Ajker Patrika

ইরানের মেয়েদের দলে খেলছেন ছেলে গোলরক্ষক!

ইরানের মেয়েদের দলে খেলছেন ছেলে গোলরক্ষক!

ইরান নারী ফুটবল দলের গোলরক্ষকের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে এক চিঠির মাধ্যমে এই অভিযোগ এনেছে তারা। অভিযোগে জেএফএ জানিয়েছে, ইরানের গোলরক্ষক জোহরে কুদাইয়ি ছেলে না মেয়ে সেটা নিয়ে তাদের সন্দেহ আছে। গত ৫ নভেম্বর এএফসিকে এ বিষয়টি এক চিঠিতে জানিয়েছে জেএফএ। 

চিঠিতে ইরান নারী দল নিয়ে অতীতেও লিঙ্গ ও ডোপ বিতর্কের ব্যাপার তুলে ধরে জেএফএ। বিষয়টি জানিয়ে কুদাইয়ির খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এই ব্যাপারে এএফসিকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। 

সেপ্টেম্বরে নারীদের ২০২২ এশিয়ান কাপ বাছাইপর্বে জর্ডানের মুখোমুখি হয়েছিল ইরান। টাইব্রেকারে গড়ানো ওই ম্যাচে ৪-২ গোলে জয় পায় ইরান। এই জয়ের ফলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। জর্ডানের খেলোয়াড়দের নেওয়া টাইব্রেকারের দুটি শট রুখে দেন ইরানের গোলরক্ষক কুদাইয়ি। তাঁকে নিয়ে সন্দেহ তৈরি হয় গোল দুটি ঠেকানোর পর। 

গত রবিবার জেএফএ সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন একটি চিঠি টুইটারে পোস্ট করেন। চিঠিতে কুদাইয়ির লিঙ্গ পরীক্ষার অনুরোধ জানান তিনি। ইরান নারী দলের নির্বাচক মরিয়ম ইরানদুশত অবশ্য অভিযোগটি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় দলের সব খেলোয়াড়কে ভালোভাবেই পরীক্ষা করেছে মেডিকেল দল। এমনকি খেলোয়াড়দের হরমোনও পরীক্ষা করা হয়েছে।’ 

এ বিষয়ে এএফসি কুদাইয়ির কাগজপত্র চাইলে দ্রুত সময়ের মধ্যে তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মরিয়ম ইরানদুশত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত