Ajker Patrika

মোহামেডানেও জায়গা হলো না ‘ব্যাড বয়’ রবিউলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২১, ২৩: ২২
Thumbnail image

তিনি দলের শৃঙ্খলা মানেন না, করেন না ঠিকভাবে অনুশীলন; রবিউল হাসানের নামের পাশে ‘ব্যাড বয়’ তকমা লেগেই গেছে! এসব কারণে বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ডের জায়গা হয়নি বসুন্ধরা কিংস দলে। এবারের মৌসুমের বাকি সময়টা রবিউলের খেলার কথা ছিল ঐতিহ্যবাহী দল মোহামেডানের হয়ে। একই অভিযোগে সাদা-কালো শিবির থেকেও বাদ পড়লেন জাতীয় দলের ‘জার্সি নাম্বার টেন’।

২০১৮–১৯ মৌসুমের প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান ফুটবলার হয়েছিলেন রবিউল। আরামবাগের হয়ে তাঁর নজর কাড়া পারফরম্যান্সের পর রবিউলকে দলে টানে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে ১৩ ম্যাচ খেলে করেছেন তিন গোল।

বসুন্ধরার হয়ে শুরুটা ভালো হলেও দ্রুতই পথ হারিয়েছেন রবিউল, জায়গা হারান বসুন্ধরা দলে। বিরক্ত বসুন্ধরা কিংস কোনো প্রয়োজনও দেখেনি তাঁকে দলে রাখার। এবারের ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে মৌসুমের প্রথমভাগে বসুন্ধরার হয়ে একটি ম্যাচও খেলেননি রবিউল। মৌসুমের মধ্যবর্তীকালীন দলবদলে তাঁকে দলে টানে মোহামেডান।

বদলি খেলোয়াড় হিসেবে মোহামেডানের হয়ে তিন ম্যাচে ৩৬ মিনিটের বেশি খেলা হয়নি রবিউলের। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিরক্ত হয়ে আজ তাঁকে দল ছাড়ার নোটিশ দিয়েছে মোহামেডান। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ফুটবল সম্পাদক ও পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স। তিনি বলেছেন, ‘রবিউলকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আগেও তাকে কয়েকবার শৃঙ্খলা মানতে নোটিশ দিয়েছিলাম। সে তা মানেনি। আমরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। শৃঙ্খলা মানে না এমন কোনো খেলোয়াড়ের জায়গা আমাদের দলে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত