খালি হাতে ফিরতে হয়নি দেশিদেরও। ৭৮ মিনিটে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮২ মিনিটে গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকেও।
লিগে তৃতীয় জয়ে সাত থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ। এক সময় চারে থাকা পুলিশ এখন সাতে। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট এখন ১৬।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১২ মিনিট আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৩ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগে