Ajker Patrika

দর্শকের ছোড়া ফোনে রক্তাক্ত ব্রাজিলের ফুটবলার

দর্শকের ছোড়া ফোনে রক্তাক্ত ব্রাজিলের ফুটবলার

ব্রাজিলিয়ান ফুটবলে অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়েই চলেছে। 

ফেব্রুয়ারিতে গ্রেমিওর টিম বাসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হন দলটির মিডফিল্ডার মাথিয়াস ভিয়াসান্তি। সে মাসেই দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব বাহিয়ার টিম বাসে বোমা বিস্ফোরিত হয়। এতে দলটির তিন খেলোয়াড় আহত হন।
 
জানুয়ারিতে সাও পাওলো-পালমেইরাস ম্যাচে ছুরি নিয়ে মাঠে ঢুকে খেলোয়াড়দের আক্রমণ করেন এক দর্শক। 

এবার গ্রেমিওর ফুটবলার লুকাস সিলভার মুখে মোবাইল ফোন ছুড়ে মেরেছেন প্রতিপক্ষ ইন্তারনাসিওনালের সমর্থক। গোল উদ্‌যাপনের সময় ঠোঁটে পান তিনি। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয় তাঁকে।

নগর প্রতিদ্বন্দ্বী ইন্তারনাসিওনালের বিপক্ষে আজ ভোরে গ্রেমিওর ৩-০ গোলে জয়ের ম্যাচে ঘটে এই ঘটনা। রাজ্য চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে প্রথম লেগের তখন ৭৩ মিনিট চলছিল। ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার সিলভা সতীর্থদের সঙ্গে তৃতীয় গোল উদ্‌যাপন করতে গেলে গ্যালারি থেকে ছুড়ে মারা একটি ফোন আঘাত হানে তার ঠোঁটে।   

অপ্রীতিকর এ ঘটনার পরেই মাঠ থেকে তুলে নেওয়া হয় ২৯ বছর বয়সী সিলভাকে। ভিডিওতে রিয়াল মাদ্রিদ ও অলিম্পিক মার্শেইয়ের সাবেক এই ফুটবলারের ঠোঁট থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কাটা অংশের ছবি পোস্ট করেন সিলভা। 

গ্রেমিও ও ইন্তারনাসিওনাল ম্যাচে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় অপ্রীতিকর ঘটনা এটি। আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে ব্রাজিলের পোর্তো আলেগ্রে রাজ্যের প্রধান দুই ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত