ব্রাজিলিয়ান ফুটবলে অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়েই চলেছে।
ফেব্রুয়ারিতে গ্রেমিওর টিম বাসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হন দলটির মিডফিল্ডার মাথিয়াস ভিয়াসান্তি। সে মাসেই দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব বাহিয়ার টিম বাসে বোমা বিস্ফোরিত হয়। এতে দলটির তিন খেলোয়াড় আহত হন।
জানুয়ারিতে সাও পাওলো-পালমেইরাস ম্যাচে ছুরি নিয়ে মাঠে ঢুকে খেলোয়াড়দের আক্রমণ করেন এক দর্শক।
এবার গ্রেমিওর ফুটবলার লুকাস সিলভার মুখে মোবাইল ফোন ছুড়ে মেরেছেন প্রতিপক্ষ ইন্তারনাসিওনালের সমর্থক। গোল উদ্যাপনের সময় ঠোঁটে পান তিনি। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয় তাঁকে।
নগর প্রতিদ্বন্দ্বী ইন্তারনাসিওনালের বিপক্ষে আজ ভোরে গ্রেমিওর ৩-০ গোলে জয়ের ম্যাচে ঘটে এই ঘটনা। রাজ্য চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে প্রথম লেগের তখন ৭৩ মিনিট চলছিল। ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার সিলভা সতীর্থদের সঙ্গে তৃতীয় গোল উদ্যাপন করতে গেলে গ্যালারি থেকে ছুড়ে মারা একটি ফোন আঘাত হানে তার ঠোঁটে।
অপ্রীতিকর এ ঘটনার পরেই মাঠ থেকে তুলে নেওয়া হয় ২৯ বছর বয়সী সিলভাকে। ভিডিওতে রিয়াল মাদ্রিদ ও অলিম্পিক মার্শেইয়ের সাবেক এই ফুটবলারের ঠোঁট থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কাটা অংশের ছবি পোস্ট করেন সিলভা।
গ্রেমিও ও ইন্তারনাসিওনাল ম্যাচে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় অপ্রীতিকর ঘটনা এটি। আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে ব্রাজিলের পোর্তো আলেগ্রে রাজ্যের প্রধান দুই ক্লাব।
ব্রাজিলিয়ান ফুটবলে অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়েই চলেছে।
ফেব্রুয়ারিতে গ্রেমিওর টিম বাসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হন দলটির মিডফিল্ডার মাথিয়াস ভিয়াসান্তি। সে মাসেই দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব বাহিয়ার টিম বাসে বোমা বিস্ফোরিত হয়। এতে দলটির তিন খেলোয়াড় আহত হন।
জানুয়ারিতে সাও পাওলো-পালমেইরাস ম্যাচে ছুরি নিয়ে মাঠে ঢুকে খেলোয়াড়দের আক্রমণ করেন এক দর্শক।
এবার গ্রেমিওর ফুটবলার লুকাস সিলভার মুখে মোবাইল ফোন ছুড়ে মেরেছেন প্রতিপক্ষ ইন্তারনাসিওনালের সমর্থক। গোল উদ্যাপনের সময় ঠোঁটে পান তিনি। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয় তাঁকে।
নগর প্রতিদ্বন্দ্বী ইন্তারনাসিওনালের বিপক্ষে আজ ভোরে গ্রেমিওর ৩-০ গোলে জয়ের ম্যাচে ঘটে এই ঘটনা। রাজ্য চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে প্রথম লেগের তখন ৭৩ মিনিট চলছিল। ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার সিলভা সতীর্থদের সঙ্গে তৃতীয় গোল উদ্যাপন করতে গেলে গ্যালারি থেকে ছুড়ে মারা একটি ফোন আঘাত হানে তার ঠোঁটে।
অপ্রীতিকর এ ঘটনার পরেই মাঠ থেকে তুলে নেওয়া হয় ২৯ বছর বয়সী সিলভাকে। ভিডিওতে রিয়াল মাদ্রিদ ও অলিম্পিক মার্শেইয়ের সাবেক এই ফুটবলারের ঠোঁট থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কাটা অংশের ছবি পোস্ট করেন সিলভা।
গ্রেমিও ও ইন্তারনাসিওনাল ম্যাচে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় অপ্রীতিকর ঘটনা এটি। আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে ব্রাজিলের পোর্তো আলেগ্রে রাজ্যের প্রধান দুই ক্লাব।
বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
৫ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
৭ ঘণ্টা আগেঅপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে