অ্যানফিল্ডে গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অথৈ সাগরে হাবুডাবু খাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যান ইউ। রেড ডেভিলদের এই বিধ্বস্ত অবস্থা দেখে ‘আত্মগোপনে’ যাচ্ছেন রয় কিন।
গতকাল প্রথমার্ধে অবশ্য ভালোই খেলেছিল ম্যান ইউ। কোনো গোল করতে না পারলেও হজম করেছিল মাত্র এক গোল। ৪৩ মিনিটে গোল করেছেন লিভারপুলের লেফট উইঙ্গার কোডি গাকপো। তবে দ্বিতীয়ার্ধে বিধ্বংসী হয়ে ওঠে অলরেডরা। দ্বিতীয়ার্ধে ৬ গোল করেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। রেড ডেভিলদের বিপক্ষে ৭-০ গোলের রেকর্ড নিশ্চিত করে অলরেডরা। জোড়া গোল করেছেন গাকপো, ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। ৮৮ মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঢুকে দেন রবার্তো ফিরমিনো।
‘অন-টার্গেট’ ৮ শটের ৭টিই গোলে পরিণত করে অলরেডরা। অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য বরাবর মাত্র ৪টি শট করে রেড ডেভিলরা।
ম্যান ইউর এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ রয় কিন। স্কাই স্পোর্টসকে এই ফুটবল বিশেষজ্ঞ বলেন, ‘যদি ৬-০ অথবা ৭-০ গোলে হেরে যাই, আমি কয়েক মাস আত্মগোপনে যাব। এটা ভীষণ লজ্জার। সিনিয়র খেলোয়াড়েরা লজ্জিত। নেতৃত্বের দক্ষতা কেউই দেখাতে পারেনি। তারা যেভাবে গোল হজম করেছে, সত্যিই হতাশাজনক। ইউনাইটেডের জন্য কঠিন দিন এটা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এমন বিধ্বস্ত ম্যান ইউনাইটেডের হয়ে আমাকে খেলতে হয়নি।’
৭-০ গোলের জয়ে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এসেছে লিভারপুল। চার নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট ৪৫। নিউক্যাসল ও স্পার্সরা খেলেছে ২৬ ম্যাচ। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ইউনাইটেড।
অ্যানফিল্ডে গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অথৈ সাগরে হাবুডাবু খাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যান ইউ। রেড ডেভিলদের এই বিধ্বস্ত অবস্থা দেখে ‘আত্মগোপনে’ যাচ্ছেন রয় কিন।
গতকাল প্রথমার্ধে অবশ্য ভালোই খেলেছিল ম্যান ইউ। কোনো গোল করতে না পারলেও হজম করেছিল মাত্র এক গোল। ৪৩ মিনিটে গোল করেছেন লিভারপুলের লেফট উইঙ্গার কোডি গাকপো। তবে দ্বিতীয়ার্ধে বিধ্বংসী হয়ে ওঠে অলরেডরা। দ্বিতীয়ার্ধে ৬ গোল করেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। রেড ডেভিলদের বিপক্ষে ৭-০ গোলের রেকর্ড নিশ্চিত করে অলরেডরা। জোড়া গোল করেছেন গাকপো, ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। ৮৮ মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঢুকে দেন রবার্তো ফিরমিনো।
‘অন-টার্গেট’ ৮ শটের ৭টিই গোলে পরিণত করে অলরেডরা। অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য বরাবর মাত্র ৪টি শট করে রেড ডেভিলরা।
ম্যান ইউর এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ রয় কিন। স্কাই স্পোর্টসকে এই ফুটবল বিশেষজ্ঞ বলেন, ‘যদি ৬-০ অথবা ৭-০ গোলে হেরে যাই, আমি কয়েক মাস আত্মগোপনে যাব। এটা ভীষণ লজ্জার। সিনিয়র খেলোয়াড়েরা লজ্জিত। নেতৃত্বের দক্ষতা কেউই দেখাতে পারেনি। তারা যেভাবে গোল হজম করেছে, সত্যিই হতাশাজনক। ইউনাইটেডের জন্য কঠিন দিন এটা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এমন বিধ্বস্ত ম্যান ইউনাইটেডের হয়ে আমাকে খেলতে হয়নি।’
৭-০ গোলের জয়ে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এসেছে লিভারপুল। চার নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট ৪৫। নিউক্যাসল ও স্পার্সরা খেলেছে ২৬ ম্যাচ। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ইউনাইটেড।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে