ইরান নারী ফুটবল দলের গোলরক্ষকের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে এক চিঠির মাধ্যমে এই অভিযোগ এনেছে তারা। অভিযোগে জেএফএ জানিয়েছে, ইরানের গোলরক্ষক জোহরে কুদাইয়ি ছেলে না মেয়ে সেটা নিয়ে তাদের সন্দেহ আছে। গত ৫ নভেম্বর এএফসিকে এ বিষয়টি এক চিঠিতে জানিয়েছে জেএফএ।
চিঠিতে ইরান নারী দল নিয়ে অতীতেও লিঙ্গ ও ডোপ বিতর্কের ব্যাপার তুলে ধরে জেএফএ। বিষয়টি জানিয়ে কুদাইয়ির খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এই ব্যাপারে এএফসিকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
সেপ্টেম্বরে নারীদের ২০২২ এশিয়ান কাপ বাছাইপর্বে জর্ডানের মুখোমুখি হয়েছিল ইরান। টাইব্রেকারে গড়ানো ওই ম্যাচে ৪-২ গোলে জয় পায় ইরান। এই জয়ের ফলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। জর্ডানের খেলোয়াড়দের নেওয়া টাইব্রেকারের দুটি শট রুখে দেন ইরানের গোলরক্ষক কুদাইয়ি। তাঁকে নিয়ে সন্দেহ তৈরি হয় গোল দুটি ঠেকানোর পর।
গত রবিবার জেএফএ সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন একটি চিঠি টুইটারে পোস্ট করেন। চিঠিতে কুদাইয়ির লিঙ্গ পরীক্ষার অনুরোধ জানান তিনি। ইরান নারী দলের নির্বাচক মরিয়ম ইরানদুশত অবশ্য অভিযোগটি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় দলের সব খেলোয়াড়কে ভালোভাবেই পরীক্ষা করেছে মেডিকেল দল। এমনকি খেলোয়াড়দের হরমোনও পরীক্ষা করা হয়েছে।’
এ বিষয়ে এএফসি কুদাইয়ির কাগজপত্র চাইলে দ্রুত সময়ের মধ্যে তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মরিয়ম ইরানদুশত।
ইরান নারী ফুটবল দলের গোলরক্ষকের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে এক চিঠির মাধ্যমে এই অভিযোগ এনেছে তারা। অভিযোগে জেএফএ জানিয়েছে, ইরানের গোলরক্ষক জোহরে কুদাইয়ি ছেলে না মেয়ে সেটা নিয়ে তাদের সন্দেহ আছে। গত ৫ নভেম্বর এএফসিকে এ বিষয়টি এক চিঠিতে জানিয়েছে জেএফএ।
চিঠিতে ইরান নারী দল নিয়ে অতীতেও লিঙ্গ ও ডোপ বিতর্কের ব্যাপার তুলে ধরে জেএফএ। বিষয়টি জানিয়ে কুদাইয়ির খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এই ব্যাপারে এএফসিকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
সেপ্টেম্বরে নারীদের ২০২২ এশিয়ান কাপ বাছাইপর্বে জর্ডানের মুখোমুখি হয়েছিল ইরান। টাইব্রেকারে গড়ানো ওই ম্যাচে ৪-২ গোলে জয় পায় ইরান। এই জয়ের ফলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। জর্ডানের খেলোয়াড়দের নেওয়া টাইব্রেকারের দুটি শট রুখে দেন ইরানের গোলরক্ষক কুদাইয়ি। তাঁকে নিয়ে সন্দেহ তৈরি হয় গোল দুটি ঠেকানোর পর।
গত রবিবার জেএফএ সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন একটি চিঠি টুইটারে পোস্ট করেন। চিঠিতে কুদাইয়ির লিঙ্গ পরীক্ষার অনুরোধ জানান তিনি। ইরান নারী দলের নির্বাচক মরিয়ম ইরানদুশত অবশ্য অভিযোগটি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় দলের সব খেলোয়াড়কে ভালোভাবেই পরীক্ষা করেছে মেডিকেল দল। এমনকি খেলোয়াড়দের হরমোনও পরীক্ষা করা হয়েছে।’
এ বিষয়ে এএফসি কুদাইয়ির কাগজপত্র চাইলে দ্রুত সময়ের মধ্যে তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মরিয়ম ইরানদুশত।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৬ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৬ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৭ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৮ ঘণ্টা আগে